দৈনিক মহেশখালী - Daily Maheskhali

দৈনিক মহেশখালী - Daily Maheskhali খবরের সন্ধানে আমরা ।
যোগাযোগ- 01817058793
(1)

মহেশখালীতে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ ২ জন আটক...নিজস্ব প্রতিবেদক::মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪নং...
27/08/2025

মহেশখালীতে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ ২ জন আটক...

নিজস্ব প্রতিবেদক::
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্ট মোঃ আলাউদ্দিন (৩৫) ও সহযোগী সুজন দে (২৭) আটক হয়েছেন।

দায়িত্বরত এসআই মোঃ নাছিরের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জন্য থানা হাজাতে নেওয়া হচ্ছে বলে জানা যায় ।

আইন অনুযায়ী, মোবাইলে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে জড়িত থাকার অপরাধে ২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা হতে পারে।

27/08/2025

উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দিলেন চিকিৎসক

বিস্তারিত কমেন্টে...

সংবাদ বিজ্ঞপ্তি কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার। চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৫। দেশের সার্...
27/08/2025

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার।

চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৫। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ০৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের, ছমিরাঘনা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে । খবর পেয়ে গতকাল (২৬-০৮-২৫) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দলটি মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঝুপড়ি ঘরটি তল্লাশি করে ০১টি চায়নিজ কুড়াল, ০৩টি রামদা ও ০১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

26/08/2025
26/08/2025

হাসিনার আমলে রোহিঙ্গাদের নিয়ে উদ্যোগের লক্ষ্য ছিলো নোবেল পুরষ্কার: কক্সবাজারে ফুয়াদ

মহেশখালীগামী ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন RAB, আ'টক- ৯, বর্তমানে ফিশারীঘাটে তল্লাশি চলমান বলে সুত...
26/08/2025

মহেশখালীগামী ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন RAB, আ'টক- ৯, বর্তমানে ফিশারীঘাটে তল্লাশি চলমান বলে সুত্রে জানা গেছে।

কালারমারছড়ায় তোফাইল আহমদ হত্যার ঘটনায় তারেক আজিজ বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ...
26/08/2025

কালারমারছড়ায় তোফাইল আহমদ হত্যার ঘটনায় তারেক আজিজ বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসংখ্য মামলার আসামী, মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী তারেক বিন ওসমান শরীফকে প্রধান আসামী করে ৩৬ জনের বিরোদ্ধে মামলা হয়েছে।অজ্ঞাত ১৫/২০ জন।

মহেশখালীতে চিংড়ি ঘেরে ডাকাতী ও  তোফাইলকে অপহরনের পর হত্যার ৩৭ জনের বিরুদ্ধে মামলায় মসজিদের ইমাম ও হাফেজখানার শিক্ষক রিদো...
26/08/2025

মহেশখালীতে চিংড়ি ঘেরে ডাকাতী ও তোফাইলকে অপহরনের পর হত্যার ৩৭ জনের বিরুদ্ধে মামলায় মসজিদের ইমাম ও হাফেজখানার শিক্ষক রিদোয়ান কাদের Md Reduan Mostafa কে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ ।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিস্তল এবং শটগান উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা মিলবে। চাইনিজ রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ...
25/08/2025

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিস্তল এবং শটগান উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা মিলবে। চাইনিজ রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ। প্রতি রাউন্ড গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা।

25/08/2025

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ফুটবল দল গঠনকল্পে আগামীকাল ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ২ঘটিকায় মহেশখালী কলেজ মাঠে উন্মুক্ত খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।
উক্ত খেলোয়াড় বাছাইয়ে উপজেলার যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ
করছি ।

মহেশখালী উপজেলা দলের ১ম ম্যাচ আগামী ৪ সেপ্টেম্বর ঈদগাহ উপজেলা দলের সাথে। টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে।

বিঃদ্রঃ বিষয়টি অতীব জরুরি।

আপনার আমার এলাকার ভালো, দক্ষ,পরিশ্রমী খেলোয়াড়কে অংশ নিতে উৎসাহ দিন,খেলোয়াড়দের পাশে থাকুন।

উপজেলা প্রশাসন
মহেশখালী

কক্সবাজার সফলভাবে শেষ হল স্টেকহোল্ডার ডায়লগ...রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে "স্টেকহোল্ডার ডায়লগ" নামে এক হাই লেভেল কনফারেন্সে ...
25/08/2025

কক্সবাজার সফলভাবে শেষ হল স্টেকহোল্ডার ডায়লগ...
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে "স্টেকহোল্ডার ডায়লগ" নামে এক হাই লেভেল কনফারেন্সে সকল শ্রেণির পেশার মানুষ এই গুরুত্বপূর্ণ ডায়ালগে অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের নেয়া উদ্যোগ-যেমন আন্তর্জাতিক মহলের সাথে সমন্বয় বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, কক্সবাজারে অবকাঠামোগত সহায়তা সম্প্রসারণ এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের প্রচেষ্টা-কে স্বাগত জানান সকল বক্তাগণ ।

Address

Maheskhali, Coxsbazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক মহেশখালী - Daily Maheskhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক মহেশখালী - Daily Maheskhali:

Share