Daily Cox’s Bazar News

Daily Cox’s Bazar News আমাদের লক্ষ্য সংবাদের প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরা।

কক্সবাজার জেলার সর্বক্ষেত্রে সকল অনিয়ম,দূর্নীতি,অন্যায়-অবিচার,দুঃশাসন ও অপরাধের বিরুদ্ধে একঝাঁক সাহসী কলম যোদ্ধা।আসুন নিজেকে বদলায়,তাহলে একদিন এই পৃথিবীটা বদলে যাবে।আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।আমরা শুধুই বাংলাদেশী।

 #টোকাই_থেকে_কোটিপতি_গুজা_মুনাফকক্সবাজার এর শীর্ষ যুবলীগ নেতা ও জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ম...
19/10/2025

#টোকাই_থেকে_কোটিপতি_গুজা_মুনাফ

কক্সবাজার এর শীর্ষ যুবলীগ নেতা ও জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী মুনাফ সিকদার প্রকাশ গুজাইয়া মুনাফ কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিগত ১৬ বছর আওয়ামী সরকারের আমলে তার বাহিনী দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ইয়াবা লুট, সহ ইয়াবা সংক্রান্ত যাবতীয় শালিস বিচার মুনাফ নিজে করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যায়। চুক্তিতে ও মোটা অংকের কমিশনে ইয়াবার বকেয়া টাকা উদ্ধার করে দিত ও অধিকাংশ সময় পুরো টাকা একাই গিলে ফেলত।

শারীরিক অক্ষমতা থাকা স্বত্বেও কক্সবাজার এর একটি শীর্ষ আওয়ামী পরিবারের সাপোর্টে সে টোকাই থেকে জেলা যুবলীগের অন্যতম শীর্ষ নেতায় পরিণত হয়। ১০-১৫ টি মোটরসাইকেলের বহর নিয়ে সর্বদা শহর দাপিয়ে বেড়াত। কক্সবাজার শহরের সমস্ত জায়গা থেকে বিভিন্ন ছোটখাটো ও কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের বিশ্বস্ততা, সামর্থ্য যাচাই-বাছাই করে মুনাফ তার বাহিনী গড়ে তুলে। কক্সবাজার শহরে ফ্যাংগস ক্লাবের পতনের পর, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একমাত্র তার বাহিনীর দাপট ছিল বেশী।

আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় জনসমাগম বাড়ানোর জন্য বিরাট মিছিল নিয়ে শোডাউন করে মুনাফ সিকদার তার অস্তিত্বের জানান দিত। এতে সে বিভিন্ন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সুনজরে আসে।

তার এতটা দাপট ছিল প্রকাশ্যে মেরিন ড্রাইভ সহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় প্রশাসনের মত তার নিজের সোর্সের ইনফরমেশন মোতাবেক বিভিন্ন কার,সিএনজি সহ বিভিন্ন পরিবহনে তল্লাশি করত, এমনকি বিভিন্ন ইয়াবা ব্যাবসায়ীদের বাড়িতে হানা দিয়ে ইয়াবা লুট করত। জোরপূর্বক ইয়াবা উদ্ধারের স্বীকারোক্তি সহ ভিডিও বানিয়ে ব্লাক-মেইলিং করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এই জালে যে একবার আটকেছে তার আর রক্ষা নাই। যখনই মুনাফের টাকা দরকার হত তখনই মুনাফকে টাকা দিতে হত,না হলে তার বাহিনী দিয়ে ধরে এনে নির্যাতন করত। প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সে ঐ টাকার একটা ভাগ দিত।

টেকপাড়ার জনৈক মিজানের হাতে উলঙ্গ করে পিটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর, উক্ত ঘটনার প্রতিশোধ নিতে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে গুজা মুনাফ অপরাধ জগতের লাইম লাইটে চলে আসে। ঐ মামলায় কারাভোগ করে জামিনে বের হওয়ার পর মুনাফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাউন্সিলর নির্বাচন সহ যুবলীগের শীর্ষ পদ পেতে কেন্দ্র থেকে শুরু করে জেলার শীর্ষ আওয়ামী লীগের নেতাদের চাহিদা মোতাবেক পকেট ভারী করতে বিন্দুমাত্র পিছপা হয়নি।

