21/07/2025
আমাদের আকাশে এখনও দুর্নীতি উড়ে।
তৌকির ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি ফিরে এলেন না।
একটা বোতাম ছিল তাঁর সামনে।
চাইলেই চাপ দিয়ে বেরিয়ে আসতে পারতেন মৃত্যু,ফাঁদ থেকে।
আকাশ থেকে নামতে পারতেন নিরাপদে,পরিবার, বন্ধুবান্ধব, জীবনের কাছে।
কিন্তু তিনি নামলেন না।
কারণ নিচে ছিল মানুষের ঘর, কারও শিশুর স্কুল, কারও মা-বাবার আশ্রয়।
কারণ তাঁর কাছে আকাশ মানে শুধু দায়িত্ব ছিল কাগজে লেখা আদেশ নয়, হৃদয়ে লেখা শপথ।
তৌকির জানতেন, নিজেকে বাঁচানো সম্ভব।
তবু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেন বিমানটাকে জনশূন্য কোনো খালি জায়গায় নামিয়ে দিতে।
জানতেন, হয়তো পারবেন না। তবু চেষ্টা থামাননি।
কারণ তিনিই ছিলেন সেই একলা মানুষ, যিনি অন্যদের প্রাণ বাঁচাতে নিজের জীবনটা উপহার দিলেন।
তাঁর উড়ান ছিল না শুধুই পাইলটের দায়িত্বপালন
সেটা ছিল এক তরুণ অফিসারের চূড়ান্ত আত্মত্যাগের পথে যাত্রা।
আর তাঁর বাহন?
একখানা মরচে ধরা, পুরনো, অবসরে পাঠানোর যোগ্য F-7 যুদ্ধবিমান।
২০২৫ সালে দাঁড়িয়ে, যখন অন্য দেশ রোবট আর ড্রোনে যুদ্ধ করে,
আমরা এখনও উড়াই ১৯৭৬ সালের বাতিল প্রযুক্তি।
এখনও উড়াই কারণ, আমাদের আকাশে এখনও দুর্নীতি উড়ে।
কারণ বাজেটের টাকা বাঁচে না, জবাবদিহির নামে চলে ফাইল-নাটক।
তৌকির আকাশে মারা যাননি।
তিনি মারা গিয়েছিলেন অনেক আগেই
যেদিন তাঁর জন্য বরাদ্দ আধুনিক প্রশিক্ষণ বাতিল হয়,
যেদিন তাঁর জীবনের বদলে কেউ আর্থিক হিসেব রক্ষা করাকে বড় করে দেখে।
তাঁর জন্য এই সিস্টেম কিছু রাখেনি
না আধুনিক বিমান, না আত্মরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা।
শুধু রেখে গেছে নিশ্চিত মৃত্যু আর কিছু চোখের পানি,
একটা খালি চেয়ার, এক জোড়া প্যারেডের জুতো, আর ভেঙে পড়া একটা হৃদয়।
উত্তরার মাটিতে ধসে পড়া সেই বিমান শুধু এক জন তৌকিরের মৃত্যু নয়
এটা এক পুরো প্রজন্মের প্রতি অবহেলার প্রতিচ্ছবি।
আমরা শোক জানাই,
তৌকির ও অন্য হতাহতদের আত্মার মাগফিরাত কামনা করি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
তবে শোক যথেষ্ট নয়।
এই শোক যদি আমাদের না নাড়া দেয়,
তাহলে তৌকির শুধু মারা যাননি, আমরা সবাই তাঁকে মেরেছি।
আর যেন কোনো তৌকির,
একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন না দেন।
আর যেন কোনো মা সন্তানের মৃতদেহ খুঁজে না ফেরেন আকাশের দিকে তাকিয়ে।
আর যেন কোনো সাহসী যুবক রাষ্ট্রের ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়ে মৃত্যুর দিকে ছুটে না যান।
তৌকির, তুমি ফেরোনি। কিন্তু আমরা যেন তোমার গল্প ভুলে না যাই।
তুমি যেন এই দেশের ঘুম ভাঙিয়ে দাও,যতবার আমরা ভাবি সব ঠিকঠাক চলছে।
তোমার সাহস হোক প্রশ্ন, তোমার মৃত্যু হোক দায়বোধ।
শ্রদ্ধা তৌকির, আলিঙ্গন তোমার সাহসে।