Apshori Home

Apshori Home Filza's Mammma.

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিস...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

স্ত্রীকে কেন ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া জরুরি ✨ 🌸 বিবাহিত জীবনের বন্ধন শুধু দায়িত্ব ও কর্তব্যে সীমাবদ্ধ নয়; এর মধ্যে ভালোবা...
29/12/2025

স্ত্রীকে কেন ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া জরুরি ✨

🌸 বিবাহিত জীবনের বন্ধন শুধু দায়িত্ব ও কর্তব্যে সীমাবদ্ধ নয়; এর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া, এবং আনন্দ ভাগাভাগির বিষয়ও জরুরি। স্ত্রীকে ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া অনেক সময় পুরুষরা অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু বাস্তবে এটি পারিবারিক সম্পর্কের বন্ধন দৃঢ় করার অন্যতম কার্যকর উপায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দাম্পত্য জীবনে একসাথে বেড়াতে যাওয়া দম্পতিদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, তাদের সম্পর্কে গভীরতা বাড়ে, এবং তারা বেশি সুখী হয়। 💑

স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার উপকারিতা 🌿

মানসিক স্বাস্থ্যের উন্নতি 🧠
স্ত্রীকে নিয়মিত বাইরে নিয়ে যাওয়া মানসিক চাপ কমায়। ঘরে থেকে প্রতিদিনের একই রুটিনে অভ্যস্ত হলে মহিলাদের মধ্যে হতাশা ও একঘেয়েমি দেখা দিতে পারে। বেড়াতে যাওয়া এই চাপ কমিয়ে মানসিক প্রশান্তি দেয়।

দাম্পত্য সম্পর্কে গভীরতা আনে 💕
বাইরে বেড়ানো মানে একসাথে নতুন পরিবেশে সময় কাটানো। এটি দম্পতির মধ্যে খোলামেলা কথোপকথন বাড়ায়, একে অপরকে নতুনভাবে জানার সুযোগ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, দম্পতিরা যখন একসাথে ভ্রমণ করেন তখন তাদের সম্পর্কের সন্তুষ্টি দ্বিগুণ হয়।

সন্তানদের জন্য ইতিবাচক প্রভাব 👨‍👩‍👧
অনেক গবেষণায় বলা হয়েছে, দম্পতিরা যদি নিজেদের সম্পর্ককে আনন্দময় রাখতে পারেন, তবে তা সন্তানের মানসিক বিকাশের জন্যও সহায়ক হয়। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া মানে পরিবারে আনন্দের আবহ সৃষ্টি করা।

শারীরিক স্বাস্থ্যের উন্নতি 🏞️
প্রকৃতির মাঝে বেড়াতে যাওয়া বা কোনো নতুন জায়গায় ভ্রমণ করা শরীরের জন্যও উপকারী। হাঁটাহাঁটি, নতুন পরিবেশের বাতাস, এবং খাবারের পরিবর্তন শরীরকে তরতাজা রাখে।

স্ত্রীর আত্মমর্যাদা বৃদ্ধি 🌹
স্ত্রীকে যদি শুধু গৃহস্থালির কাজে সীমাবদ্ধ রাখা হয়, তবে তিনি মনে করতে পারেন তার কোনো মূল্য নেই। কিন্তু তাকে ঘুরতে নিয়ে যাওয়া মানে তাকে সম্মান দেওয়া, তার গুরুত্ব বোঝানো।

🌺 স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া শুধু বিনোদন নয়, বরং এটি একটি দায়িত্ব এবং ভালোবাসার প্রকাশ। এটি দাম্পত্য জীবনে নতুন প্রাণ সঞ্চার করে, সম্পর্ককে দৃঢ় করে এবং পরিবারের মাঝে সুখের আবহ তৈরি করে। তাই কাজের ব্যস্ততা বা অর্থনৈতিক সংকটকে অজুহাত না বানিয়ে অন্তত অল্প সময় হলেও স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়া উচিত। কারণ সুখী পরিবারই সফল জীবনের চাবিকাঠি। ✨

লেখাটি ফেসবুক সংগৃহীতা

25/12/2025

Good Night

22/12/2025

Old Memories

20/12/2025

সবচেয়ে বেশি খারাপ লাগছে ওনার ছেলেটার জন্য। অনিরাপদ এই দেশে আমরা কি পারবো হাদী ভাইয়ের ছেলেটাকে দেখে রাখতে? বাবার মতো কে-ই...
18/12/2025

সবচেয়ে বেশি খারাপ লাগছে ওনার ছেলেটার জন্য। অনিরাপদ এই দেশে আমরা কি পারবো হাদী ভাইয়ের ছেলেটাকে দেখে রাখতে? বাবার মতো কে-ই বা তার বুকের মানিককে যত্নে আগলে রাখে😥😥

16/12/2025
12/12/2025

Gd Night

07/12/2025

শুধু খাওয়া দাওয়া

06/12/2025

Winter shopping #

05/12/2025

মনে না ধরি ও আনায়

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apshori Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apshori Home:

Share