
28/03/2025
পেকুয়া উপজেলা আনসার ভিডিপির সদস্যদের কে নিজ হাতে উপাহার তুলে দেন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা সাইফুল নাহার স্যার এবং আরো উপস্থিত ছিলেন
উপজেলা প্রশিক্ষক। তসলিমা বেগম ও জাহাঙ্গীর আলম উপজেলা প্রশিক্ষক
উপহার যারা পেয়েছেন
উপজেলা কোম্পানি কমান্ডার উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার। ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডার
মহাপরিচালক মহোদয় বলেছেন
বাহিনীর গরিব সদস্যরা যাতে একটু আনন্দে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মহাপরিচালকের পক্ষ থেকে এই সরঞ্জাম বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে লাল সেমাই ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, পাউডার দুধ ১ প্যাকেট, সুজি ১ প্যাকেট, বিরিয়ানির চাউল ১ প্যাকেট, ঘি ১ কৌটা, কোকোলা নুডুলস ২ প্যাকেট প্রদান করা হয়। উক্ত ঈদ উপহার পেয়ে সদস্যরা খুবই আনন্দিত।
উল্লেখ্য, এই প্রথম আনসার ভিডিপি সদস্যদের মধ্যে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হলো।