Daily Cox’s Bazar News

Daily Cox’s Bazar News আমাদের লক্ষ্য সংবাদের প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরা।

কক্সবাজার জেলার সর্বক্ষেত্রে সকল অনিয়ম,দূর্নীতি,অন্যায়-অবিচার,দুঃশাসন ও অপরাধের বিরুদ্ধে একঝাঁক সাহসী কলম যোদ্ধা।আসুন নিজেকে বদলায়,তাহলে একদিন এই পৃথিবীটা বদলে যাবে।আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।আমরা শুধুই বাংলাদেশী।

 #ছুরি_দেখিয়ে_স্কুলছাত্রীকে_ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতারযশোরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠ...
02/09/2025

#ছুরি_দেখিয়ে_স্কুলছাত্রীকে_ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতার

যশোরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে অভিযুক্ত এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ।
স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।

স্কুলছাত্রীর স্বজনরা জানান, শিশুটি বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ফেরিওয়ালা ছুরি দেখিয়ে তাকে ধর্ষণের বিষয়টি মাকে জানায়। পরিবারের সদস্যরা মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আর অভয়নগর থানায় গিয়ে ধর্ষণের বিষয়টি জানান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার সকল ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি : সময় টিভি

29/08/2025

কক্সবাজার হোটেল মোটেল জোনে সুগন্ধা পয়েন্ট আগুন।

29/08/2025

বাংলাদেশ থেকে বিতাড়িত ফ্যাসিষ্ট হাসিনার দেখানো পথে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার ...
29/08/2025

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সার্বিক পরিস্থিতি নিয়'ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইন'শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের প্রধান ভিপি নুর সহ বহুসংখ্যক নেতাকর্মী আহত হয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ জাতীয় পার্টির আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা ভিপি নুরের উপর কৌশলে অতর্কিত হামলা চালায়।

27/08/2025

এদেশের দূর্নীতি ও অনিয়মের ৯৬% তথাকথিত শিক্ষিতরাই জড়িত। মূর্খরা দূর্নীতি কি জিনিস তা জানেইনা

20/08/2025
লাঠিচার্জ না করেও সমাধান করতে পারতো পুলিশ- সাবেক এমপি কাজল | Ukhiya Host Teacher Protest | DCBNewsউখিয়ায় হোস্ট শিক্ষক আন...
20/08/2025

লাঠিচার্জ না করেও সমাধান করতে পারতো পুলিশ- সাবেক এমপি কাজল | Ukhiya Host Teacher Protest | DCBNews

উখিয়ায় হোস্ট শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি জনাব Lutfur Rahman কাজল বলেছেন, “শিক্ষকদের আন্দোলন দমনে লাঠিচার্জের প্রয়োজন ছিল না। আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।”

আন্দোলনের পটভূমি

উখিয়ার বিভিন্ন স্কুলে কর্মরত হোস্ট শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি এবং পদোন্নতিসহ কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তারা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কিন্তু সমাধান না মেলায় সম্প্রতি তারা সড়ক অবরোধে নামেন।

পুলিশের লাঠিচার্জ

শিক্ষকরা প্রধান সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সাবেক এমপি কাজলের প্রতিক্রিয়া

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাজল বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য দাবি মানা উচিত। লাঠিচার্জ করে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যা সৃষ্টি হয়। সরকারের উচিত দ্রুত সংলাপের মাধ্যমে সংকট নিরসন করা।”

সাবেক এমপি কাজল আরও বলেন,
" তাদের দাবি-দাওয়ার বিষয়ে সংবেদনশীল হওয়া দরকার। আন্দোলন দমনে সহিংসতা ব্যবহার করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।"

সাবেক এমপি কাজল এ ঘটনায় আহত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

পুলিশের বক্তব্য

এদিকে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষকরা আকস্মিকভাবে সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনশৃঙ্খলা বাহিনী ‘ন্যূনতম বল প্রয়োগ’ করেছে। তারা দাবি করেন, অতিরিক্ত বলপ্রয়োগের কোনো নির্দেশ ছিল না।

স্থানীয়দের প্রতিক্রিয়া

উখিয়ার সাধারণ মানুষও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। স্থানীয়রা বলেন, শিক্ষকদের দাবি পূরণে সরকার যদি দ্রুত উদ্যোগ নিতো, তবে এ ধরনের সংঘর্ষ হতো না। তারা প্রশাসনকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

উখিয়ার হোস্ট শিক্ষক আন্দোলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। লাঠিচার্জের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ক্ষুব্ধ। সাবেক এমপি কাজলসহ অনেকেই মনে করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধান না হলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 #নেই_এমবিবিএস_ডিগ্রি, তবুও সকল রোগের ডাক্তার!ন্যাশনাল নিউজ ডেস্ক :আগস্ট ১৬, ২০২৫এমবিবিএস পাস না করেও সব বিষয়ে অভিজ্ঞতা ...
16/08/2025

#নেই_এমবিবিএস_ডিগ্রি,
তবুও সকল রোগের ডাক্তার!

