Jumera's world

Jumera's world This page is for Speech and Language therapy and rehabilitation service.You can get appointment directly via WhatsApp. Now starting small business

26/09/2025

দূর বহু দূর হারিয়ো যাব জীবনের সব কিছু ফেলে,এই জীবনে যত দিয়েছি ততোই অবমাননা পেয়েছি।
শিখেছি সবার জন্য করতে হয় না
কারন দুন শেষে এরাই আপনার আপন হয়েও পর
পিছনে ছুরি দিয়ে আঘাত করা এখন
বহুরুপী মানুষের পরিচয়।
নিজেকে এসব মানুষ থেকে সাবধানে রাখিবেন না হয় ক্ষতি কিন্তু হবেই।

20/09/2025


゚viralシfypシ゚viralシ

20/09/2025



゚viralシfypシ゚viralシ

20/09/2025

হারিয়ে গেল পুরনোসেই দিন গুলি
゚viralシfypシ゚viralシ

এই গাছের নাম কোউ বলতে পারেন???চিনেন এটা কি!!!!!! ゚viralシfypシ゚viralシ
13/09/2025

এই গাছের নাম কোউ বলতে পারেন???
চিনেন এটা কি!!!!!!
゚viralシfypシ゚viralシ

গিয়েছিলাম কাজের জন্য ফলোআপের জন্য, তাদের জীবন একদিকে সহজ একদিকে কঠিন তবুও বলবো আমাদের থেকে অনেক ভাল কারন কি জানেন!!!!!!!...
10/09/2025

গিয়েছিলাম কাজের জন্য ফলোআপের জন্য, তাদের জীবন একদিকে সহজ একদিকে কঠিন
তবুও বলবো আমাদের থেকে অনেক ভাল
কারন কি জানেন!!!!!!!
তাদের মধ্যে নেই কোন হিংসা, নেই কোন লোভ,নেই কোন চাওয়া পাওয়া, আছ শুধু ভালোবাসার হাসিমুখ।
যেতে যেতে অনেক গহীনে বনের ভিতর দিয়ে গিয়ে তারা যে এত এত দূরে থাকো লোকালয় থেকে সেটা জানা ছিল না❤️
তাদের নেই পানির ব্যবস্থা নেই বিদ্যুৎ তারপরও তারা কত শান্তিতে ঘুমায়। পানির জন্য দুই একটি এই রকম ছোট কুয়াবানিয়ে ন্যাচারাল কুয়া থেকে পানি সংগ্রহ করে।
মাঝে মাঝে হাতি এসে তাদের খয়খতি করে ফেলে।



゚viralシfypシ゚viralシ

মেয়ে হয়ে একটা পরিবারের সব কিছু দায়িত্ব পালন করা কম কঠিন না, সাথে বাচ্চা সামলানো। সেই মেয়েই একদিন সবার চোখের কাটা হয়ে দাঁ...
28/08/2025

মেয়ে হয়ে একটা পরিবারের সব কিছু দায়িত্ব পালন করা কম কঠিন না, সাথে বাচ্চা সামলানো। সেই মেয়েই একদিন সবার চোখের কাটা হয়ে দাঁড়ায়।
শশুর বাড়ির কিছু মানুষ যখন তার মধ্যে ছেলেকে আপন করে নিতে কালো জাদু বা অন্য রাস্তা অবলম্বন করে,তখন তাদের বোঝা উচিত এতে সেই তাদের ছেলে ভুক্তভোগী, যদি তারা তার জন্য ১০০ টা বউ নিয়ে আসে তারপরও সেই ছেলেকে আল্লাহ মাফ করবেনা এবং সেই লোভী পটিবারকে।
টাকা নিয়ে কবরে যাবেন নাকি আপনারা??????

নিজেরও মেয়ে ছেলে আছে চিন্তা করতে হবে আল্লাহ সব কিছুর বিচার একদিন করবেন।

মানুষকে কাছ থেকে চিনেও চিনা যায়নামানুষ বহুমুখী সময়ের সাথে দৌড়িয়ে আজ  সময়কেই ভুলে আমরা খারাক পথে পা দিয়ে নিজেদের জায়গাটা ...
09/08/2025

মানুষকে কাছ থেকে চিনেও চিনা যায়না
মানুষ বহুমুখী
সময়ের সাথে দৌড়িয়ে আজ সময়কেই ভুলে আমরা খারাক পথে পা দিয়ে নিজেদের জায়গাটা দূবল করে দেই

এই ছোট ছোট চিংড়ির পোনা উনারা হেচারিতে মাএ ১০০ পিস ২০ টাকা করে পান। অথচ এই চিংড়ি বড় করে কোটি টাকার ব্যবসা করা হয়। উনাদের ...
02/08/2025

এই ছোট ছোট চিংড়ির পোনা উনারা হেচারিতে মাএ ১০০ পিস ২০ টাকা করে পান। অথচ এই চিংড়ি বড় করে কোটি টাকার ব্যবসা করা হয়। উনাদের এই সামান্য টাকায় সংসার চালাতে হয়। অনেক সময় ধরে চাচাটা এই মাছ সমুদ্র থেকে এনে বেছে হেচারিতে নিয়ে যান। উনাদের দেখলে নিজের কস্টকে আর কস্ট মনে হয় না। সেলুট দিতে ইচ্ছে করে উনাদের কজের জন্য।
লোকেশন: টেকনাফ, বাহারছড়া,কচ্ছপিয়া
কাজের জন্য আল্লাহ কত কিছু দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jumera's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share