মাশুক ভাইয়ের সমর্থক

মাশুক ভাইয়ের সমর্থক আমি টাকা জমাইনি, সম্পর্ক জমিয়েছি
ডাক দিলেই আসর বসবে।🤝🤍

৪৭ তম প্রতিষ্টাতা বার্ষিক
01/09/2025

৪৭ তম প্রতিষ্টাতা বার্ষিক

লিডার তারেক রহমানের দৃষ্টি : “কৃষি কার্ড” বা “Farmers Card” তারেক রহমানের “কৃষক কার্ড” (Farmers Card) পরিকল্পনাকার্ডের উ...
14/08/2025

লিডার তারেক রহমানের দৃষ্টি :
“কৃষি কার্ড” বা “Farmers Card”

তারেক রহমানের “কৃষক কার্ড” (Farmers Card) পরিকল্পনা

কার্ডের উদ্দেশ্য ও কাঠামো

তিনি বলেন, "কৃষকদের জন্য ‘Farmers Card’ চালু করা হবে" — এটি এমন একটি কার্ড যা কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করবে ।

এটি কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীর আশ্রয় ছাড়াই সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুবিধা গ্রহণে সহায়তা করবে ।

সুবিধা ও কার্যাবলী

“Farmers Card” ব্যবহারে কৃষক সরাসরি কৃষি ব্যাংক বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে তথ্য ও সহায়তা পেতে পারবে, কোনো মধ্যসত্বভোগীর প্রয়োজন হবে না ।

এটি ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করবে, কারণ জমির তথ্য সহজেই যাচাই করা যাবে — ফলে অনাকাঙ্খিত জটিলতা দূর হবে ।

আর্থিক সহায়তা ও লক্ষ্য

তিনি আরও উল্লেখ করেন, “প্রতি বছর একজন কৃষককে একটি ফসল চাষের খরচ বাবদ পুরোপুরি সহায়তা করার উদ্যোগ” নেওয়া হচ্ছে। এটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নির্ধারিত থাকবে; বড় জমি-সম্পত্তি যারা ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই সহায়তার প্রয়োজন নাও থাকতে পারে ।

সরকারিভাবে “ফ্যামিলি কার্ড” (Family Card) প্রসঙ্গ

এছাড়া, তিনি ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কিশোরগঞ্জে একটি ভার্চুয়াল সমাবেশে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, “Family Cards” চালু করা হবে। এটি পরিবার প্রধান, বিশেষ করে মা বা গৃহকর্মী মেয়ের নামে ইস্যু করা হবে, এবং এটি খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে ব্যবহৃত হবে ।

সংক্ষিপ্ত সারসংক্ষেপ

কার্ডের নাম ঃ-Farmers Card (কৃষক কার্ড)
ধারণযোগ্য তথ্য ঃ- কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বর এবং অন্যান্য জমি সম্পর্কিত তথ্য
লক্ষ্য ঃ-সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা
লাভঃ-দালাল-অনাবশ্যকতা, সহজ ঋণ প্রক্রিয়া, তথ্য যাচাই সহজ
অতিরিক্ত উদ্যোগঃ-প্রতিবছর ফসলের খরচ অনুযায়ী এক কৃষককে সম্পূর্ণ সহায়তা (ক্ষুদ্র/প্রান্তিক কৃষকদের জন্য)
বিকল্প পরিকল্পনাঃ-Family Card — পরিবার প্রধানকের নামে, খাদ্য নিরাপত্তা ও কাজের সুযোগের জন্য (BNP ক্ষমতায় এলে)

⏳ সময় খুব বেশি বাকি নেই…মহেশখালীর রাজনীতির মুখোশ এবার খুলে ফেলা হবে।কে বিএনপি’র নাম ভাঙিয়ে সুবিধা লুটছে,কে ক্ষমতার দালাল...
13/08/2025

⏳ সময় খুব বেশি বাকি নেই…
মহেশখালীর রাজনীতির মুখোশ এবার খুলে ফেলা হবে।
কে বিএনপি’র নাম ভাঙিয়ে সুবিধা লুটছে,
কে ক্ষমতার দালালি করছে,
কে পদের লোভে মহেশখালীকে বিক্রি করে দিতে চাইছে—
সব সত্য এবার প্রকাশ্যে আসবে।
মহেশখালী বাসী আর কাউকে ক্ষমা করবে না।

11/07/2025

জনগণের দল বিএনপি কিছু সুবিধাবাদী কারণে আজকে বিএনপি বিপক্ষে আঙুল তুলে কথা বলতে পারতেছে..?

সাবধান!!রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।
10/07/2025

সাবধান!!
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা,
তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।

📢 গুরুত্বপূর্ণ নোটিশ
🔔 এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ সংক্রান্ত ঘোষণা
✅ ফলাফল দেখার উপায়:

অনলাইনে:
👉 www.educationboardresults.gov.bd
👉 eboardresults.com

এসএমএস-এর মাধ্যমে:
ফলাফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
SSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৫
উদাহরণ: SSC DHA 123456 2025
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

07/07/2025

ছোট একটি দল সারা বাংলাদেশ মিলে ১%ভোট পাইল তাদের তিনটা সিট হয়,এমপি কোন এলাকা থেকে হবে?এমনও আছে বড় বড় তিন জন নেতা এমপি হবে,আবার এমন ও হবে ,যেমন মির্জা আব্বাসের সিটে ডাঃতাজমিন জারা এমপি, মির্জা আব্বাস ও এমপি, পি আর পদ্ধতির কারনে একসিটের দুইজনও এমপি হবে, আবার কোন কোন সিটে এমপি ও নাই, পিআর পদ্ধতি হলে কেন্দ্রিয় নেতারা সবাই এমপি হবে,লোকাল নেতারা এমপি হতে পারবে না,তার ফলে জনগণ তার অধিকার পূর্ণ হবে,এলাকার উন্নয়ন হবে,নেতার পকেটে পূর্ণ হবে..!

সুন্দর পরামর্শ ছিলো
02/07/2025

সুন্দর পরামর্শ ছিলো

29/06/2025
29/06/2025

কিছু ভিডিও তে ক্যাপশন লাগে না।

29/06/2025
26/06/2025

Address

Hoanuk
Cox's Bazar
MOHISKHALI

Alerts

Be the first to know and let us send you an email when মাশুক ভাইয়ের সমর্থক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাশুক ভাইয়ের সমর্থক:

Share