Mojib Blog malaysia

Mojib Blog malaysia Hi, This is Mojib, Im a blogger. please flow me to get my videos everytime.

08/08/2025

আস্সালামু আলাইকুম শুভ সকাল

"সফলতা কখনোই দুর্ঘটনাবশত আসে না, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শেখার ফল।"
07/08/2025

"সফলতা কখনোই দুর্ঘটনাবশত আসে না,
এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শেখার ফল।"

"জীবনের সেরা শিক্ষাগুলো পাওয়া যায় রাস্তায়, কোনো স্কুলে নয়।"
07/08/2025

"জীবনের সেরা শিক্ষাগুলো পাওয়া যায় রাস্তায়, কোনো স্কুলে নয়।"

বৃষ্টির দিন গুলো কার কার ভালো লাগে জানাবেন?
06/08/2025

বৃষ্টির দিন গুলো কার কার ভালো লাগে জানাবেন?

"যার ধৈর্য আছে, তার কাছে সময়ও হার মানে।"ধৈর্য হলো শক্তিশালীদের অলংকার।""সবকিছুই সময়মতো আসে, শুধু ধৈর্য ধরতে হয়।"     ...
05/08/2025

"যার ধৈর্য আছে, তার কাছে সময়ও হার মানে।"

ধৈর্য হলো শক্তিশালীদের অলংকার।"

"সবকিছুই সময়মতো আসে, শুধু ধৈর্য ধরতে হয়।"

🌙✨রাতের আকাশে চাঁদের আলো যেমন শান্তি দেয়,তেমনই তোমার রাত হোক প্রশান্তিতে ভরা।সব দুঃখ ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ো নির্ভাবে।শ...
04/08/2025

🌙✨
রাতের আকাশে চাঁদের আলো যেমন শান্তি দেয়,
তেমনই তোমার রাত হোক প্রশান্তিতে ভরা।
সব দুঃখ ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ো নির্ভাবে।
শুভ রাত্রি! 🌌🌿

— মিষ্টি স্বপ্নে দেখা হবে ইনশাআল্লাহ 💫

"হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু।জীবন এক যুদ্ধক্ষেত্র—লড়াই করো, জিতবে তুমি একদিন!" 💪🔥
04/08/2025

"হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু।
জীবন এক যুদ্ধক্ষেত্র—লড়াই করো, জিতবে তুমি একদিন!" 💪🔥

04/08/2025

সাপ্তাহিক বাজার মালয়েশিয়া

স্বামী কাকে বলে??🌺
28/08/2022

স্বামী কাকে বলে??🌺

.❤অল্প বয়সে বিয়ে করার উপকারিতা....!!!এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়.! এই আয়াতে আল্লাহ বলেন :وَأَنكِحُوا الْأَيَامَى مِنك...
28/08/2022

.❤অল্প বয়সে বিয়ে করার উপকারিতা....!!!

এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়.!
এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর.! অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ
তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,
২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়
৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।
হাদিসটি পাবেন
(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ,বিয়ে করুণ।

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো👇
১। লজ্জা স্থানের হেফাজত হয়
২। বিবাহ চক্ষু নিচু করে
৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।
৪। ইমান পরিপূর্ণ হয়
৫। অসুস্থতা দূর হয়।
৬। ইবাদতে মজা পাওয়া যায়।
৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।
৯। মেজাস ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।
১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অনেক উপকারিতা আছে।
বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।
সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা এবং তার দ্বীনদারিত্ব দেখুন, তার সাথে বিয়ে দেন।

ইংশাআল্লাহ ফায়দাবান হবেন।
জাযাকাল্লহ খাইরন🖤❤

Address

Bukit Mewah 42. Taman Bukit Mewah Kajang
Cox's Bazar
43000

Alerts

Be the first to know and let us send you an email when Mojib Blog malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mojib Blog malaysia:

Share