Towfiq&Johara's Vlogs

Towfiq&Johara's Vlogs Simple person...simple life...

মানুষের থেকে দূরে থাকা ভালো। একা থাকা ভালো, মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই, মানুষ...
09/07/2025

মানুষের থেকে দূরে থাকা ভালো। একা থাকা ভালো, মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই, মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়..

তোমার সন্তানদের সঙ্গে ঘুমাও। যতদিন পারো একে অপরকে জড়িয়ে ধরো, এক চাদরের নিচে ভালোবাসায় ঢেকে রাখো—এই ভালোবাসায় আসক্ত হয়ে য...
09/07/2025

তোমার সন্তানদের সঙ্গে ঘুমাও। যতদিন পারো একে অপরকে জড়িয়ে ধরো, এক চাদরের নিচে ভালোবাসায় ঢেকে রাখো—এই ভালোবাসায় আসক্ত হয়ে যাওয়ার কিছু নেই।

সন্তানরা ছোট থাকে খুব অল্প সময়ের জন্য। একবার বড় হয়ে গেলে, তারা নিজ নিজ পথ খুঁজে নেবে, নিজের জায়গা তৈরি করবে।

তাদের বুকের সঙ্গে বুক মিলিয়ে ঘুমাও, এমনভাবে যেন তাদের নিঃশ্বাসও তুমি টের পাও। কারণ এর চেয়ে সুন্দর কিছু আর নেই।

এই শৈশবের দিনগুলো উপভোগ করো, তাদের সঙ্গটুকু ধরে রাখো। এমন করে ভালোবাসো যেন আজই পৃথিবীর শেষ দিন—কারণ কাল হয়তো তারা অনেক বড় হয়ে যাবে, আর তোমার মনে হবে—আরও একটু সময় পেলে হয়তো আরও জড়িয়ে ধরতে পারতাম..🥰🥰

কালেকটেড..

07/07/2025

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”
আমি তখন হাসি।
কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।

ওর ছোট্ট একটা হাসি — যেটা একপাশে একটু বেশি টানে,
চোখে আলো জ্বলে ওঠে আমাকে দেখলেই,
ঘুমানোর ভঙ্গিটাও এক— একটা হাত মাথার ওপরে তুলে রাখে, একদম ওর বাবার মতো।

অনেক সময় থমকে যেতে হয়,
ভাবি, এই ছোট্ট মানুষটার মধ্যে কতটা ওর বাবা বাস করে।

আর তখন,
মনে হয় যেন আবারও ওকে ভালোবাসার সুযোগ পেলাম—
এই ক্ষুদ্র, মিষ্টি, অপূর্ব রূপে।

ইস এতো বুদ্ধি যদি আগে পাইতাম রে ভাই জীবনে বহুত উপকার  হইতো....🤣🤣🤣🤣
05/07/2025

ইস এতো বুদ্ধি যদি আগে পাইতাম রে ভাই জীবনে বহুত উপকার হইতো....🤣🤣🤣🤣

সংসারের বয়স যত বাড়ে ততই যেন নিজেদের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন ঘটে...নিয়ম করে একসাথে সময় কাটানো হয় না,সময় করে বলা হয় ন...
01/07/2025

সংসারের বয়স যত বাড়ে ততই যেন নিজেদের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন ঘটে...নিয়ম করে একসাথে সময় কাটানো হয় না,সময় করে বলা হয় না ভালোবাসি, মনের অজান্তে বলা হয় না মিস করছি...কিন্তু কিন্তু কিন্তু এত কিছু পরিবর্তনের পরেও একটা বিষয় কখনো ভুল হয় না সেটা হলো নিয়ম করে ঝগড়া করা...সংসারের বয়স যদি ৫০ বছর ও হয় তারপরও এই নিয়মটা একি থাকবে বাকি সব ভেস্তে যাক...তারপরও বলবে স্বামী -স্ত্রীর সম্পর্ক সুন্দর...🤣🤣🤣🤣

👍👍
30/06/2025

👍👍

30/06/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

29/06/2025

মানুষের মন থেকে দোয়া পাওয়ার যোগ্যতা অর্জন করে মরতে পারাটাও শান্তির...

কঠিন সময়ে টিকে থাকতে জানলে জীবন একদিন উপহার হয়ে ফিরে আসবে...🌹🌹
26/06/2025

কঠিন সময়ে টিকে থাকতে জানলে জীবন একদিন উপহার হয়ে ফিরে আসবে...🌹🌹

With Towfiqul Islam – I just got recognized as one of their top fans! 🎉
26/06/2025

With Towfiqul Islam – I just got recognized as one of their top fans! 🎉

Address

West Pahartali
Cox's Bazar
4700

Telephone

+8801835378822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towfiq&Johara's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towfiq&Johara's Vlogs:

Share