মুকুট

মুকুট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুকুট, Gaming Video Creator, Cox's Bazar.

নাম: আশরাফুল ইসলাম।মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।বাড়ি: ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ, রংপুর।তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এ...
21/07/2025

নাম: আশরাফুল ইসলাম।
মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।
বাড়ি: ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ, রংপুর।

তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।

তিনি বার বার বলছিল,”ভাই,আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের কষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিল আর কান্না করছিল।

মহান আল্লাহর কাছে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষণ করেন..

বাচ্চা শিশুটা পুড়া শরীর নিয়ে কাতরাচ্ছে হাসি দিয়ে উপভোগ করছে পাতি নেতারা, এটা হয়তো রাজনীতির কালো অধ্যায়।😥😡
21/07/2025

বাচ্চা শিশুটা পুড়া শরীর নিয়ে কাতরাচ্ছে হাসি দিয়ে উপভোগ করছে পাতি নেতারা, এটা হয়তো রাজনীতির কালো অধ্যায়।😥😡

21/07/2025

শেখ হাসিনা কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নয়, বরং খুবই সাধারণ একজন বাঙালি নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষার্থী। মাইক্রোফিন্যান্স বা তিন শূন্যের পৃথিবী নিয়ে তার কোনো ধারণা নেই, কিন্তু নিজের দেশ ও দেশের মানুষকে নিয়ে তার গভীর ভাবনা ছিলো ও আছে।

যে কারণে প্রয়োজনের আগেই গরিব দেশে তৈরি করেছিলো ৫০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক বার্ণ ইন্সটিটিউট। শহরের বুক চিঁড়ে তৈরি করেছিলো মেট্রোরেল, যা এই শহরের মানুষ কল্পনাও করতে পারতো না। শহরের এক প্রান্তের সাথে আরেক প্রান্তকে যুক্ত করেছিলো ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ের মাধ্যমে, সমালোচকরা যেগুলোকে বলতো বিলাসী প্রকল্প।

এই বিলাসী প্রকল্পগুলো শেখ হাসিনা কেনো বাস্তবায়ন করেছিলো তা আজ ঢাকাবাসী দেখতে পাচ্ছে। মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পর মানুষের শেষ ভরসা আজ সেই বার্ণ ইন্সটিটিউট, হাসপাতালে নেওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম আজ সেই মেট্রোরেল, যার প্রয়োজনীয়তা শেখ হাসিনা উপলব্ধি করেছিলো আরো এক যুগ আগে।

এখানেই আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে একজন বাঙালি নারী নেত্রীর পার্থক্য। আন্তর্জাতিক খেলোয়াড় যখন গল্পে ষোলোআনা, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা, শেখ হাসিনা তখন বারবার প্রাসঙ্গিক হয় তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে।

আমাদের আকাশে এখনও দুর্নীতি উড়ে।তৌকির ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি ফিরে এলেন না।একটা বোতাম ছিল তাঁর সামনে।চাইলেই চাপ দিয়...
21/07/2025

আমাদের আকাশে এখনও দুর্নীতি উড়ে।
তৌকির ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি ফিরে এলেন না।
একটা বোতাম ছিল তাঁর সামনে।
চাইলেই চাপ দিয়ে বেরিয়ে আসতে পারতেন মৃত্যু,ফাঁদ থেকে।
আকাশ থেকে নামতে পারতেন নিরাপদে,পরিবার, বন্ধুবান্ধব, জীবনের কাছে।
কিন্তু তিনি নামলেন না।

কারণ নিচে ছিল মানুষের ঘর, কারও শিশুর স্কুল, কারও মা-বাবার আশ্রয়।
কারণ তাঁর কাছে আকাশ মানে শুধু দায়িত্ব ছিল কাগজে লেখা আদেশ নয়, হৃদয়ে লেখা শপথ।

তৌকির জানতেন, নিজেকে বাঁচানো সম্ভব।
তবু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেন বিমানটাকে জনশূন্য কোনো খালি জায়গায় নামিয়ে দিতে।
জানতেন, হয়তো পারবেন না। তবু চেষ্টা থামাননি।
কারণ তিনিই ছিলেন সেই একলা মানুষ, যিনি অন্যদের প্রাণ বাঁচাতে নিজের জীবনটা উপহার দিলেন।

তাঁর উড়ান ছিল না শুধুই পাইলটের দায়িত্বপালন
সেটা ছিল এক তরুণ অফিসারের চূড়ান্ত আত্মত্যাগের পথে যাত্রা।
আর তাঁর বাহন?
একখানা মরচে ধরা, পুরনো, অবসরে পাঠানোর যোগ্য F-7 যুদ্ধবিমান।
২০২৫ সালে দাঁড়িয়ে, যখন অন্য দেশ রোবট আর ড্রোনে যুদ্ধ করে,
আমরা এখনও উড়াই ১৯৭৬ সালের বাতিল প্রযুক্তি।
এখনও উড়াই কারণ, আমাদের আকাশে এখনও দুর্নীতি উড়ে।
কারণ বাজেটের টাকা বাঁচে না, জবাবদিহির নামে চলে ফাইল-নাটক।
তৌকির আকাশে মারা যাননি।
তিনি মারা গিয়েছিলেন অনেক আগেই
যেদিন তাঁর জন্য বরাদ্দ আধুনিক প্রশিক্ষণ বাতিল হয়,
যেদিন তাঁর জীবনের বদলে কেউ আর্থিক হিসেব রক্ষা করাকে বড় করে দেখে।
তাঁর জন্য এই সিস্টেম কিছু রাখেনি
না আধুনিক বিমান, না আত্মরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা।
শুধু রেখে গেছে নিশ্চিত মৃত্যু আর কিছু চোখের পানি,
একটা খালি চেয়ার, এক জোড়া প্যারেডের জুতো, আর ভেঙে পড়া একটা হৃদয়।
উত্তরার মাটিতে ধসে পড়া সেই বিমান শুধু এক জন তৌকিরের মৃত্যু নয়
এটা এক পুরো প্রজন্মের প্রতি অবহেলার প্রতিচ্ছবি।

আমরা শোক জানাই,
তৌকির ও অন্য হতাহতদের আত্মার মাগফিরাত কামনা করি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

তবে শোক যথেষ্ট নয়।
এই শোক যদি আমাদের না নাড়া দেয়,
তাহলে তৌকির শুধু মারা যাননি, আমরা সবাই তাঁকে মেরেছি।
আর যেন কোনো তৌকির,
একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন না দেন।
আর যেন কোনো মা সন্তানের মৃতদেহ খুঁজে না ফেরেন আকাশের দিকে তাকিয়ে।
আর যেন কোনো সাহসী যুবক রাষ্ট্রের ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়ে মৃত্যুর দিকে ছুটে না যান।

তৌকির, তুমি ফেরোনি। কিন্তু আমরা যেন তোমার গল্প ভুলে না যাই।
তুমি যেন এই দেশের ঘুম ভাঙিয়ে দাও,যতবার আমরা ভাবি সব ঠিকঠাক চলছে।
তোমার সাহস হোক প্রশ্ন, তোমার মৃত্যু হোক দায়বোধ।
শ্রদ্ধা তৌকির, আলিঙ্গন তোমার সাহসে।

21/07/2025
পরীমনি ❌ পুরুষমনি ✅পৃথিবী এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিন্ত পরীমনি পুরুষ মানুষ ছাড়া থাকতে পারবে না ⁉️‼️আমি খালি ভা...
21/07/2025

পরীমনি ❌ পুরুষমনি ✅
পৃথিবী এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিন্ত পরীমনি পুরুষ মানুষ ছাড়া থাকতে পারবে না ⁉️‼️

আমি খালি ভাবতেছি পেছনের ছেলেটার কথা।

20/07/2025
অসম্ভব এই যুগে
20/07/2025

অসম্ভব এই যুগে

নো - বেল !  ছেলেটা মনে হয় বাড়ি ভাড়া বাঁচানোর জন্য জেলখানাকেই নিজের অস্থায়ী বাড়ি বানিয়ে নিয়েছে!
20/07/2025

নো - বেল !

ছেলেটা মনে হয় বাড়ি ভাড়া বাঁচানোর জন্য জেলখানাকেই নিজের অস্থায়ী বাড়ি বানিয়ে নিয়েছে!

সবচেয়ে আপন মুহূর্তগুলোই বুঝি— তাদের সাথেই কাটে,যাদের হারিয়ে যাওয়া একদিন ঠিক অনিবার্য! তারা আসে, হৃদয়ের সবটুকু আলো জ্বালি...
19/07/2025

সবচেয়ে আপন মুহূর্তগুলোই বুঝি— তাদের সাথেই কাটে,
যাদের হারিয়ে যাওয়া একদিন ঠিক অনিবার্য!

তারা আসে, হৃদয়ের সবটুকু আলো জ্বালিয়ে, চলে যায় চুপিচুপি অন্ধকার রেখে!

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when মুকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুকুট:

Share