এছাড়া পেশকার পাড়ায় এক মহিলাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন প্রায় ৬/৭ বছর যাবত অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলে। নিয়মিত যাতায়াত করত ও স্বামী-স্ত্রীর মত বসবাস করত। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ও অন্যত্র মুনাফ বিয়ে করতেছে শুণে ঐ মহিলা মুনাফকে সুকৌশলে তার ঘরে ডেকে আনে। ঐ দিনই উক্ত এলাকার সমাজের নেতা ও গণ্যমান্য মানুষেরা রাতে গুজা মুনাফ কে ঐ নারীর সাথে অবৈধ মেলামেশার সময় ঐ মহিলার ঘর হতে হাতেনাতে ধরে কাজী ডেকে বিয়ে করিয়ে দেয়। পরবর্তীতে সেই নারীকে কাবিনের বকেয়া টাকা ক্ষতিপূরণ দিয়ে আপোষ রফা করে শেষ হয় সেই সম্পর্ক।

আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জায়গা দখল সহ টাকার বিনিময়ে সকল ধরনের অবৈধ ও বেআইনি কাজ করে দ্রুত কোটিপতি বনে যায় এই আলোচিত গুজা মুনাফ।

 #যুগোপযোগী_সতর্কবার্তা_বিএনপির_জন্য...         ↔️    বিশ্বাস করেন আর না-ই বা করেন, এটাসত্যি যে, বিএনপি, ছাত্রদল, যুবদল,...
11/09/2025

#যুগোপযোগী_সতর্কবার্তা_বিএনপির_জন্য...

↔️ বিশ্বাস করেন আর না-ই বা করেন, এটাসত্যি যে, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের ভেতরে ঘাপটি মেরে আছে অগণিত গুপ্তচর যারা জা.শিবিরের প্রশিক্ষিত সাথী বা কর্মী।দেশের চৌকস গোয়েন্দা সংস্থার পক্ষে এদের সনাক্ত করা একেবারেই অসম্ভব বললেই চলে। কেননা বিগত অবৈধ সরকারের কোন গোয়েন্দা সংস্থা এদের পরিকল্পনা ও বাস্তবায়নের পর তারা নিজ থেকে প্রকাশ্যে আসার পর গোয়েন্দা সংস্থা গুলো নড়েচড়ে বসে।

এরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের কার্যক্রম হচ্ছে RAW কিংবা মোসাদের মতো। আপনার আশেপাশে অনেক শিবির ঘুরঘুর করে, কিন্তু আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না যে সে আসলে শিবির। আপনার ক্লাসমেট, যার সাথে আপনি চার বছর ধরে ক্লাস করেছেন, পাশাপাশি বসে বিড়ি, সিগারেট, মদ,বাবা, গাঞ্জাও খেয়েছেন। কিন্তু আপনি বুঝতেই পারেননি সে আসলে শিবির। আপনার হলের রুমমেট, যার সাথে একসাথে একই রুমে ৪/৫ বছর ধরে আছেন। কিন্তু আপনি বুঝতেই পারলেন না, সে হচ্ছে শিবিরের আমীর বা সভাপতি ।

↘️ যে ছেলেটা স্লোগান দিতেছে—

১/২ টা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর,

২/৪ টা শিবির ধর,সকাল বিকাল নাস্তা কর ;

সেও শিবির।

➡️ এরা এতটা ধূর্ত ও পল্টিবাজ প্রকৃতির যে, বিএনপির সাথে ৫ আগষ্টের পরপর এমনভাবে মিশে গেছে তাদের অন্ধবিশ্বাস ছাড়া সন্দেহ করার কোন অবকাশ নাই। এরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী কুট কৌশল, বিএনপির আভ্যন্তরীণ সবলতা,দূর্বলতা ইত্যাদি সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে কপি-পেস্ট করছে তাদের চেইন অব কমান্ড অনুযায়ী জামাত-শিবিরের দায়িত্বশীল গোয়েন্দা সেলের কাছে। কোন কিছুর বিনিময়ে তারা এগুলো করছেেনা,এদেরকে ব্রেইন ওয়াশড করা হয়েছে যে, জামাত-শিবিরই হচ্ছে বাংলাদেশের একমাত্র সোল এজেন্ট অফ জান্নাতের টিকেট।

বিগত ১৬ বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে গণরুম কালচার চালু রেখে ছাত্রলীগের বদনামের বাহার কে আরও বেশি সমৃদ্ধ করেছে। জামাত-শিবিরের সাদিক কায়েমরা কতটা সুক্ষ চালে ৫ই আগস্টের সময় কালসাপের মত মরণ ছোবল মেরেছে লুঙ্গির নিচে লুকানো আরেক মেশিন কে 😜😜😜।

