17/11/2024
কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি? একনজরে দেখে নেওয়া যাক...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪/১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত অনার্সে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হতো।
পরীক্ষার মোট নম্বর ২০০
জিপিএ ১০০ (এসএসসি প্রাপ্ত জিপিএ গুণ ৮ এবং এইচএসসি প্রাপ্ত জিপিএ গুণ ১২)
পরীক্ষার নম্বর বন্টন:
ব্যাবসায় শিক্ষা: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ হিসাববিজ্ঞান ২০ ব্যাবসায় নীতি ও প্রয়োগ ২০
মানবিক: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ এবং এইচএসসিতে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে (৪*১০=৪০)
বিজ্ঞান: বাংলা ২০ ইংরেজি ২০ সাধারন জ্ঞান ১০ পদার্থবিজ্ঞান ১৭ রসায়ন ১৭ গনিত/জীববিজ্ঞান ১৬
পাস মার্ক: ৪০
নেগেটিভ মার্কিং নেই
বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হতো নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।
(copied)