Daily Cox’s Bazar News

Daily Cox’s Bazar News আমাদের লক্ষ্য সংবাদের প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরা।

কক্সবাজার জেলার সর্বক্ষেত্রে সকল অনিয়ম,দূর্নীতি,অন্যায়-অবিচার,দুঃশাসন ও অপরাধের বিরুদ্ধে একঝাঁক সাহসী কলম যোদ্ধা।আসুন নিজেকে বদলায়,তাহলে একদিন এই পৃথিবীটা বদলে যাবে।আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।আমরা শুধুই বাংলাদেশী।

21/07/2025

আমরা শোকাহত

03/07/2025

মহা দুর্নীতির বিশাল আখড়া কক্সবাজার সদর সহ জেলার বিভিন্ন ভূমি অফিসগুলো

15/06/2025

কক্সবাজারে কটেজ জোন থেকে ৪৮ জন
তরুণ তরুণী
আটক।

 #ইরান নাকি  #ইসরাইল, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ?ইন্টারন্যাশনাল ডেস্কঃইরান-ইসরাইল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটি...
14/06/2025

#ইরান নাকি #ইসরাইল, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ?

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

ইরান-ইসরাইল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে শীর্ষ ২০ সামরিক শক্তিধরের তালিকায় আছে দুই দেশই। ইসরাইলসহ বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র মজুতের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন; সে সংক্রান্ত স্পষ্ট তথ্য নেই।

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তেজনা তৈরি হওয়ায় পর থেকেই দেশ দুটির সামরিক শক্তিমত্তার বিষয়ও সামনে আসছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরাইলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে আন্তর্জাতিক অন্যতম সেরা গণমাধ্যম বিবিসি।

ইরান ও ইসরাইল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে। তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরাইলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরাইলের প্রতিরক্ষা বাজেট ২ হাজার ৪৪০ কোটি ডলার। আর ইরানের বাজেট ৯৯৫ কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৩তম। আর ইসরাইল ১৯তম স্থানে।

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, সেনা সংখ্যার বিচারে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটির নিয়মিত সেনা ১১ লাখ ৮০ হাজার। বিপরীতে ইসরাইলের সেনা সংখ্যা ৬ লাখ ৭০ হাজার। ইরানের হাতে আছে ৫৫১টি সামরিক বিমান, ইসরাইলের আছে ৬১২টি।


ট্যাংক ও সাঁজোয়া যানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরাইলের ১ হাজার ৩৭০টি ট্যাংকের বিপরীতে ইরানের আছে ১ হাজার ৯৯৬টি। ইরান এগিয়ে আছে নৌ শক্তিতেও। দেশটির ১০১টি যুদ্ধজাহাজের মধ্যে সাতটি ফ্রিগেট ও ২১টি টহল দেয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরাইলের ৫টি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে ১৯টি।

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৩ সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। তবে ইরানের হাতে কী পরিমাণ অস্ত্র মজুত আছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও তা প্রত্যাখ্যান করেছে ইরান।








 #তারেক_রহমান_চাইলে_যে_কোনো_সময়_দেশে_ফিরতে_পারেন :  #স্বরাষ্ট্র_উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জ...
12/06/2025

#তারেক_রহমান_চাইলে_যে_কোনো_সময়_দেশে_ফিরতে_পারেন

: #স্বরাষ্ট্র_উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যে সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

#তারেক_জিয়া,
#তারেক_রহমান
#স্বরাষ্ট্র_উপদেষ্টা









 #তানিন_সুবহার_মৃত্যুর_কারণ_জানা_গেলঅবশেষে ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুর কারণ জানা গেল। অভিনেত্রীর মৃত্...
12/06/2025

#তানিন_সুবহার_মৃত্যুর_কারণ_জানা_গেল

অবশেষে ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুর কারণ জানা গেল। অভিনেত্রীর মৃত্যু সম্পর্কে সময় সংবাদকে বিস্তারিত তথ্য দিয়েছেন চিকিৎসার সময় তানিনের পাশে থাকা গণমাধ্যমকর্মী রনজু সরকার।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিন সুবহা। তখন তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সে প্রসঙ্গে রনজু বলেন,তানিন বলেছিল, ওইদিন দুপুরে ঝাল, ভর্তা জাতীয় কিছু খেয়েছিল। আফতাবনগরের ক্লিনিকে গেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি সমস্যা ভেবে সে জাতীয় ওষুধই তানিনকে দেয়া হয়। এরপর ও বাসায় ফিরে যায়।

রনজু আরও বলেন, সন্ধ্যা গড়াতেই তানিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন ওকে রাত আনুমানিক ১০টার দিকে ফরাজী হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে রাজধানীর পপুলার হাসপাতালে আনা হয় তানিনকে।

তানিনের চিকিৎসা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, পপুলারে আনার পরই চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেন। তানিনকে দেখেই চিকিৎসকরা বলেন, অনেক দেরি করে ফেলেছেন। এরপরই লাইফ সাপোর্টে ছিল তানিন।

