MD Kasem

MD Kasem সালামুন..
আমি কাসেম, এই প্রোফাইল এ আমার কাজ, অনুভূতি, চিন্তা-ভাবনা ও শিক্ষামূলক টিপস শেয়ার করে থাকি।

🤲
24/07/2025

🤲

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC)পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।
23/07/2025

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC)পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

21/07/2025

পাইলট প্রশিক্ষণ কোথায় হবে সে প্রসঙ্গে আন্তর্জাতিক প্রোটোকলগুলোতে বলা আছে:

“Operations in populated or congested areas could increase the likelihood of injury to persons and loss of control."

এই কারণে রিস্ক-বেসড বিশ্লেষণ করে প্রশিক্ষণ ক্ষেত্র নির্বাচন করার সুপারিশ দেয়া হয়—গ্রামীণ বা কম জনবসতিবিশিষ্ট এলাকায়, নদী ও চর এলাকায়।

কিন্তু আমাদের এখানে কোনো রুলস মানা হয় না। ঘুষ খেতে খেতে রুলসের কথা মাথায় থাকে না।
~আসিফ ভাই

21/07/2025

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতে কার কি লাভ হবে?

কতটুকু ক্ষতি কমবে?

এসব রং ঢং বন্ধ করেন!

যে মুড়ির টিনের মত বিমানগুলো অন্যান্য দেশে আরও কয়েক দশক আগে পরিত্যক্ত করেছে, সেই মুড়ির টিনগুলো ডাস্টবিনে ফেলার ঘোষণা দিন।

জীবন নিয়ে খেলা বন্ধ করুন!

21/07/2025

হ্যাঁ জানি ভাই,
তুমি সময় নষ্ট করো নাই;
নিজে নিজে নষ্ট হয়ে গেছে!

21/07/2025

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫-২০২৬ সেশনে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় তথ্যঃ
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমুহ:
১। ম্যাথসহ জিপিএ ৩.০০ (আবেদন শুরুর সম্ভাব্য তারিখ: ২০ জুলাই ২০২৫ খ্রি.)
২। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে ( ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৯
আগস্ট ২০২৫ খ্রি.)
৩। ২০২৩, ২০২৪ এবং ২০২৫ খ্রি. এ এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমুহ:
১। জিপিএ ২.০০ (জিপিএর ভিত্তিতে ভর্তি) (আবেদন শুরুর সম্ভাব্য তারিখ: ২০ জুলাই
২০২৫ খ্রি.)
২। ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ খ্রি. এ এসএসসি/সমমান পরীক্ষায়
উত্তীর্ণ হতে হবে।

সরকারিও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমুহে ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ: সেপ্টেম্বরের ২য় / ৩য় সপ্তাহ ২০২৫ খ্রি.।

(এখানে সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে, তারিখ পরির্তন হতে পারে)

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের অপার সুযোগ রয়েছে। নিম্নে টেকনোলজী(সিভিল,এনভায়রনমেন্টাল,কনস্ট্রাকশন, আরএসি,ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ও মেকানিক্যাল টেকনোলজীর ) কর্মসংস্থানের সম্ভাব্য ক্ষেত্রসমূহের তালিকা সংক্ষেপে তুলে ধরা হলো।
*১ সিভিল সমমান টেকনোলজি (সিভিল,এনভায়রনমেন্টাল,কনস্ট্রাকশন টেকনোলজি )
১/ সরকারি প্রকৌশল দপ্তর (LGED, PWD, RHD,EED Etc)
২/ নির্মাণ কোম্পানি (Real Estate, Developers)
৩/ সাইট ইঞ্জিনিয়ার / প্রজেক্ট ম্যানেজার (কনস্ট্রাকশন ফার্ম)
৪/ স্থাপত্য সহকারী / উপ-সহকারী প্রকৌশলী
৫/ উপ-সহকারী প্রকৌশলী (বিভিন্ন সংস্থা / প্রতিষ্ঠানে)
৬/ ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ সংস্থা
৭/ পানির প্রকল্প (DPHE, WASA)
৮/ পরিবেশ ও নগর পরিকল্পনা সংস্থা
৯/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (NTRCA)
১০/ বিদেশেও চাকরি করার সুযোগ রয়েছে ।
১১/ দেশে ও বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।
১২/ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক
১৩/ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক(TSC)
১৪/ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক (TTC)
১৫/ সরকারি হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষক
১৬/ বিভিন্ন এন.জি.ও প্রতিষ্ঠানের শিক্ষক
১৭/ উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে।

