Milon

Milon Hello, People of The World,
We’re Milon & Monir 2 friends. Few years ago We decided to hit the road

29/08/2024

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৩০০ টাকার জিনিস ২৫ হাজার টাকা

27/08/2024

কতিপয় দল রাজুতে তীব্র আন্দোলন গড়ে তোলার পর:

ড. ইউনুস ভিসি অধ্যাপক নিয়াজকে কল দিয়ে, "ওডা, তোর ক্যাম্পাসত কি ঝামেলা চলের নেকি?"
অধ্যাপক নিয়াজ: "আইও ফুন্নি। ফুয়াইন্দে ফুন্দাফুন্দি গরের। বিস্তারিত ন জানি।"

ফোন রাখলেন। তারপর অধ্যাপক নিয়াজ প্রো-ভিসি অধ্যাপক ইসমাইলকে কল দিয়ে, "রাজুত মাঝে কী ঝামেলা অইয়্যে নেকি? সু*নির ফুয়াইন্দে কী চাদ্দে এক্কানা যাই চা চায়। যাইয়েনে আঁরে হবর হ।"

©

আমরা নিজেদের বিবেকের বিসর্জন না দেই।কাপড় দিলে একটু দেখেশুনে দেওয়া উচিত,বন্যা কবলিত যারা আছে তারা কি সবাই দরিদ্র?  আজ ব...
26/08/2024

আমরা নিজেদের বিবেকের বিসর্জন না দেই।
কাপড় দিলে একটু দেখেশুনে দেওয়া উচিত,বন্যা কবলিত যারা আছে তারা কি সবাই দরিদ্র? আজ বিপদে পড়ছে দেখে আমরা সাহায্য করতে যাচ্ছি এজন্য নিজেদের বিবেককে বিসর্জন না দেই।

আজকে এরকম প্রায় দুই বস্তা জামাকাপড় আমরা আলাদা করেছি! আমাদের কষ্টের কথা বাদ ই দিলাম ,যাদের কাছে দিতেছি আমরা তারা এসব হাতে পাওয়ার পর আপনার জন্য দোয়া করবে মনে হয় আপনার?

আবার এরকম ও জামাকাপড় আমরা পেয়েছি যারা কিনা ধুয়ে আয়রন করে পাঠায় দিছে! আলমারির সব থেকে সুন্দর জামা টাও দিয়ে দিছে ,এখন কথা হচ্ছে আপনার সামর্থ্য নাই থাকতে পারে কিন্তু এই ধরনের মনমানসিকতা থেকে বের হয়ে আসেন প্লিজ? (Collected)

25/08/2024

এখন লীগ আবার আনসার সদস্য হয়ে ফিরতেছে 😆

25/08/2024

We are open🥲
We are looking for আনসার। 😎

25/08/2024

সচিবালয়ে আনসাররা সার্জিস ভাই এবং হাসনাত ভাই সহ পুরো সচিবালয় আটকে রেখেছে! সবাই সচিবালের দিকে এগিয়ে আসুন!

বন্যায় নিহত স্বজন হারানোর বেদনায় মায়া কান্না না করে ,আর হেলিকপ্টার থেকে ফোন দিয়ে ভিডিও না করে, Exactly যা করা দরকার তাই ...
25/08/2024

বন্যায় নিহত স্বজন হারানোর বেদনায় মায়া কান্না না করে ,
আর হেলিকপ্টার থেকে ফোন দিয়ে ভিডিও না করে, Exactly যা করা দরকার তাই করছেন ড. ইউনুস।

৪৪টি NGO র সাথে কথা বলে ১০০০ কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন এর জন্য ব্যবস্থা করেছেন।

ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনাঃ ১/ যদি বোট নিয়ে আসতে চান, অবশ্যই স্পিড বোট আনবেন। ৩০ ফিট বা ৪০ ফিটের বড় বোট আনবেন না।...
25/08/2024

ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনাঃ

১/ যদি বোট নিয়ে আসতে চান, অবশ্যই স্পিড বোট আনবেন। ৩০ ফিট বা ৪০ ফিটের বড় বোট আনবেন না। বড় বোট পানিতে ক্রেন দিয়েও নামানো যাচ্ছেনা এবং কোনোভাবে গেলেও সব জায়গায় এই বোট ঢুকতে পারছেনা।

২/ স্পিডবোটে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। তাই, সাথে করে ২৫ লিটার এর ব্যারেলে অকটেন নিয়ে যাবেন। প্রতি ২৫ লিটারের জন্য ১ লিটার করে মোবিল নিয়ে যাবেন।

মনে রাখবেন, খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু অকটেন কিনতে পাওয়া যাবেনা। তাই ট্রাকে করে বেশি করে অকটেন ও মোবিল নিয়ে যান।

৩/ ওখানে মোবাইল নেটওয়ার্ক অলমোস্ট ডেড। গ্রামীণ সিম নিয়ে যাবেন। মাল্টিপল নাম্বার নিয়ে যেতে পারলে খুব ই ভাল।