জানা যায়, ব্যক্তিগত কারণে মানসিক চাপের মধ্যে জীবন পার করছিলেন তানিন। শারীরিক অবস্থাও ভালো ছিল না। দুটি কিডনিই প্রায় অকেজো ছিল তার।

গত ২ জুন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তা থেকে অভিনেত্রীর স্ট্রোক হয়। এতে তানিনের ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়। তবে হার্ট কিছুটা সচল থাকায় চিকিৎসকরা কৃত্রিমভাবে অভিনেত্রীর হার্ট চালু রাখেন।

এ অবস্থাতেই প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন তানিন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোববার (৮ জুন) তানিনের ব্রেইন ৯৯ ভাগ অকেজো হয়ে পড়ে। তাই কর্তব্যরত চিকিৎসকরা সেদিনই তাকে ‘ক্লিনিক্যালি ডেথ’ বলে ঘোষণা দেন।


চিকিৎসকের ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণার পরই তানিন সুবহার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ও সোশ্যাল মিডিয়ায় । এর ঠিক দুই দিন পরই মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার পাইলট স্বামীর সম্মতিতে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় অভিনেত্রীর। মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই আলোচিত অভিনেত্রী তানিন।

বিশেষভাবে উল্লেখ্য যে, তানিনের মৃত্যুর পর তার একটি ফেসবুক পোস্ট দ্রুত ভাইরাল হয়।যা ছিল কাল যাদু নিয়ে।
অভিনেত্রী তানিনের ভাইরাল ফেসবুক পোস্টটি প্রায় এক মাস আগের। চলতি বছর মে মাসের ১৯ তারিখের সে পোস্টে মৃত্যুর আগে তানিন ‘কুফরি’ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন।

সোমবার (১৯ মে) তানিন লেখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ?

মন খারাপ করে অভিনেত্রী আরও লেখেন, ঘরে আনাচে কানাচে কতো কি যে পেলাম। কেন এমন করছেন! আমিতো কারোর ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

06/06/2025

২০২৬ ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে প্রথমবারের মতো জায়গা করে নিল উজবেকিস্তান ও জর্ডান

05/06/2025

চট্টগ্রাম কালুরঘাট ব্রীজ এ গতরাত ১০:১৫ টার সময় ট্রেন ও সিনজি সহ আরও কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অনেকে আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। সকলকে চট্টগ্রাম মেডিকেল ও বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স এ তাদের আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ও ধৈর্য ধারণের আহবান জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা সহ সকল স্তরের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

কেউ বলে রবিনহুড, কেউ বলে ডাকাত,কেউ বলে চোরাকারবারি। কিন্তু আইনের চোখে সে একজন অপরাধী। সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত শ...
05/06/2025

কেউ বলে রবিনহুড, কেউ বলে ডাকাত,কেউ বলে চোরাকারবারি। কিন্তু আইনের চোখে সে একজন অপরাধী। সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত শাহীন ডাকাত ২ সহযোগী সহ গ্রেফতার। তার মধ্যে একজন তথাকথিত সাংবাদিক রিজভী ও রয়েছে।

"যেদিন কার্যকর হবে বা যেদিন এই বর্ধিত মহার্ঘ ভাতা বেতনের সাথে অতিরিক্ত যোগ হয়ে ব্যাংক একাউন্টে ঢুকবে তখন বিশ্বাস করব, এর...
17/05/2025

"যেদিন কার্যকর হবে বা যেদিন এই বর্ধিত মহার্ঘ ভাতা বেতনের সাথে অতিরিক্ত যোগ হয়ে ব্যাংক একাউন্টে ঢুকবে তখন বিশ্বাস করব, এর আগে নয়‘ - এটা একজন সরকারী চাকুরীজীবির ভাষ্য।

প্রতিটি সরকার - ক্ষমতায় যে আসুক! সরকারি কর্মকর্তা - কর্মচারীদের বেতন বৃদ্ধির মূলা ঝুলায়ে দেখিয়ে দেখিয়ে, কোন রকমে তাদের আশা দিয়ে দিয়ে অদ্যবধি ভাসাইয়া দিয়ে রেখেছে।
এখনো হয়ত একই!!!

