06/07/2025
অদ্য ০৬/০৭/২০২৫ইং, তারিখ- ভোর ০৪.৩০ ঘটিকার সময় মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ কালাগাজী পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ জাহাঙ্গীর প্রঃ বাহাদুর (৪৮) কে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ ধৃত করিতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর প্রঃ বাহাদুর (৪৮) কে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে তাহার ডান হাতে থাকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তায় ভিতর হইতে উদ্ধারকৃত ১। ০১ (এক) টি দেশীয় তৈরী সচল আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক, যাহার কাঠের বাটসহ আড়াআড়িভাবে লম্বায় ২৯.৪” ইঞ্চি, যাহার কাঠের অংশের দৈর্ঘ্য আড়াআড়িভাবে ৭.৫” এবং বন্দুকের নলসহ লোহার অংশ লম্বায়-২৪.৫” ইঞ্চি, এবং বন্দুকের নলের নিচের কাঠের অংশ লম্বায় ১১” ইঞ্চি উদ্ধার পূর্বক আসামী জাহাঙ্গীর প্রঃ বাহাদুর (৪৮) কে গ্রেফতার করা হয়।