মুকুট

মুকুট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুকুট, Gaming Video Creator, Badarkhali, Cox's Bazar.

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।:হটাৎ:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরেজোরে কা...
07/10/2025

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পরে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।।
(আমিন)

আর্থিকভাবে পিছিয়ে পড়লে তবেই বুঝবেন, আপনার আসল অবস্থান কোথায়...!যখন আপনার হাতে টাকা থাকে, তখন চারপাশে মানুষ গুনে শেষ করা ...
07/10/2025

আর্থিকভাবে পিছিয়ে পড়লে তবেই বুঝবেন, আপনার আসল অবস্থান কোথায়...!

যখন আপনার হাতে টাকা থাকে, তখন চারপাশে মানুষ গুনে শেষ করা যায় না।
সবাই তখন আপনাকে ভালোবাসে, সম্মান দেয়, হাসিমুখে কথা বলে।
আপনি তখন পরিবারের গর্ব, সমাজের চোখে সফল মানুষ।
কিন্তু একবার সময় খারাপ হলে, পকেট খালি হয়ে গেলে,
আপনি বুঝবেন — আসলে আপনি কতটা একা!

আত্মীয়রা দূরত্ব রাখবে, বন্ধুরা আর ফোন ধরবে না,
স্ত্রী হয়তো মুখ ফিরিয়ে নেবে, এমনকি নিজের পরিবারও আপনাকে অবহেলা করবে।
তখন আপনার মুখের কথা, পরিশ্রম, মেধা — কিছুই আর মূল্য পাবে না।
মানুষ তখন শুধু আপনার "অর্থহীন অবস্থা"টাই দেখবে,
আপনার চরিত্র, সততা, ত্যাগ — সব যেন হারিয়ে যাবে টাকার নিচে চাপা পড়ে।

সম্মান, মর্যাদা, কথার দাম — সবকিছুই আজকাল টাকার সঙ্গে জড়িয়ে আছে।
আপনি ধনী হলে মানুষ আপনাকে জিনিয়াস বলে,
কিন্তু গরিব হলে সেই একই মানুষ আপনাকে ব্যর্থ বলে হাসে!
এই পৃথিবী কখনোই করুণার জায়গা না, এটা বাস্তবতার নিষ্ঠুর মঞ্চ —
যেখানে টাকাই নির্ধারণ করে আপনি কে, কতটা মূল্যবান,
আর আপনার কণ্ঠস্বর কতদূর শোনা যাবে।

তাই সময় থাকতে নিজের অবস্থান বদলাতে শিখুন।
অর্থ মানেই অহংকার নয় — অর্থ মানে স্বাধীনতা, সম্মান, বেঁচে থাকার নিরাপত্তা।
নিজেকে অক্ষম নয়, সক্ষম হিসেবে গড়ে তুলুন।
কারণ পৃথিবী কারো দুর্বলতা বোঝে না,
সে শুধু ফলাফল দেখে, আর ফলাফল গড়তে লাগে পরিশ্রম, ধৈর্য আর আর্থিক শক্তি।

আজকের সঠিক সিদ্ধান্ত, আজকের পরিকল্পনা, আজকের সংগ্রাম—
এগুলোই আপনার আগামীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।
কারণ অর্থই হয়তো সবকিছু না,
কিন্তু অর্থ ছাড়া "সবকিছু" টিকিয়ে রাখা অসম্ভব! 💔💪

Robi Ul Alam Hridoy

আমি যে বছর প্রেমে পড়লামসেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গ্যালো।আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।ফুলকে এমন রূপে পেয়েতাঁকে খ...
07/10/2025

আমি যে বছর প্রেমে পড়লাম
সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গ্যালো।
আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।
ফুলকে এমন রূপে পেয়ে
তাঁকে খুব করে ছুয়ে দিলাম।

এরপর সেই গোটা বছর যেতে না যেতেই
নেমে এলো বর্ষা
সেই যে বর্ষণ,
আজও থামলো না।
সব কিছু ভেঙে চুড়ে গেছে
আমি কেবল বাধটা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত,
সম্বল বলতে সেই ফুল, বসন্ত সেসব কিছু নেই
একটা ঘর আছে কেবল
সেখানে আমি ছাড়া আর কেউ নেই।

দোলনাটা নাবিলার জন্য কিনেছিলাম ৪ বছর আগে৷ দোকানি বলেছিলো যদি কখনও ফেরত দেন অর্ধেক দামে আমাদেরকে দিতে পারবেন। আজকে রাজশাহ...
07/10/2025

দোলনাটা নাবিলার জন্য কিনেছিলাম ৪ বছর আগে৷ দোকানি বলেছিলো যদি কখনও ফেরত দেন অর্ধেক দামে আমাদেরকে দিতে পারবেন।

আজকে রাজশাহী ছেড়ে দিলাম। নাবিলার মা এটা ফেরত দিতে বললো কারণ নাবিলা বড় হয়ে গেছে।

রিক্সা নিয়ে যাচ্ছিলাম। রিক্সাওয়ালা মামা বললেন বেতের এত সুন্দর জিনিস বিক্রি করবেন কেনো?

আমি বললাম বাচ্চা বড় হয়ে গেছে।
এটার আর দরকার নেই।

মামা বললেন কত টাকা পাইবেন বিক্রি করে। আমি বললাম যেখান থেকে কিনেছিলাম সেখানেই ব্যাক দিবো।

ওরা ১২৫০ টাকা দিবে। উনি বললেন মামা একটু দাড়ান বাড়িতে একটু কল করবো বউয়ের কাছে।

কল করে বলছে মনির জন্য একটা দোলনা কিনবো নাকি? ১২৫০ টাকা লাগবে, দোলনাটা খুবই সুন্দর।

ওপাস থেকে বলছে এত টাকাতো নেই। মামা ফোন কেটে এসে বলছেন আমার ১ মাসের একটা বাচ্চা আছে।

ওর জন্য নিতে চাইছিলাম কিন্তু এত টাকা নেই৷ আমি বললাম আমি আপনাকে দোলনাটা এমনিতেই দিবো, নিবেন?

এটা আপনার বাবুর জন্য উপহার দিলাম।

উনি বললেন আমি নিবো, আমার বাবু অনেক মজা করবে বলেই একটা সুন্দর হাসি দিলেন।

একজন বাবা তার সন্তানের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন।

একজন বাবা তার সন্তানের কাছে হিরো৷ সন্তানের প্রথম ভালোবাসা তার বাবা।

উনার মনের অনুভূতি আমি বুঝতাম না যদি নাবিলার জন্ম না হতো৷

©রিয়াদ হোসাইন

07/10/2025
06/10/2025
06/10/2025
06/10/2025

বিয়ে করার উপকারিতা হলো যা-ই করেন না কেন সব দোষ স্বামীর

06/10/2025

সাতক্ষীরা জেলায়, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করায়, জনগণ নিজ দায়িত্বে তাকে গ*ণধোলাই দিয়ে পুলিশের কাছে সপর্দ করা হয়💗☝️

🎉 Facebook recognized me as a top rising creator this week!
06/10/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Address

Badarkhali
Cox's Bazar
4742

Alerts

Be the first to know and let us send you an email when মুকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুকুট:

Share