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট বক্তৃয়ায় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করার পরও বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে অলৌকিকভাবে আর পাশ হয়নি,শুধু আপার অনিচ্ছার কারণে। লুটপাট ও সীমাহীন দূর্নীতির কারণে তার মন্ত্রী-এমপি, নেতাকর্মীদের সাথে অধিকাংশ আমলারা বেপরোয়া ভাবে অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
প্রত্যেক বৃহৎ সরকারি প্রকল্পের দুই তৃতীয়াংশ টাকা লুটপাট হয়েছে,ব্যায় করা হয়েছে ১ ভাগ। প্রকল্পের ব্যায় প্রতিবছর বছর বছর বাড়িয়ে বাড়িয়ে সুকৌশলে সিস্টেম করে জনগনকে ধোঁকা দেওয়া হয়েছিল। সবার দূর্নীতির বিষয়ে সবকিছুই আপা নিজেই জানতেন। হাসিনার তার আত্মীয়স্বজনদের দিয়ে সবকিছু করিয়ে নিতেন। কর্ণফুলী টানেল এর মত প্রকল্প আগামী ১০/২০ বছর পর হয়ত লাগত। বর্তমান সময়ে এই টানেলের কোন প্রয়োজনীয়তা নাই।শুধুমাত্র একজন মন্ত্রীর ব্যাক্তিগত সুবিধা ও ইচ্ছায় শেখ পরিবরের সদস্য দিয়ে শেখ হাসিনা কে ম্যানেজ করে এই অপ্রয়োজনীয় প্রকল্পে জণগণের টাকা অপচয় ও লুটপাট করা হয়েছিল।ঐ মন্ত্রী নওফেল সেখানে ৫ তারকা মানের হোটেল সহ থাকার জন্য প্রাসাদ তৈরী করেছেন। ঐ টানেল ব্যাবহার করে আগের চেয়ে বেশী সময় ও অর্থ ব্যায় হওয়ার কারণে গাড়ী টানেল দিয়ে যাচ্ছে না। সেকারণেই টানেলের দৈনিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ পর্যন্ত উঠে আসছেনা টোল আদায় থেকে। প্রতিমাসে সরকারকে ভূর্তকি দিয়ে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। তার পরিবারকে পার্সেন্টেজ দিলে সবকিছুই হালাল হয়ে যেত। দেশের অর্থনীতি খোকলা হয়ে যাক, তবু যেভাবে হোক মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় ঠিকে থাকার জন্য সরকারী কর্মকর্তা কর্মচারীদের ব্যাবহার করেছে সব সরকার। হাসিনার সাবেক পুলিশ প্রধান বেনজীর, ও সাবেক সেনাপ্রধান আজিজদের মত লোক বসিয়ে দেশে ভয় ও গুমের সংস্কৃতি চালু করে সব আকাম করেছে হাসিনা সরকার। এখনো প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে অনেক ফ্যাসিষ্টের দোসর ঘাপটি মেরে বসে আছে। বর্তমান সরকারের এই সময়ে তাঁরাই দূর্নীতিবাজদের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা,বাহিনী, আমলা ও ব্যাক্তি দিয়ে তাদের আবার সেইফ এক্সিট ও দেয়া হল,যেন উনারা নাচতে নাচতে তাতা.. থৈ.. থৈ.. তাতা.. থৈ..থৈ... করে সবাই বিদেশে পালিয়ে যেতে পারেন।
হায়রে বাঙ্গালির দেশপ্রেমের নমুনা!!!

একমাত্র সরকারী চাকুরীজীবিদের সর্বোচ্চ ও সর্বশেষ মূল্যায়ণ করেছেন ১/১১ সময়কার গঠিত নিরপেক্ষ তত্তবধায়ক সরকার এর প্রধান উপদেষ্টা সাবেক গভর্নর ফখরুদ্দিন সাহেব এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যেই নিজ উদ্যেগে নতুন বেতন স্কেল কার্যকর করেছিলেন। উনি এটার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার। অবসরপ্রাপ্ত এক চতুর্থ শ্রেণির কর্মচারী আপসোস করে বলেন 'আমার এই অল্প বয়সের মধ্যে ফখরুদ্দিন স্যারের এর শাসনামাল অন্যতম সেরা রাষ্ট্র শাসন ব্যবস্থা দেখেছি।' ঐ সময় দূর্নীতিবাজরা ভয়ে অবৈধ টাকা,গাড়ী গোপনে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে বাঁচত। চরম আতংকে ছিল সকল ধরণ ও শ্রেণির অপরাধীরা। মানুষ ঘরের দরজা খুলে ঘুমিয়েছিল। দেশে স্বাধীন বিচার বিভাগ গঠন করে শাসন বিভাগকে আলাদা করে আমূল পরিবর্তন হয়েছিল বাংলাদেশের শাসন ও বিচার ব্যবস্থায়। শুধুমাত্র উনার আমলেই নতুন বেতন / পে স্কেল পেয়ে বেতন কে বেতনের মত লেগেছিল অনেক নিম্ন গ্রেডের চাকুরীজীবিদের। বর্তমান অন্তবর্তী সরকার কি বিগত ১৫ বছরের অবৈধ সরকারের মত করবেন নাকি ফখরুদ্দীন সাহেবের পথে হাঁটবেন।
এককথায়,এখন বেতনবৃদ্ধি নিয়ে এসব চাটুকারী ও লোভনীয় নিউজ আর কেউ বিশ্বাস করেনা । আরেকজন সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তা বলেন খুব সংক্ষেপে বলেন, "যেদিন পাব সেদিন বিশ্বাস করব”।

এখন দেখার বিষয় বিশ্ব নন্দিত অর্থনীতিবিদ জনাব, ড. ইউনুস স্যার এর অন্তবর্তী সরকার কি করে সরকারি চাকুরীজীবিদের জন্য !!!!

অবশেষে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভা.....

Address

Cox's Bazar

Telephone

+8801711282746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Cox’s Bazar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share