25/05/2025
টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফ প্রতিনিধি/ ২৫ মে ২০২৫
টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকাল ৪ টার দিকে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম মাহমুদ এর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে ও ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতির গিয়াস উদ্দিন ভূলুর সভাপতিত্বে এবং জিয়াবুল হক এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাব এর আহ্বায়ক ও বিএমএসএফ এর সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাব এর সদস্য সচিব সাইফুল ইসলাম শাইফী।
এসময় বক্তব্য রাখেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উপদেষ্টা জাকারিয়া আলফাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, নোমান অরুপ।
উপস্থিত ছিলেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বিপ্লব, সহ-সভাপতি
এম এ হাসান, অর্থ সম্পাদক শমসু উদ্দিন, মিজানুর রহমান, আবদুল ওয়াজেদ, ওবায়দুর রহমান নয়ন, সাইফুল ইসলাম, তুফাইয়েল, নুরুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টেকনাফ উপজেলায় বিভিন্ন দপ্তরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দপ্তরের দূর্নীতি, ঘুষ, বানিজ্য, অনিয়ম তুলে ধরার জন্য টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্যসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্য বদ্ধ হয়ে অঙ্গিকার করেন। এবং ইয়াবা ও মানব পাচারকারীদের পাশাপাশি যে সব নিরহ নির্যাতনের শিকার মানুষদের পাশে থেকে অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।