ডাকসু নির্বাচন ২০১৯ ভিপি পদে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' নুরুল হক নুর, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পরাজয় বরণ করে মাত্র ২ হাজারের ও কম ভোটে। এর প্রধান কারণ তাদের লুঙ্গির নিচে লুকানো কালসাপ জায়গামত বিষদাঁত ফুটিয়ে দিয়েছিল।

আর ২০২৫ এর ডাকসু নির্বাচনে তথ্য সন্ত্রাসের পাশাপাশি তাদের গুপ্তচরবৃত্তির মাধ্যমে ছাত্রদলের যেকোনো দূর্বলতা বা দোষত্রুটি গুলো সোশাল মিডিয়ায় ও অনলাইনে সাথে সাথে প্রচার হয়ে যায়। যেখানে ছাত্রদলের ডাকসু নির্বাচনে অন্তত ভিপি পদে জয়ের সম্ভাবনা শতভাগ নিশ্চিত ছিল সেখানে ছাত্রদল গুরুত্বপূর্ণ ৩ টি পদে ভরাডুবি হয়েছে। ছাত্রদল কাকে হুমকি দিয়েছে সে ভিডিও ছাত্রদলের ভেতরে লুকিয়ে থাকা জামাত শিবিরের গোপন কর্মীরা সেসব ভিডিও ফাঁস করে দিয়েছে।নির্বাচন কমিশনারের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের কথা কাটাকাটির সময় সেখানে শুধু ছাত্রদলের কর্মীরাই ছিল। কিন্তু ঐ ঘটনার ভিডিও ভাইরাল হয় কি করে নিশ্চয়ই সাথে থাকা যেকেউ গোপনে মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করে ভাইরাল করে দিল।এতেই স্পষ্ট বুঝা যায় ছাত্রদলের ভেতরে ঘাপটি মেরে থেকে এই কুকর্ম সুচারুভাবে সম্পণ্ণ করেছ শিবিরের গুপ্তচরেরা।

লক্ষণীয় যে বিষয়টি থেকে শিবিরের আন্ডার- কাভারে আছে সেটার বাস্তব ও স্পষ্ট একটা প্রমাণ দিচ্ছি। গতকালে ডাকসু'র নির্বাচনে #শহীদ_জিয়া_হল

এর ফলাফল দেখেন -

জামাত-শিবির সমর্থিত

সাদিক কায়েম প্রাপ্ত ভোট - ৮৪১,

আবিদের প্রাপ্ত ভোট - ১৮১

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী।

যে হলের ১০০ জনের মধ্যে অন্তত, কমপক্ষে ৯০ জন থেকে ৯৫ জন ছাত্ীদল করে ও ছাত্রদলের হল হিসাবে সুপরিচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হল বিএনপির তথা ছাত্রদলের দূর্গ বা ঘাটি বা ছাত্রদলের আনঅফিশিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কার্যালয়। ছাত্রদলের সকল সিনিয়র নেতা থেকে শুরু করে কেন্দীয় কমিটির অধিকাংশ যারা এই ঢাবি'র ছাত্র। তাহলে কেন এত বিশাল ব্যাবধান? জামাত- শিবির কি বিএনপির ভেতরে একদম অন্দরমহলে প্রবেশ করেছে সেটা বুঝতে কি কারোরই বাকী আছে। না বুঝলে ব্যাক্তিগত চেম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
Courtesy : Salim Ullah Azad

05/09/2025
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন।Dail...
05/09/2025

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন।

Daily Cox’s Bazar News _News

05/09/2025

সত্য বলতে গিয়ে, সত্য লিখতে গিয়ে, সত্য প্রকাশ করতে গিয়ে, সততার সহিত অর্পিত গুরুদায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় সেটা হবে সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাবান শহীদী মৃত্যু।
আসুন সবাই সত্য চর্চা করি, নিজের পরিবারের মধ্যে সত্যের চর্চা আরও বেশি বেশি করি। পরিবার থেকে তা আস্তে আস্তে পুরো সমাজে ছড়িয়ে যাবে। হোকনা মিথ্যা ক্ষনিকের জন্য জয়ী, কিন্তু সত্যের আলোকবর্তিকা দেরীতে হলেও দীর্ঘস্থায়ী কল্যাণ বয়ে আনবে।

