Daily Dwip24TV

  • Home
  • Daily Dwip24TV

Daily Dwip24TV News Paper

কক্সবাজার সফলভাবে শেষ হল স্টেকহোল্ডার ডায়লগ...রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে "স্টেকহোল্ডার ডায়লগ" নামে এক হাই লেভেল কনফারেন্সে ...
25/08/2025

কক্সবাজার সফলভাবে শেষ হল স্টেকহোল্ডার ডায়লগ...
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে "স্টেকহোল্ডার ডায়লগ" নামে এক হাই লেভেল কনফারেন্সে সকল শ্রেণির পেশার মানুষ এই গুরুত্বপূর্ণ ডায়ালগে অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের নেয়া উদ্যোগ-যেমন আন্তর্জাতিক মহলের সাথে সমন্বয় বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, কক্সবাজারে অবকাঠামোগত সহায়তা সম্প্রসারণ এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের প্রচেষ্টা-কে স্বাগত জানান সকল বক্তাগণ ।

অভিনন্দন !মহেশখালীর কৃতি সন্তান Shahriar Mohammad Yamin যুগ্ম-সদস্য সচিব  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ
27/02/2025

অভিনন্দন !
মহেশখালীর কৃতি সন্তান
Shahriar Mohammad Yamin
যুগ্ম-সদস্য সচিব
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

18/02/2025
দীর্ঘ সাড়ে ৩বছর পর অবশেষে অদ্য ১২ ফেব্রুয়ারী রোজ বুধবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় কারামুক্ত হলেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ...
12/02/2025

দীর্ঘ সাড়ে ৩বছর পর অবশেষে অদ্য ১২ ফেব্রুয়ারী রোজ বুধবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় কারামুক্ত হলেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ এবং এডভোকেট হামিদুল হক।

11/02/2025

মহেশখালীর কুতুবজোমের চেয়ারম্যান বেশ কিছু দিন ধরে পরিষদে অনুপস্থিত!
সাধারন মানুষ চরম ভোগান্তিতে "

29/01/2025

ব্রেকিং নিউজঃ
জামায়াতে ইসলামী নিয়মিত কর্মী সংখ্যা বেড়ে, বর্তমানে প্রায় ৭ কোটি ৮০ লক্ষ।

২ জন বা-দে বাকি সবাই নি--হ--ত!! দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বি-ধ্ব--স্তে--র ঘটনায় ১৮১...
29/12/2024

২ জন বা-দে বাকি সবাই নি--হ--ত!!
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বি-ধ্ব--স্তে--র ঘটনায় ১৮১ জনের মাঝে ১৭৯ জন নি-হ-ত হয়েছেন।
আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আমিন।

18/10/2024

কক্সবাজারে লবন চাষীদের সাথে কেন্দ্রীয় কমিটির মত বিনিময়

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার হোটেল সিগালে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল সিগালে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ চাষীদের কাছ থেকে বর্তমান লবণের মজুদ, দাম, এবং অগ্রিম মাঠে নামা সহ বিভিন্ন মতামত চাওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ন সচিব এম. মনিরুজ্জামান মিয়া, বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এর লবণ সেল প্রধান ও উপমহাব্যবস্থাপক সরোয়ার হোসাইন, বিসিক কক্সবাজারের লবণ সেল প্রধান উপ-পরিচালক জাফর আহমদ ভূইয়া, অনুষ্ঠান সঞ্চালন করেন কক্সবাজার লবণ সেল ইন্সপেক্টর জনাব ইদ্রিস আলী।।

অনুষ্ঠানে সমতির পক্ষে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দীন, কেন্দ্রীয় কমিটির আরো বক্তব্য রাখেন এ. জি. এম. গিয়াস উদ্দিন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, মো. সোহেল সহ-সভাপতি, আমিনুল ইসলাম হাসান সাধারণ সম্পাদক, এম মোসলেম উদ্দিন যুগ্ন সাধার সম্পাদক, একরাম উদ্দিন নূরি অর্থ সম্পাদক সহ লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন ইউনিটের ব্যক্তিবর্গ ।

আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মোহাম্মদ উজ্জল সাংগঠনিক সম্পাদক । মোহাম্মদ আইয়ুব খান সভাপতি চকরিয়া, জনাব নুরুল হোছাইন সহসভাপতি চকরিয়া, মোঃ আজিজুল হক সাধারণ সম্পাদক চকরিয়া, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক টেকনাফ, রাশেদ মোস্তফা, সভাপতি উখিয়া, আলী আজগর সাধারণ সম্পাদক বাশঁখালী, মো: ছানা উল্লাহ সভাপতি কক্সবাজার সদর, মোঃ আলমগীর সাধারণ সম্পাদক কক্সবাজার সদর, নুরুল ইসলাম ভট্ট সভাপতি কুতুবদিয়া উপজেলা, গিয়াস উদ্দিন সভাপতি পেকুয়া উপজেলা, আবুল কাশেম যুগ্ন সাধারণ সম্পাদক মহেশখালী, আব্দুল মোনাফ সাংগঠনিক সম্পাদক মহেশখালী। এখলাছুর রহমান সাংগঠনিক সম্পাদক চকরিয়া ।

অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে দাবি-দাওয়া নিয়ে যুগ্ন সচিব এম. মনিরুজ্জামান মিয়া-কে ১১ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। চাষীদের দাবী "লবণ আম

দয়া করে এই পোষ্ট বেশি বেশি শেয়ার করুন সম্ভবত মেয়েটি চট্টগ্রামের। প্রেম গঠিত কোনো বিষয় থাকতে পারে। সে নোয়াখালীর সোনা...
12/10/2024

দয়া করে এই পোষ্ট বেশি বেশি শেয়ার করুন
সম্ভবত মেয়েটি চট্টগ্রামের। প্রেম গঠিত কোনো বিষয় থাকতে পারে। সে নোয়াখালীর সোনাপুর আছে বর্তমানে

।।আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বুঝা যাচ্ছে। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। সম্ভবত প্রেমঘটিত কোনো বিষয়ে ট্রমাটাইজড হয়ে ভারসাম্য হারায়ে ফেলছেন। রিদয় ও শায়লা নামের দুইজনের কথা বলতেছেন।

আপনার আশেপাশে একটু দ্রুত খোঁজ-খবর নিন। আমার ফ্রেন্ডলিষ্টের চট্টগ্রামের মানুষজন একটু দেখেন আসেপাশে খুঁজে এমন কেউ মিসিং আছে কিনা!
উনি আপাতত নোয়াখালীর সোনাপুরের দত্তেরহাটের পেট্রোল-পাম্পের এইখানে আছেন।

খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করবেন
01875024601
আলজকি হোসেন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গতরাত ৩,৪০ মিনিটের সময় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পুর্ব জাগিরা ঘোনা নিবাসী, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার...
03/10/2024

গতরাত ৩,৪০ মিনিটের সময় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পুর্ব জাগিরা ঘোনা নিবাসী, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্টতা, মরহুম আলহাজ্ব মওলানা রমিজ আহমদের তৃতীয় পুত্র মওলানা সাজেদুল করিম ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ হে অ ইন্না আলাইহি রাজেউন।জনযার নামাজের টাইম পরে জানিয়ে দেওয়া হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Daily Dwip24TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Dwip24TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share