Shurela - সুরেলা

Shurela - সুরেলা সুস্থ সংস্কৃতির নির্মল আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন।

14/01/2025

যে কোনো ধরনের গানের অডিও ভিডিও করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
তাছাড়া আমাদের রয়েছে, যে কোনো ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন,মাইকিং রেকর্ড, ওয়েলকাম টুন ইত্যাদি
উন্নতমানের মানের ভোকাল পেতে চলে আসুন "সুরেলায়
মোবাইল :01610969811

ফুড মিরাকল রেস্টুরেন্টের রেকর্ড এর অংশ বিশেষ

সুরেলা’র উদ্যোগে "ইন্টারন্যাশনাল ক্বিরাত এন্ড  নাশিদ কার্নিভাল ২০২৪"অপসংস্কৃতির মূলোৎপাটন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে স্ব...
13/12/2024

সুরেলা’র উদ্যোগে "ইন্টারন্যাশনাল ক্বিরাত এন্ড নাশিদ কার্নিভাল ২০২৪"

অপসংস্কৃতির মূলোৎপাটন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন "সুরেলা"-এর উদ্যোগে এবং কক্সবাজার আন্তর্জাতিক কিরাত সম্মেলন সংস্থার সার্বিক সহযোগিতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার কক্সবাজারের হাশেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইন্টারন্যাশনাল ক্বিরাত অ্যান্ড নাশিদ কার্নিভাল ২০২৪"।

কুরআনের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন:

মাওলানা নজরুল ইসলাম
হাফেজ মাওলানা রিয়াদ হায়দার
আমিনুল ইসলাম হাসান
মুজ্জাম্মেল হক
এম ইউ বাহাদুর
মোহাম্মদ আমিন
মোহাম্মদ ওসমান
আব্দুল গফুর
হাফেজ জুনায়েদ রুবেল

উক্ত মতবিনিময় সভায় বক্তারা কার্নিভাল আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কুরআনি চেতনায় সুস্থ সংস্কৃতির প্রচার-প্রসার নিশ্চিত করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণার স্থান হিসেবে কাজ করবে বলে আয়োজকদের আশা। "সুরেলা" এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, এই কার্নিভালে দেশি-বিদেশি খ্যাতনামা ক্বারি ও নাশিদ শিল্পীদের অংশগ্রহণ থাকবে। অনুষ্ঠানটি কক্সবাজারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

06/11/2024
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হলো "সুরেলা" আয়োজিত কক্সবাজার জেলাব্যাপী ইস...
27/09/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হলো "সুরেলা" আয়োজিত কক্সবাজার জেলাব্যাপী ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার অনন্য আয়োজন "নাশিদ আইডল-২০২৪" এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। সম্মানিত বিচারকমণ্ডলীর অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা পেয়ে গেছি সেরাদের সেরা সুরেলা পাখিদের।

সত্যিকার অর্থে প্রতিযোগিদের মধ্যে প্রত্যেকেই একেকজন চমৎকার সুরের পাখি। আমরা সবাইকে এপ্রিশিয়েট করি, এবং আগামীতে অভাবনীয় অগ্রগতি কামনা করি। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে।

বিজয়ী বন্ধুদের জন্য অভিনন্দন রইলো। সেই সাথে এই প্রতিযোগিতা চালিয়ে নিতে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই প্রস্তুত তো!
27/09/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সবাই প্রস্তুত তো!

আসসালামু আলাইকুম! 'নাশিদ আইডল ২০২৪' এর সুরেলা পাখিরা!আগামীকালই কিন্তু চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে!সবাই নিশ্চয়ই প্রস...
26/09/2024

আসসালামু আলাইকুম!
'নাশিদ আইডল ২০২৪' এর সুরেলা পাখিরা!
আগামীকালই কিন্তু চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে!
সবাই নিশ্চয়ই প্রস্তুত!
আগামীকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার প্লাটিনাম রাউন্ডের দুর্দান্ত পারফরম্যান্স শেষে, চূড়ান্ত পর্বের টান টান উত্তেজনাময় মুহূর্তের অবসান ঘটিয়ে আমরা জানতে পারবো কে হবে সেরাদের সেরা, কে হবে 'নাশিদ আইডল ২০২৪' এর চ্যাম্পিয়ন।

