27/09/2025
তমাল নামে একজন নির্ভীক বাংলাদেশী মানাসলু সামিট করে ফেলেছেন৷ তাকে অভিনন্দন জানাই।
মানাসলু (Manaslu) পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ।
🔹 উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)।
🔹 নামকরণ: “মানাসলু” শব্দটি সংস্কৃতের “মানস” (Manas) থেকে এসেছে, যার অর্থ আত্মা বা চেতনা। তাই একে “পর্বতের আত্মা” নামেও ডাকা হয়।
🔹 প্রথম আরোহণ: ১৯৫৬ সালের ৯ মে জাপানি অভিযাত্রী তোশিও ইমানিশি (Toshio Imanishi) ও নেপালি শেরপা গ্যালজেন নরবু (Gyalzen Norbu) প্রথম সফলভাবে মানাসলুর চূড়ায় ওঠেন।
🔹 কঠিনতা: মানাসলুকে প্রায়ই “কিলার মাউন্টেন” বলা হয়, কারণ এর দুর্গম পথ, তুষারধ্বসের ঝুঁকি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বহু পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে।