Towfiq&Johara's Vlogs

Towfiq&Johara's Vlogs Simple person...simple life...

20/10/2025

মাঝে মাঝে আলু ভর্তা করমু তো নেওওওও... 😂😂😂😂😂😂

13/10/2025

মানুষ এত আগ্রহ নিয়ে বাঁচে কিভাবে? আমার ভেতর কিছুই নেই এখন,না আগ্রহ, না আশা,না প্রশ্ন। সকালে ঘুম ভাঙ্গে,রাতে ঘুমাই,বাকি সময় শুধুই কেটে যায়..!
জীবনের সঙ্গে আমার সম্পর্কটা এখন শুধু নীরব নিস্তব্ধ...প্রত্যাশা শূন্যের কোটায়...!!!

1000 times true lines... I can feel it
13/10/2025

1000 times true lines... I can feel it

09/10/2025

কারো থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ...আর সেটা হলো...আপনাকে তার আর প্রয়োজন নেই...

09/10/2025

যে জীবন ধংব্স হয়ে গেছে সে জীবন নিয়ে চিন্তা করতে হবে না কারন ধংব্সাত্বক জীবন শিখে গেছে কিভাবে ধংব্সস্তুপ থেকে বেরিয়ে আসতে হয় বরং যে জীবন টা সুন্দর আছে সেটা কিভাবে আরও বেশি সু্ন্দর করা যায় সেটা নিয়ে চিন্তা করাই উত্তম...

08/10/2025

কম বয়সে বেশি টাকা ইনকাম করে ফেললে পড়াশোনার প্রতি ঝোঁকটা কমে যায়, শৃঙ্খলাটা কমে যায়।

কেউ যখন প্রশংসা করে, আমি তাকে হেসে ধন্যবাদ দিই৷ সেই প্রশংসা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই৷ ওটা নিয়ে যে আত্মতৃপ্তিতে ভুগতে হবে, বা লোকজনের সামনে বলতে হবে, এমনটি করি না৷

সিগারেট খাওয়া মেয়ে কিংবা ছেলের ব্যাপার না, সিগারেট খাওয়াটাই খারাপ।

যতই বলি মানুষ কী ভাববে তোয়াক্কা করি না, তবে এই বয়সে এসে শিখেছি, সমাজে বসবাস করতে হলে মানুষকে তোয়াক্কা করতে হয়।

যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তারা ছেলেমেয়েদের ওপর স্বপ্ন চাপিয়ে দেয়।

সবচেয়ে কঠিন জব হচ্ছে মা হওয়া৷ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না, ট্রেনিং থাকে না৷ প্রত্যেকে এসে ফ্রীতে অনেক উপদেশ দেবে, যা সন্তানের জন্য ভালো নাও হতে পারে৷

আমি যেটা নিয়ে কথা বলি, একটা দল এর মধ্যে ভালো খোঁজে, একটা দল এর মধ্যে খারাপ খোঁজে।

আপনি যদি নিজেকে সম্মান করতে না জানেন, কেউ আপনাকে সম্মান করবে না৷

পৃথিবীটা শুধু মানুষের জন্য না৷ প্রাণীদের জন্যও৷ যে কোনো প্রাণীকে ভুগতে দেখলে দয়া করে চেষ্টা করবেন পাশে দাঁড়াতে৷

পড়ালেখা এমন একটা জিনিস, যেটা আপনার কাছ থেকে কখনো যাবে না৷ আপনি পেশাগত কাজ করেন, পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান৷ আপনি অবশ্যই উপকৃত হবেন৷

সারাক্ষণ ব্র্যান্ডের জিনিসপত্র না কিনে কিছু টাকা খরচ করে কোনো বিষয়ে কোর্স করতে পারাটা নিজের প্রতি বিনিয়োগ৷ স্কিল থাকলে জীবনে কাজে লাগবেই, আজ না হোক, কখনো না কখনো।

শুধুমাত্র ক্যারিয়ার যে কোনো মানুষের জন্য কিছু হতে পারে না৷ ক্যারিয়ারের থেকেও অনেক বেশি কিছু জীবনে আছে।

মোটিভেশন আপনাকে সফল করে না, ডিসিপ্লিন আপনাকে সফল করে৷

কঠোর পরিশ্রম করার উপকারিতা হলো, আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করবেন।

মানুষকে ছোট করে কথা বলে অনেকে আনন্দ পায়, আমার কখনোই ইচ্ছা নাই কাউকে ছোট করে কথা বলার৷
__________________
collected

Mom is always Wow...!!!
03/10/2025

Mom is always Wow...!!!

02/10/2025

যে সম্পর্কে যত কম কথা হয় সেটা ততটাই ফ্যাকাশে হয়ে যায়...

28/09/2025

জীবনে এখন আর কাউকেই মিস করি না একমাত্র ঘুম ছাড়া..একটা শান্তির ঘুম আসলেই খুব দরকার..কত বছর যে হয়ে গেলো শান্তির একটা ঘুম দেই না...

Address

West Pahartali
Cox's Bazar
4700

Telephone

+8801835378822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towfiq&Johara's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towfiq&Johara's Vlogs:

Share