04/12/2023
জীবনের সবথেকে কঠিন সময়টুকু এমনভাবে পার করার ক্ষমতা রাখতে হবে যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায় দেওয়াল ভেঙেছে, না ছাদ উড়ে গ্যাছে, না কি আশ্রয়টুকুও নেই আর!
শক্ত হও। আর এমনভাবে হও, যাতে আর কখনও তোমার আশ্রয়ের প্রয়োজন না পড়ে।