ভর্তির সকল কার্যক্রম ১০/০৮/২০২৫ খ্রিঃ থেকে শুরু করে ৯-১০-২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে অ...
18/07/2025

ভর্তির সকল কার্যক্রম ১০/০৮/২০২৫ খ্রিঃ থেকে শুরু করে ৯-১০-২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ফরমে প্রদত্ত পছন্দ, ভর্তি পরীক্ষা ও জিপিএ স্কোরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা যে কোন পর্যায়ের নির্বাচনে নিশ্চায়ন না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। মেধা তালিকা হতে নির্ধারিত সময়ে ভর্তি হতে অপারগ হলে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে সময়সীমা বোর্ড কর্তৃক বর্ধিত করা যাবে এবং তা অবশ্যই রেজিষ্ট্রেশনের পূর্বে হতে হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের কাজ সম্পন্ন করা হবে

16/07/2025
16/07/2025

অসম্ভবের প্রতি
মানুষের অসম্ভব টান 🪻

SSC-2025 শিক্ষার্থীদের পলিটেকনিক ভর্তি সম্পর্কে জানার ইচ্ছা ও সফল ভাবে ভর্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তথ্য: ★★★পলিটেকনি...
14/07/2025

SSC-2025 শিক্ষার্থীদের পলিটেকনিক ভর্তি সম্পর্কে জানার ইচ্ছা ও সফল ভাবে ভর্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তথ্য:
★★★পলিটেকনিক ভর্তি নিয়মাবলি- ২০২৫:★★★
★★সরকারি পলিটেকনিকে ভর্তির আবেদনের জন্য এসএসসি ২০২৩,২০২৪,২০২৫ সালে পাশকৃত শিক্ষার্থীরা মিনিমাম GPA: 3.50 & mathematics এ GPA: 3.00 থাকতে হবে। আবেদনের পর বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি নিশ্চিত করতে পারবে।
★★★ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
বাংলাঃ ১০
ইংরেজীঃ ১০
গণিতঃ ২০
বিজ্ঞান (পদার্থ ও রসায়ন)ঃ২০
বুদ্ধিমত্তা পরীক্ষাঃ ১০
মোট ৭০ মার্ক ১ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০০ মার্ক এর বাকী ৩০ মার্ক (এএসসি GPA*৬=?) এসএসসি GPA এর মাধ্যমে বিবেচনা করা হবে।
★ভর্তি আবেদন শুরু- আগস্ট থেকে।
★আবেদন পদ্ধতি- BTEB ভর্তি কর্নার থেকে।
★আবেদন নিয়মাবলি- ১ম ও ২শিফটে পৃথকভাবে বা একসাথে আবেদন করা যাবে চয়েজ অপশন থাকবে ২০টি। সেই সাথে আবেদনে পরীক্ষা সেন্টার উল্লেখ্য থাকবে।
★★বেসরকারি পলিটেকনিকে ভর্তির জন্য এসএসসি ২০২১,২০২২,২০২৩,২০২৪,২০২৫ সালে পাশকৃত শিক্ষার্থীরা মিনিমাম GPA: 2.00 হলেই সরাসরি ভর্তি হতে পারবে। অর্থাৎ, ভর্তি পরীক্ষা দিতে হবে না। (বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের ল্যাব ভিজিট করে পূর্ব সফলতা দেখে সিদ্ধান্ত নিতে হবে)
★★★টেকনোলজি সম্পর্কে ধারনা:
★ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ৩৩ টি টেকনোলজি
★ডিপ্লোমা-ইন-টেক্সটাইন ইঞ্জিনিয়ারিং ৮ টি টেকনোলজি

Congrasulations nivir
11/07/2025

Congrasulations nivir

10/07/2025

GPA 5-এর হাইপ কমে আসছে। মানুষ বুঝতে শুরু করেছে এগুলো ভুয়া, কে কতটুকু শিখতে পারছে সেটাই ভবিষ্যতে কাজে লাগে।
অপ্রত্যাশিত রেজাল্ট করে এক বছর পিছিয়ে গেলেও ৬০ বছরের জীবনে কিছুই যায় আসে না, বরং জীবনের এই ধাক্কাটা অনেক কিছু অনুধাবন করতে সাহায্য করে।
অশিক্ষিত GPA 5-এর চেয়ে দুই বছর ধরে পাস করা শিক্ষিতরা জাতির জন্য বেশি দরকারি।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when MD Kasem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Kasem:

Share