27/09/2024
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হলো "সুরেলা" আয়োজিত কক্সবাজার জেলাব্যাপী ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার অনন্য আয়োজন "নাশিদ আইডল-২০২৪" এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। সম্মানিত বিচারকমণ্ডলীর অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা পেয়ে গেছি সেরাদের সেরা সুরেলা পাখিদের।
সত্যিকার অর্থে প্রতিযোগিদের মধ্যে প্রত্যেকেই একেকজন চমৎকার সুরের পাখি। আমরা সবাইকে এপ্রিশিয়েট করি, এবং আগামীতে অভাবনীয় অগ্রগতি কামনা করি। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে।
বিজয়ী বন্ধুদের জন্য অভিনন্দন রইলো। সেই সাথে এই প্রতিযোগিতা চালিয়ে নিতে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।