কাল সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ রইলো।

ভেন্যুঃ কক্সবাজার উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক মিলনায়তন কেন্দ্র। বাস টার্মিনাল, কক্সবাজার।
সময়: দুপুর ৩টা।

(পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও)

23/09/2024

নাশীদ আইডল- ২০২৪
গোল্ডেন কার্ড বিজয়ীদের তালিকা
(জুনিয়র গ্ৰুপ)

১/হারুন আহমদ তামিম
২/তাসমিয়া এহসান তাসমি
৩/উম্মে আয়মন
৪/আব্দুল কাইয়ুম
৫/জুহাইর বিন জসিম সিনান
৬/আবুজার আল-গিফারি
৭/তাহসিন
৮/রবিউল হাসান
৯/তাজুয়ার আহমদ
১০/সাইয়্যেদা ফেরদৌস স্নেহা ইকরা
১১/মিশকাতুশ শরীফা
১২/মোহাম্মদ নয়ন
১৩/ছিদ্রাতুল মুনতাহা
১৪/আহনাফ আজাদ সা'দ
১৫/মাহিয়া নূর
১৬/ইফশিতা মোমতাহা রাঈন
১৭/মোঃ সোহাইল রহমান
১৮/ইমরুল কায়েস
১৯/জান্নাতুল মাওয়া শিমা
২০/জান্নাতুল মাওয়া
২১/সাবিহা মারওয়া সাবিল
২২/জান্নাতুল নাঈমা শিফা ২৩/শামশুর রহমান মাঈন
২৪/তানজিনা খানম মাহি
২৫/ফাহিমা নাজনিন লুবনা
২৬/নুর কলিমা

_________________________
সিনিয়র গ্ৰুপ

১/শফিকুল ইসলাম জিসান
২/নুরুল কাদের শাহী
৩/মোঃ হামিদুর রহমান
৪/মোঃ জয়নাল আবেদীন
৫/উসমান নুর
৬/মুফিজ উর রহমান
৭/মোঃ শাহিন
৮/রিশাদ উদ্দিন
৯/আহমদ আমিন উল্লাহ
১০/মোঃ রায়ীদুল ইসলাম
১১/সাঈদী বিন আমিন
১২/মোঃ ছামি উদ্দিন
১৩/ মোঃ হাসনাত ফারাবী
১৪/মোঃ নুরুল আমিন
১৫/তারেক আজিজ
১৬/মোঃ মাহফুজ আলম
১৭/আকিব খান সাগর
১৮/মোঃ ইসফার উদ্দিন তাসিন
১৯/মোঃমুস্তাফিজুর রহমান
২০/মোঃ নাহিদুল ইসলাম আসিফ
২১/হাসিফুর রহমান
২২/আবু বকর সিদ্দিক
২৩/মোঃ মনির উদ্দিন হৃদয়
২৪/শাহরিয়ার হোসেম ফাহিম
২৫/সিরাজুল ইসলাম রাব্বি

22/09/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সুরেলার বন্ধুরা সবাই ভালো আছো তো?
দীর্ঘ সময় গ্যাপের কারণে নিশ্চয়ই অনেকের মন খারাপ?

তোমরা নিশ্চয়ই জানো যে, আমরা দীর্ঘ একটি সময় ভীষণ অস্বস্তি এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদির নানাবিধ প্রভাবের কারণে জনজীবন থমকে যাওয়ার অবস্থা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দীর্ঘ সময় বিরতির কারণ।

এখনো সবাই পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে উঠতে সক্ষম হইনি। তবুও তো জীবন থেমে থাকে না। থেমে থাকবে না তোমরাও। নানান প্রতিকূলতা আর সীমাবদ্ধতার মাঝেই আমরা এগুবো তোমাদের নিয়ে ইনশাআল্লাহ।

আগামী ২৭ সেপ্টেম্বর জুমাবার গোল্ডেন কার্ড প্রাপ্ত বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হবে "নাশিদ আইডল ২০২৪" এর কাঙ্ক্ষিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানটি। প্রস্তুতি অব্যাহত রেখো কিন্তু!

অনুষ্ঠানের ভেন্যু: উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক মিলনায়তন।
সময়: বিকেল ৩ টা।

Address

Cox's Bazar
4700

Telephone

+8801841501842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shurela - সুরেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shurela - সুরেলা:

Share