08/08/2024
সমন্বয় কে?
আমার কাছে সমন্বয়ক হল সে যে মিছিলে ছিল, যে আওয়াজ তুলেছে কবিতায় ,গানে ,লিখায় আর প্রত্যেক ঘরের বাবা-মা যে তাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহয়োগিতা করেছে কন্ঠস্বর তুলের ধরার সাহস জুগিয়েছে।
আর যারা ট্রাফিকে কাজ করছে মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা প্রত্যেক জনই এক এক জন সমন্বয়ক, যারা অদ্ভুত ভাবে দেয়াল গুলো সাজিয়ে তুলছে তারা সমন্বয়ক, আর যারা দেশের আনাচে কানাচে পরিস্কার পরিছন্ন করছে তারা সমন্বয়ক, আর যারা রাত দিন এক করে স্যেশাল মিডিয়াতে মত প্রকাশ করে গিয়েছে বা যাচ্ছে তারা সমন্বয়ক । আর যাকে আমরা কোথাও দেখতে পায়নি,যিনি বা যারা শুধু ইবাদত করতে ব্যস্ত ছিল সে সকল মানুষ গুলোয় আমার কাছে সমন্বয়ক।
সবার প্রতি অনেক ভালবাসা , শ্রদ্ধা ও সম্মান।🍁