Cox Rahim

Cox Rahim শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা‌য় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার MD.Abdur Rahim ToiTong Pekua Cox's Bazaar

পেকুয়া উপজেলা আনসার ভিডিপির সদস্যদের কে নিজ হাতে উপাহার তুলে দেন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা সাইফুল নাহার স্যা...
28/03/2025

পেকুয়া উপজেলা আনসার ভিডিপির সদস্যদের কে নিজ হাতে উপাহার তুলে দেন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা সাইফুল নাহার স্যার এবং আরো উপস্থিত ছিলেন
উপজেলা প্রশিক্ষক। তসলিমা বেগম ও জাহাঙ্গীর আলম উপজেলা প্রশিক্ষক

উপহার যারা পেয়েছেন
উপজেলা কোম্পানি কমান্ডার উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার। ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডার

মহাপরিচালক মহোদয় বলেছেন
বাহিনীর গরিব সদস্যরা যাতে একটু আনন্দে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মহাপরিচালকের পক্ষ থেকে এই সরঞ্জাম বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে লাল সেমাই ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, পাউডার দুধ ১ প্যাকেট, সুজি ১ প্যাকেট, বিরিয়ানির চাউল ১ প্যাকেট, ঘি ১ কৌটা, কোকোলা নুডুলস ২ প্যাকেট প্রদান করা হয়। উক্ত ঈদ উপহার পেয়ে সদস্যরা খুবই আনন্দিত।
উল্লেখ্য, এই প্রথম আনসার ভিডিপি সদস্যদের মধ্যে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হলো।

নবীজির পায়ের চাপ মোবারক
05/10/2024

নবীজির পায়ের চাপ মোবারক

31/10/2022

প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার।
প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২ নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।
প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।(১১৪নংআয়াত) ২/সূরা আহযাব।(৪০নংআয়াত) ৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত) ৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)।
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।

প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণরূপে নাযিল হয়? উঃ সূরা ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে কেরামের নিকট
প্রঃ পবিত্র কোরআনের সৌন্দর্য হলো -
উঃ সূরা আর রাহমান।
আসুন আমরা সবাই আমল করার চেষ্টা করি।

12/05/2022

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

28/04/2022
27/04/2022

এটা একটি অসাধারন গজল একবার শুনলে বারবার শুনতে মন চায়

25/04/2022

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cox Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox Rahim:

Share