ন্যাশনাল নিউজ ডেস্ক :
আগস্ট ১৬, ২০২৫

এমবিবিএস পাস না করেও সব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। দেখেন নিয়মিত রোগীও। প্রেসক্রিপশনে নিজ নামের শুরুতেই রয়েছে ডাক্তার লিখা, আবার বিভিন্ন রোগের নাম শেষে রয়েছে অভিজ্ঞ লিখা। চেম্বার করেন সপ্তাহে দু জায়গায়।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজ নামের শুরুতে ডাক্তার লেখা ও অভিজ্ঞ লেখার কথা ভুল স্বীকার করেন।

বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা কলেজ রোড সংলগ্ন একটি চেম্বারে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন ডাক্তার মো. বাদল মিয়া (ডিএমইউএস)—ডিপ্লোমা ইন–মেডিসিন অ্যান্ড সার্জারি (ন্যাচারাল)সিপি, ঢাকা।

এ ছাড়া তার এলাকা হরিদ্রাবাড়িয়াতে নিয়মিত রোগী দেখেন। তার প্রেসক্রিপশনে লেখা রয়েছে মেডিসিন, চর্ম–যৌন, নাক, কান, গলা, বাত–ব্যথা, মা ও শিশু রোগ অভিজ্ঞ ডাক্তার। উপজেলার মহিষকাটা কলেজ রোড ‘মা মেডিকেল‘ নামে একটি ফার্মেসিতে প্রায় গত ২ বছর ধরে কথিত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার চেম্বার খুলে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

গ্রাম অঞ্চল সাধারণ মানুষের সচেতনতার অভাবকে পুঁজি করে ও চিকিৎসা সংকট থাকায় মো. বাদল মিয়া‘র (ডাক্তার মো. বাদল মিয়া (ডিএমইউএস)) মত ডাক্তার নামধারি ব্যক্তিরা বছরের পর বছর রোগী দেখে যাচ্ছেন। রোগমুক্তি তো দূরের কথা এ সকল চিকিৎসকের ওষুধ খেয়ে সাধারণ মানুষ নানান জটিলতায় ভুগছেন শতশত রোগী। মাঝে মধ্যে শোনা যায় ভুল চিকিৎসার জন্য মানুষের মৃত্যুও হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় কুমার হালদার বলেন, এমবিবিএস ডাক্তার ছাড়া কারো ডাক্তার লেখার কোনও সুযোগ নাই। যদি এ রকম হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান গণমাধ্যম‘কে বলেন, ডাক্তার ও প্রেসক্রিপশন বিধি বহির্ভূত লেখার সুযোগ নাই। যারা আইন ভঙ্গ করে এসব কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

14/08/2025

১৫ ই আগষ্ট উপলক্ষে যাবতীয় ফানুস উড়ানো নিষিদ্ধ করল পুলিশ

 #জনসচেতনতামূলক_পোষ্ট ব্রেকিং নিউজ: প্রাণ কোম্পানির দুধের উৎস তেল আর কেমিক্যাল! তাই সবাই প্যাকেটজাত দুধ না কিনে খাঁটি গর...
09/08/2025

#জনসচেতনতামূলক_পোষ্ট

ব্রেকিং নিউজ:

প্রাণ কোম্পানির দুধের উৎস তেল আর কেমিক্যাল! তাই সবাই প্যাকেটজাত দুধ না কিনে খাঁটি গরুর দুধ কিনে খাওয়ার জন্য অনুরোধ রইল। এই প্রক্রিয়াজাত দুধ খেলে শরীরে পুষ্টির তুলনায় দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় পড়ার সম্ভাবনা বেশী।

ধন্যবাদ।
#ফলো_দিয়ে_সাথে_থাকুন

09/08/2025

নিরপেক্ষ মানুষ ও বিএনপির কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করে -
তারেক রহমান

Address

Cox's Bazar

Telephone

+8801711282746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Cox’s Bazar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share