Cox'sbazar Somoy News

Cox'sbazar Somoy News আসসালামু আলাইকুম

31/05/2025
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্ব নির্ভর বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর র...
28/05/2025

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্ব নির্ভর বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান- এর ৪৪ তম তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

আব্দু রহিম মুন্না
সাধারণ সম্পাদক,টেকনাফ উপজেলা শ্রমিক দল।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার: সেনাবাহিনীর দুর্দান্ত অভিযাননিজস্ব প্রতিবেদকঢাকা, ২৭ মে ২০২৫বাংলাদে...
27/05/2025

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার: সেনাবাহিনীর দুর্দান্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ মে ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর এক ঝুঁকিপূর্ণ ও সুপরিকল্পিত অভিযানে ধরা পড়েছে দেশের ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে সেনাবাহিনী এই দুজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও দুই সন্ত্রাসী শ্যুটার আরাফাত ও শরীফকে।

অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।

সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দীর্ঘদিন ধরে 'সেভেন স্টার' নামে কুখ্যাত সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। এদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও নাশকতাসহ অসংখ্য মামলা রয়েছে। তারা ‘২৩ শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী’র অন্যতম।

অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ পুলিশের সমন্বিত প্রয়াসে সফলভাবে অভিযানটি সম্পন্ন হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। সাধারণ জনগণকে যে কোনো সন্ত্রাস ও অপরাধমূলক তৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বা নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় ...
27/05/2025

বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এরপরে দলের শীর্ষ থেকে তৃণমূলের নেতা,মন্ত্রী,উপদেষ্টা ও এমপি এখন গ্রেপ্তার ও মামলা আতঙ্কে ভুগছেন। গ্রেপ্তার এড়াতে অনেকেই নিরাপদ আশ্রয়ে,কেউ সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে অবস্থানে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার

গতকাল ২৬মে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন এর যুবলীগের সদস্য মোক্তার আহমেদ শাপলাপুর পুলিশের হাতে আটক।। মোক্তার জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছেন যুবলীগের সাথে সম্পৃক্ততা বজায় রেখে।

এমনকি স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দলের পদপদবী ব্যবহার সহ ক্ষমতার অপব্যবহার করে মোক্তার মানুষের থেকে লুটেপুটে খেয়েছেন আট'টি বছর ধরে।

তাঁর পাশাপাশি নামে বেনামে বিভিন্ন নিরীহ মানুষের জায়গা জমি দখলে নেওয়ার ও অভিযোগ উঠে তথাকথিত যুবলীগের এনেতা এর বিরুদ্ধে।

তবে স্থানীয়দের বরাতে আজ ক্ষমতার পালাবদল হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতারা মোক্তারকে পুলিশের হাত থেকে রক্ষা করবার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় এক সূত্রে জানান।

রামুতে ভূমি মেলার উদ্বোধন।আবদুল মালেক সিকদার রামু থেকে / ২৫ মে ২০২৫‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত...
25/05/2025

রামুতে ভূমি মেলার উদ্বোধন।

আবদুল মালেক সিকদার রামু থেকে /
২৫ মে ২০২৫

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ স্লোগান সামনে রেখে
কে রামুতে রোববার দুপুরে ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা, ভূমি সংক্রান্ত বিষয়ে পরামর্শ, সৃজিত খতিয়ান প্রদান, ভূমি কর পরিশোধ, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, ও সেবা প্রার্থীদেরকে মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, প্রধান অতিথি হিসেবে
অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধনী করেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন, রামু খাদ্য গোদাম কর্মকর্তা (ওসি) বিধান বড়ুয়া, কৃষি অফিসার সুশান্ত পাল, রামু ভুমি অফিসের সার্ভেয়ার ও কানগো মাহবুবুর রহমান, প্রধান সহকারী হিরা পাল, সহকারী কপিল উদ্দিন, সানজিদা আক্তার, তহশিলদার জেসমিন আক্তার, তহশিলদার মোঃ সেলিম, তহশিলদার মোঃ কাশেম সহ বিভিন্ন ভূমি মালিক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভুমি সাপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম বলেন যে কোন বিষয়ে সহকারী কমিশনার ভুমি অফিসে এসে জমির কোন সমস্যা থাকলে তাহা নিষ্পত্তি করার অনুরোধ জানান। সরকারের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এলাকার ভুক্তভোগী জনগণ অনলাইনের মাধ্যমে ভূমি কর প্রধানের মাধ্যমে এই সুযোগ-সুবিধা গ্রহণ করার সহজ পথ সুগম করে দিয়েছেন।এবং যে কোন ভুমির বিষয় নিয়ে সমস্যা সমাধানের জন্য ভূমি অফিসে আসার অনুরোধ জানান।

টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স সোসাইটির  মতবিনিময় সভা অনুষ্ঠিতটেকনাফ প্রতিনিধি/ ২৫ মে ২০২৫টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্...
25/05/2025

টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি/ ২৫ মে ২০২৫

টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকাল ৪ টার দিকে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম মাহমুদ এর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে ও ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতির গিয়াস উদ্দিন ভূলুর সভাপতিত্বে এবং জিয়াবুল হক এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাব এর আহ্বায়ক ও বিএমএসএফ এর সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাব এর সদস্য সচিব সাইফুল ইসলাম শাইফী।

এসময় বক্তব্য রাখেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উপদেষ্টা জাকারিয়া আলফাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, নোমান অরুপ।

উপস্থিত ছিলেন, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বিপ্লব, সহ-সভাপতি
এম এ হাসান, অর্থ সম্পাদক শমসু উদ্দিন, মিজানুর রহমান, আবদুল ওয়াজেদ, ওবায়দুর রহমান নয়ন, সাইফুল ইসলাম, তুফাইয়েল, নুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, টেকনাফ উপজেলায় বিভিন্ন দপ্তরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দপ্তরের দূর্নীতি, ঘুষ, বানিজ্য, অনিয়ম তুলে ধরার জন্য টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্যসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্য বদ্ধ হয়ে অঙ্গিকার করেন। এবং ইয়াবা ও মানব পাচারকারীদের পাশাপাশি যে সব নিরহ নির্যাতনের শিকার মানুষদের পাশে থেকে অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমারে পাচারকালে শহরের নাজিরা ট্যাক থেকে ৩৪০ বস্তা সিমেন্ট সহ ৫ জনকে আটককরলো কোস্টগার্ডকক্সবাজার প্রতিনিধি/ ২৪ মে ২০২...
24/05/2025

মিয়ানমারে পাচারকালে শহরের নাজিরা ট্যাক থেকে ৩৪০ বস্তা সিমেন্ট সহ ৫ জনকে আটক

করলো কোস্টগার্ড
কক্সবাজার প্রতিনিধি/
২৪ মে ২০২৫

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করে। মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশ্যে বোটটিতে থাকা ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন— টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০) বরগুনার পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো.শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

জব্দকৃত সিমেন্ট, আটক হওয়া পাচারকারী এবং পাচারকাজে ব্যবহার করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারীরাবিশেষ প্রতিনিধি২৩ মে ২০২৫* কক্সবাজারে ৩২ জন ক...
23/05/2025

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা

বিশেষ প্রতিনিধি
২৩ মে ২০২৫

* কক্সবাজারে ৩২ জন কনস্টেবল নিয়োগ, আবেগাপ্লুত নিয়োগপ্রাপ্তরা

মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পূর্ণ বৈষম্যহীন প্রক্রিয়ায় কক্সবাজার জেলায় ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলমের সার্বিক দিকনির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

কক্সবাজারের পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন। তাঁর সঙ্গে বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দিন চৌধুরী জানান,, চলতি নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৮০ জন প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং পেরিয়ে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিনদিনের এই পরীক্ষার শেষে ৩২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে যাচাই শেষে ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। অনেকে জীবনের প্রথম বড় সফলতায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এমন মানবিক দৃশ্য চোখে জল এনে দেয় উপস্থিত সবার।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত কনস্টেবলদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে দেশসেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে আপনাদের।”