৪/ সাঁতারে খুব ই দক্ষ এমন মানুষ ছাড়া কাউকে স্পিডবোটে পাঠাবেন না। ৬-৮ সিটার স্পিডবোটে ১জন চালক, ২ জন সাঁতারু ছাড়া বাকিরা সবাই ফিল্ডে অবস্থান করবেন। পানিতে নামবেন না।

৫/ স্পিডবোট একবার নেমে গেলে উঠানো যাবেনা, তাই চাইলেও সন্ধ্যার দিকে ফিরে আসতে পারবেন না। তাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতি মানে বালিশ কম্বল না। একটা রেইনকোট।

৬/ যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক নিয়ে যান।

৭/ মনে রাখবেন, একদিন টানা কাজ করলেই আপনার ভোলান্টিয়াররা টায়ার্ড হয়ে যাবে। রিসোর্স ফুরিয়ে যাবে। স্পিডবোট কিন্তু পানিতেই থাকবে। তাই, চট্টগ্রাম থেকে নতুন ভোলান্টিয়ার যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য রেডি থাকে, সেই প্রস্তুতি নিয়ে রাখবেন।

যদি এটা করার সামর্থ্য না থাকে, প্লিজ ভোলান্টিয়ারিং করতে যাবেন না। আই রিপিট, যাবেন না। মারা খাবেন।

৮/ যখন ই সুযোগ পাবেন, পরিবারের কাছে খবর পাঠাবেন যে আপনি ঠিক আছেন।

৯/ নিজের জীবনের রিস্ক নিবেন না। একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে দুইজন ই মরবে।

১০/ শেষে বলতে চাই, ভোলান্টিয়ারদের এত এত কষ্ট, আত্মত্যাগ মন ভরে যাওয়ার মতন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক।

আমরা যখন চক থেকে জ্যাম ঠেলে অলিগলি দিয়ে টিএসসি এসে পৌছেছি তখন সেখানে নগদ অর্থ ছাড়া আর কিছু নেওয়া হচ্ছিলো না । কারণ পুরো ...
25/08/2024

আমরা যখন চক থেকে জ্যাম ঠেলে অলিগলি দিয়ে টিএসসি এসে পৌছেছি তখন সেখানে নগদ অর্থ ছাড়া আর কিছু নেওয়া হচ্ছিলো না । কারণ পুরো টিএসসির ভেতরে খাবার সহ অন্যান্য সামগ্রী দিয়ে ভর্তি হয়ে গেছিলো । রিক্সা ঘুরিয়ে জিমনেসিয়ামের দিকে যাবো তখন এক ভাইয়া এসে এই ৩ প্যাকেট জামা কাপড় আমাদের সাথে রিক্সায় তুলে দিলো ।
অথচ তার একবার ও মনে হয়নি এগুলো আমরা নাও দিতে পারি 🥰
আর পুরান ঢাকার জ্যাম ঠেলে আসার পথে আমাদের রিক্সা বারবার পেছনে পড়ে যাচ্ছিলো । যে রিক্সায় মালামাল ছিলো সেই রিক্সাওয়ালা মামা অভয় দিয়ে বলতেছিল,"মামা চিন্তা কইরেন না । আপনাদের হারিয়ে ফেললে এসব টিএসসির গেটে নামায় দিয়ে যাব ।"

এত মানুষ! যে যার সামর্থ্য অনুযায়ী যা পারছে নিয়ে আসছে । আমি যখন প্যাকিং এর কাজ শেষ করে বের হচ্ছিলাম তখন একটা র‍্যাবের গাড়ি নিজস্ব উদ্যোগে আসছে পাটি নিয়ে । এই দৃশ্য আপনি কখনো দেখেছেন?
১ মাস আগেও ভাবতে পারতেন?

আমাদের আজকের উপহারের কিছু অংশ । এখানে বাচ্চাদের জন্য দুধ এবং ডায়াপার আছে ।
যারা আমাদের সাথে অংশ গ্রহণ করেছেন তাদের জন্য অনেক ভালবাসা রইলো ❤️❤️

25/08/2024

খাবার চাই নইলে মৃ*ত্যু!
ঠিকানা - ফেনী কদল কাজী রোড বিরিঞ্চি।
৫ দিন খাবার পাইনি।
২-৩ তালা পরিমান বন্যার পানি।😥💔🙏

25/08/2024

কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারতকে গালাগালি করতেছে দেখলাম কিছু পোলাপান৷ এরা এটাও জানে না কাপ্তাই বাঁধ আমগো বাংলাদেশের তৈরি৷ তোরা নাকি আবার বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করবি

তোদের বাঁধ দেওয়া লাগবে না, বন্যা পরিস্থিতি ঠিক হইলে একটু পড়তে বইস :)

Address

Chittagong
4000,4100,42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Milon:

Share

Category

TOUR SOLUTION & TRAVELS

We start new business in travel line so we need who deal in air tickets, hotel booking extra plz come and join my company and i have something new and best earning plan for you. And if you think its good for you so run with as .