
12/07/2025
বলার মতো কোন ভাষা নেই,কি বলব মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে দিন দিন, কাউকে মারার আগে একবার হাত ও কাঁপে না। বিবেক বাধা দেয় না। টাকা পয়সার জন্য এই দুনিয়ায় মানুষ সব করতে পারে।
"আর কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল অবস্থান করবে। আর আল্লাহ তার প্রতি ত্রুক্রদ্ধ হয়েছেন ও তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। ' ভয়ানক নরহত্যার জঘন্যতা এবং হত্যাকারীর জন্য কঠোর শাস্তির কথা হাদিস শরিফেও উল্লেখ করা হয়েছে। রাসূল (সা.)"
"কোন মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ (করার শাস্তি বিধান ) ছাড়া (অন্য কোন কারণে ) কেউ যদি কাউকে হত্যা করে সে যেনো গোটা মানব জাতিকে হত্যা করলো (আবার এমনিভাবে) যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেনো গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিলো"। (সূরা আল মায়িদাহ-৫:৩২)