
07/06/2024
আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার, নারীর সম্মান, নারীর পর্দা নিয়ে পোস্ট করে করে মানুষকে হেদায়াতের বাণী প্রচার করেন, সেই আপনি, আপনার অর্ধগলিত, নোংরা, পচাঁ মাইন্ড দিয়ে মেয়েদের অর্ধ উলঙ্গ, মেয়েদের বিভিন্ন ভিডিও লিংক হোয়াটসঅ্যাপ, ম্যাসেন্জারে বা আদার সাইটে বন্ধুদের সাথে শেয়ার করেন। যেটাকে নাম দেন " মজা/ ফান।
ভন্ডামী ছাড়েন। ভদ্রতার লেবাশ পড়ে আর কতো সো অফ করবেন।
কোরআনে আগে ছেলেদের পর্দার কথা বলেছেন, তারপর মেয়েদের। সেইম পর্দা।
মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে হেনতেন না বকে নিজের পর্দা করেন। হাশরের ময়দানে আপনার বউ সাক্ষী দিবেন আপনি কেমন ছিলেন।
নিজের বউকে আছিয়া বানাবেন, আর নিজে ইবলিশ শয়তানি করবেন এটা কেমনে হয় ভাই । নিজের ঈমানকে পাপমুক্ত করেন আগে। বউয়ের হক আদায় করেন, বউকে সম্মান দিয়ে কথা বলুন যেভাবে আপনি আপনার অফিসের বসের সাথে কথা বলেন, কলিগদের সাথে বলেন।
তারপর দেখবেন আপনার বউটাও আছিয়া হয়ে গেছে অটো।