30/09/2025
পাহাড়ের জীবনযাত্রা কঠিন। জুমচাষ করে সেখান থেকে কিছু অর্থ সন্ঞ্চয় করে সারাজীবনের একটা স্বপ্ন থাকে নিজভুমিতে একটা বাড়ি করার। আবার বাড়িটাও টিনের বাড়ি না হয় সেমিপাকা না হয় বড়জোড় টিনসেড বিল্ডিং। সেই বাড়ি যদি নিমিষেই কিছু হায়েনার দল সেটেলার বাঙালি পুড়িয়ে দেয় আপনার কেমন লাগবে?
নিজের ঘাড়ে না পড়লে কেউ এসব বুঝবেও না...
প্রকৃতির এই অভিশাপ কখনো ছাড় দেবে না,, একদিন এই মায়ের কান্নার অভিশাপ ঠিকি লাগবে...