26/09/2025
দূর বহু দূর হারিয়ো যাব জীবনের সব কিছু ফেলে,এই জীবনে যত দিয়েছি ততোই অবমাননা পেয়েছি।
শিখেছি সবার জন্য করতে হয় না
কারন দুন শেষে এরাই আপনার আপন হয়েও পর
পিছনে ছুরি দিয়ে আঘাত করা এখন
বহুরুপী মানুষের পরিচয়।
নিজেকে এসব মানুষ থেকে সাবধানে রাখিবেন না হয় ক্ষতি কিন্তু হবেই।