19/08/2025
প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফ উপজেলায়
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ০২ জন মানব পাচারকারী আটক।
১। নিশ্চিদ্র নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও মানব পাচারসহ যেকোন অপরাধ দমনে এই বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গত সোমবার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে ০২ জন মানব পাচারকারী (বাংলাদেশী) ধরা পড়েছে।
২। স্থানীয় গণমাধ্যমে ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত খবরের সূত্রে জানা যায় যে, স্থানীয় একটি চক্র অবৈধ পথে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাচারে সক্রিয় আছে। পাচারকারীদের অপতৎপরতা রুখতে, ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে, ২ বিজিবির বেশ কয়েকটি অভিযান দল এবং নিজস্ব গোয়েন্দারা মাঠে নামে। পরে, রাতভর সাড়াশী অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ০২ জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মতে চক্রটি বেশ কিছুদিন যাবৎ মাদক ও মানবপাচারসহ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এদের বিরুদ্ধে অতিতে মাদকপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় প্রচলিত আইনে মামলা রয়েছে। উল্লেখ্য যে, এই সকল চিহ্নিত সন্ত্রাসীরা আইনের ফাঁক গলে বাইরে এরা অবাদে মাদক পাচারে সম্পৃক্ত থাকার পাশাপাশি স্থানীয়দের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে জনশ্রুতি রয়েছে। ফলে, মানব পাচার চক্রের এই শীর্ষ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় জনমনে স্বত্বির ছায়া নেমে আসে।
আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত জাবেদ এবং সামসুল আলমসহ অন্যান্য সকলকে আটক করা হলে অপরাধীদের দৌরাত্ব কমে যাবে বলে এলাকাবাসী জানায়। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক গ্রেপ্তারকৃত ০২ জন আসামীকে প্রচলিত আইন অনুসারে স্থানীয় থানায় হস্তান্তর এবং মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন। *আসামীদের পরিচয় এবং পূর্বে দায়েরকৃত মামলার বিস্তারিত নিম্নরুপঃ*
ক। সামছুল আলম (৪৫), পিতা-হাবিবুর রহমান, গ্রাম-নাইট্যংপাড়া, পোস্ট-টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর বিরুদ্ধে ইতিপূর্বে অবৈধ মাদক পাচারের দায়ে টেকনাফ মডেল থানায় ০২টি মামলা রয়েছে।
খ। আলমগীর হোসেন (জাবেদ) (৩৫), পিতা-আঃ জব্বার, গ্রাম-নাইট্যংপাড়া, পোস্ট-টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কর্তৃক হিংসাত্বক আচরণ, গোলযোগ সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে টেকনাফ মডেল থানায় ০২টি মামলা রয়েছে।
৩। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা, মানবপাচার, মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
*লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি*
অধিনায়ক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)