এই নিয়োগ প্রক্রিয়া কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,৪ সন্তান নিয়ে পালাতক স্বামী আখতার হোসেন হিরু টেকনাফ/ ২২ মে ২০২৫কক্সবাজারের টেকনাফের সদর...
21/05/2025

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,
৪ সন্তান নিয়ে পালাতক স্বামী

আখতার হোসেন হিরু টেকনাফ/ ২২ মে ২০২৫

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় বসতবাড়িতে থেকে মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে রাতে গিয়ে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিনারা বেগমের বড় ভাই মো.ইলিয়াস জানান, গতকাল রাতে তাঁর ছোট বোনের স্বামী মোহাম্মদ ইব্রাহিম ফোন করে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি জানান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন ঘরের দরজায় তালা লাগানো। তালা খোলার পর দেখা যায়, তাঁর বোনের মরদেহ ঝুলে আছে। ইব্রাহিম তালা খুলে দিয়ে পালিয়ে যায়।

মো.ইলিয়াস আরও জানান,যৌতুকের দাবিতে তাঁর ছোট বোন মিনারা বেগম কে নির্যাতন করে আসছিলেন ইব্রাহিম।বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে এবং এ বিষয়ে মামলা করবেন বলে জানান মো. ইলিয়াস।

অভিযোগের বিষয়ে জানতে মিনারা বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিমের সাথে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছ বলে জানান এলাকাবাসী। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তার প্রতিবেশী
এক ব্যাক্তি জানান,ইব্রাহীম এর সাথে অন্য এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তাই ইব্রাহীম পরকীয়ায় আসক্ত হয়ে নিজের স্ত্রীকে শ্বাসরুদ্ধ হত্যা করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই নারীর মৃত্যুরণ নিশ্চিত হওয়া যাবে।

টেকনাফে এক রোহিঙ্গাকে ভাই পরিচয় দিয়ে এনআইডি করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
20/05/2025

টেকনাফে এক রোহিঙ্গাকে ভাই পরিচয় দিয়ে এনআইডি করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

টেকনাফে নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতি দাবিতে মানববন্ধন করেছেন জেলেরাদিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি...
19/05/2025

টেকনাফে নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতি দাবিতে মানববন্ধন করেছেন জেলেরা

দিদারুল আলম সিকদার,
কক্সবাজার জেলা প্রতিনিধি:
১৯ মে ২০২৫

টেকনাফের নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতি দাবিতে জেলেরা মানববন্ধন করেছেন।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতি দাবিতে জেলেরা মানববন্ধন করেছেন।

কক্সবাজার শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সাসনে সোমবার জেলে সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পর নাফ নদীর শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিতে জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে ফেব্রুয়ারিতে অনুমতি দেওয়া হয়। টেকনাফ জেটি থেকে হ্নীলা এবং হোই কিউং পর্যন্ত অংশে এখনও মাছ ধরা নিষিদ্ধ। জেলেরা এই অমানবিক জীবনযাপন করছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাকি অংশগুলিও খুলে দেওয়ার দাবি উঠেছে।

হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সমর্থনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী, উখিয়া বিএনপির আহ্বায়ক সারওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ।

কুতুবদিয়ায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ  একজনকে কারাদণ্ড                     রোতাব চৌধুরী/ ১৩ মে ২০২৫কুতুবদিয়া উপকূল ও ...
13/05/2025

কুতুবদিয়ায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ একজনকে কারাদণ্ড

রোতাব চৌধুরী/ ১৩ মে ২০২৫

কুতুবদিয়া উপকূল ও বঙ্গোপসাগরে যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১১ জন বোট মালিককে ৩২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় যৌথভাবে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করা হয়। আটককৃত বোট থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, বেহুন্দী জাল এবং বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, “জাটকা ও সামুদ্রিক মাছের প্রজননকালীন সময়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।” উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য সরকার সামুদ্রিক মাছের প্রজননে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে।

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox'sbazar Somoy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox'sbazar Somoy News:

Share