প্রিয় ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমাদের পেইজের সাথে থাকুন। প্রকৃত আসল ঘটনা আমাদের Daily Cox's Bazar News পেইজের DCB News এ
জনসম্মুখে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
আমাদের লোকবল সংকঠের কারণে এখনো অনেক কিছু অগোছালো রয়ে গেছে
ইনশাআল্লাহ শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।

Like, Share & Follow দিয়ে সঙ্গে থাকুন।

 #ছুরি_দেখিয়ে_স্কুলছাত্রীকে_ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতারযশোরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠ...
02/09/2025

#ছুরি_দেখিয়ে_স্কুলছাত্রীকে_ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতার

যশোরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে অভিযুক্ত এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ।
স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।

স্কুলছাত্রীর স্বজনরা জানান, শিশুটি বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ফেরিওয়ালা ছুরি দেখিয়ে তাকে ধর্ষণের বিষয়টি মাকে জানায়। পরিবারের সদস্যরা মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আর অভয়নগর থানায় গিয়ে ধর্ষণের বিষয়টি জানান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার সকল ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি : সময় টিভি

29/08/2025

কক্সবাজার হোটেল মোটেল জোনে সুগন্ধা পয়েন্ট আগুন।

29/08/2025

বাংলাদেশ থেকে বিতাড়িত ফ্যাসিষ্ট হাসিনার দেখানো পথে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার ...
29/08/2025

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সার্বিক পরিস্থিতি নিয়'ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইন'শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের প্রধান ভিপি নুর সহ বহুসংখ্যক নেতাকর্মী আহত হয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ জাতীয় পার্টির আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা ভিপি নুরের উপর কৌশলে অতর্কিত হামলা চালায়।

27/08/2025

এদেশের দূর্নীতি ও অনিয়মের ৯৬% তথাকথিত শিক্ষিতরাই জড়িত। মূর্খরা দূর্নীতি কি জিনিস তা জানেইনা

20/08/2025
লাঠিচার্জ না করেও সমাধান করতে পারতো পুলিশ- সাবেক এমপি কাজল | Ukhiya Host Teacher Protest | DCBNewsউখিয়ায় হোস্ট শিক্ষক আন...
20/08/2025

লাঠিচার্জ না করেও সমাধান করতে পারতো পুলিশ- সাবেক এমপি কাজল | Ukhiya Host Teacher Protest | DCBNews

উখিয়ায় হোস্ট শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি জনাব Lutfur Rahman কাজল বলেছেন, “শিক্ষকদের আন্দোলন দমনে লাঠিচার্জের প্রয়োজন ছিল না। আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।”

আন্দোলনের পটভূমি

উখিয়ার বিভিন্ন স্কুলে কর্মরত হোস্ট শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি এবং পদোন্নতিসহ কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তারা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কিন্তু সমাধান না মেলায় সম্প্রতি তারা সড়ক অবরোধে নামেন।

পুলিশের লাঠিচার্জ

শিক্ষকরা প্রধান সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সাবেক এমপি কাজলের প্রতিক্রিয়া

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাজল বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য দাবি মানা উচিত। লাঠিচার্জ করে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যা সৃষ্টি হয়। সরকারের উচিত দ্রুত সংলাপের মাধ্যমে সংকট নিরসন করা।”

সাবেক এমপি কাজল আরও বলেন,
" তাদের দাবি-দাওয়ার বিষয়ে সংবেদনশীল হওয়া দরকার। আন্দোলন দমনে সহিংসতা ব্যবহার করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।"

সাবেক এমপি কাজল এ ঘটনায় আহত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

পুলিশের বক্তব্য

এদিকে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষকরা আকস্মিকভাবে সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনশৃঙ্খলা বাহিনী ‘ন্যূনতম বল প্রয়োগ’ করেছে। তারা দাবি করেন, অতিরিক্ত বলপ্রয়োগের কোনো নির্দেশ ছিল না।

স্থানীয়দের প্রতিক্রিয়া

উখিয়ার সাধারণ মানুষও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। স্থানীয়রা বলেন, শিক্ষকদের দাবি পূরণে সরকার যদি দ্রুত উদ্যোগ নিতো, তবে এ ধরনের সংঘর্ষ হতো না। তারা প্রশাসনকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

উখিয়ার হোস্ট শিক্ষক আন্দোলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। লাঠিচার্জের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ক্ষুব্ধ। সাবেক এমপি কাজলসহ অনেকেই মনে করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধান না হলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Address

Cox's Bazar

Telephone

+8801711282746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Cox’s Bazar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share