23/10/2025
হ্নীলা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় টমটম চালাতে গিয়েই স্কুুল ছাত্র অপহরণের শিকার হয়েছে।
গত ২২অক্টোবর বিকালে টেকনাফের হ্নীলা জাদিমোরা নয়াপাড়ার আব্দুর রশিদের পুত্র এবং লেদা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর খ-শাখার ছাত্র রিয়াজ উদ্দিনের শখের বশে টমটম চালাতে গিয়েই রোহিঙ্গা দূর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়। রাতে তার মুক্তির জন্য মোটাংকের টাকা মুক্তিপণ দাবী করা হচ্ছে বলে জানা গেছে।
লেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী জামাল উদ্দিন জানান, সে আমার স্কুলের নিয়মিত ছাত্র। শখের বশে টমটম চালাতে গিয়েই অপহরণের শিকার হয়েছে বলে শুনেছি।
এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে তার মুক্তিপণ হিসেবে মোটাংকের টাকা দাবী করা হচ্ছে। এই ঘটনায় অপহৃত পরিবার অসহায় হয়ে পড়েছে বলে জানা গেছে। # # #