12/06/2025
মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে নিজের অজান্তেই এমন এক আশ্রয় খোঁজে, যেখানে শব্দ নেই, বিচার নেই, প্রতিযোগিতা নেই!শুধু নিঃশব্দে মন খুলে ভাবনার ডানা মেলানো যায়। সেই আশ্রয় হয়ে উঠেছে এই সাগর। প্রতিটি ঢেউ যেন বলে যাচ্ছে, “কেউ একা নও। তোমার মত হাজারো মানুষ প্রতিদিন নতুন করে ভেঙে পড়ে, আবার নতুন করে গড়ে ওঠে।”
সাগরের দিকে তাকিয়ে ভাবছিলাম, এ জল তো থেমে নেই। প্রতি মুহূর্তে এগিয়ে আসছে, আবার সরে যাচ্ছে। জীবনও কি তেমনই নয়? আজ যে বেদনায় ভেঙে পড়ছি, কাল সে বেদনা হয়তো আর থাকবে না। আর থাকলেও, তার তীব্রতা থাকবে না।
একটা ঢেউ এসে পায়ের আঙুল ছুঁয়ে গেল। মনে হলো, কাঁধের ভার একটু হালকা হয়ে গেল যেন। কত কিছু মনে পড়ল হারিয়ে যাওয়া মানুষ, অপ্রাপ্তি, ব্যর্থতা, আর নিজের অক্ষমতাকে ঘিরে থাকা একরাশ হতাশা। কিন্তু এই ঢেউ আমাকে শেখাচ্ছিলো, জীবন কখনোই একরেখা নয়। কখনো সামনে এগোয়, আবার কখনো পেছনে টানে। কিন্তু থেমে থাকে না।
এই সাগরের প্রশান্তি আসলে বাইরের নয়, ভেতরের। যখন কেউ সত্যিই নিজের সঙ্গে সময় কাটায়, নিজের ব্যথা, হতাশা আর প্রাপ্তিগুলোর মুখোমুখি হয়, তখনই তার মাঝে এক নতুন উপলব্ধি জন্ম নেয়।
সন্ধ্যা নামছে, আকাশে রঙ বদলাচ্ছে ধীরে ধীরে। সূর্য ডুবে যাচ্ছে কিন্তু তার আলো এখনও ছড়িয়ে আছে জলে। যেমন আমাদের জীবনেও কিছু কিছু মানুষ বা অনুভূতি হয়তো চলে যায়, কিন্তু তাদের প্রভাব, স্মৃতি, ভালোবাসা থেকে যায়, জীবনের আলো হয়ে।
সাগর আমাকে দিয়েছে সঙ্গ, দিয়েছে মনের প্রশান্তি, দিয়েছে প্রেরণা। হয়তো এই প্রশান্তি চিরস্থায়ী নয়, কিন্তু আজকের জন্য এটাই যথেষ্ট।
কেউ যদি জিজ্ঞেস করে, কী পেলাম এই নির্জন দ্বীপে এসে? আমি বলব, পেয়েছি নিজেকে। পেয়েছি উপলব্ধি।