২৪ বছর

২৪ বছর আল্লাহ ও তারঁ রাসুল (স) কে ভালোবাসি।জীবনে যা করবো আল্লাহর জন্য।cute,sort,video,funny video,everyting

MB কিনার টাকা গুলো যদি জমা করতামআজকে আমি আইphone এর মালিক হতাম🌚🥱🥱
06/03/2025

MB কিনার টাকা গুলো যদি জমা করতাম

আজকে আমি আইphone এর মালিক হতাম🌚🥱🥱

23/02/2025
ওহে চক্ষু শীতল কারী,খুজি তোমায়
13/02/2025

ওহে চক্ষু শীতল কারী,খুজি তোমায়

খোশ নসিবের নসিবে,সিদ্দিকে আকবর আছে। সব কিছুতে আল্লহর সন্তুষ্ট করাই একমাত্র লক্ষ। আলহামদুলিল্লাহ।আমি গর্বিতএতো কিছুর জন্য...
29/01/2025

খোশ নসিবের নসিবে,সিদ্দিকে আকবর আছে।

সব কিছুতে আল্লহর সন্তুষ্ট করাই একমাত্র লক্ষ।

আলহামদুলিল্লাহ।
আমি গর্বিত
এতো কিছুর জন্য আল্লাহ আমাকে বেচে নিয়েছেন।
কিন্তু কখনো পথ ভ্রষ্ট করেন নি।

আমার জন্মের ১মাসের মধ্যে মা কে আল্লাহর কাছে নিয়ে গেছে, কিন্তু ১মাসের শিশু আমাকে দুনিয়াতে রেখে গেছেন,,
আল্লাহর পরিকল্পনা ছিলো তার কিছু অসহায় বান্দার উসিলা বানাবেন।

ঠিক সেই সময় আমাকে বাবা.. *. এমন ১ পরিবার উপহার দেই
যেখানে সবাই দৃষ্টি প্রতিবন্ধী ( ভাই, বোন)।

কিছু বছর পর নতুন বাবা মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়, ফলে.. যা হবার তাই🥹

খেয়ে, না খেয়ে, অযত্ন অবহেলায় বড় হই।
,
আর একটু বড় হতে মক্তবে যায়,
এর পর একটা আলিয়া মাদরাসায় ভর্তি করাই দেন। নিজে নিজে কি করে কি জানিনা, পড়া শুনা করছি,,আমার মাদরাসার শিক্ষক রা আমাকে কখনো কোন ফি এর জন্য তেমন চাপ দিতো না।
এটা আল্লাহর রহমত।

সাথে কত ভালো খারাপ অঘটন আর ঘটন মিলিয়ে ssc পাশ করলাম।

প্রতিবন্ধী ভাই , বোন ওরা হিফজ মাদরাসায় পড়তো,এখন ওরা কোরআনে হাফেজ।
সাথে আমিও চেষ্টা করে হিফজ সম্পন্ন করলাম।

এখন মা ও নানান রোগের ভুক্তভোগী রোগী, বাবার জটিল অবস্থা।

এই টুকু সময়ে যত কিছু সহ্য করেছি,।
আমি জানিনা, এতো ধৈর্য আল্লাহ আমার সম অন্য কাউকে দিছে কিনা,

যাদের কথা বললাম, তারা হলো- মামা,মামী+ ভাই,বোন।

বি:দ্র: বাবা,কখনো আমার প্রয়োজন অপ্রয়োজনের দায়িত্ব নেই নি।

এতো দুঃখ কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা করেছি,কখনো কোন মানুষের কাছে চাই নি।

পর্দার সাথে চলেছি,
যেন চলতে পারি।

এতো কিছু পরেও
🌚🌚 নিজের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।😍

আগে বলি, আলহামদুলিল্লাহএতো কিছুর জন্য আল্লাহ আমাকে বেচে নিয়েছেন।আমার জন্মের ১মাসের মধ্যে মা কে আল্লাহর কাছে নিয়ে গেছে,  ...
25/01/2025

আগে বলি, আলহামদুলিল্লাহ
এতো কিছুর জন্য আল্লাহ আমাকে বেচে নিয়েছেন।

আমার জন্মের ১মাসের মধ্যে মা কে আল্লাহর কাছে নিয়ে গেছে, কিন্তু ১মাসের শিশু আমাকে দুনিয়াতে রেখে গেছেন,,
আল্লাহর পরিকল্পনা ছিলো তার কিছু অসহায় বান্দার উসিলা বানাবেন।

ঠিক সেই সময় আমাকে বাবা.. *. এমন ১ পরিবার উপহার দেই
যেখানে সবাই দৃষ্টি প্রতিবন্ধী ( ভাই, বোন)।

কিছু বছর পর নতুন বাবা মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়, ফলে.. যা হবার তাই🥹

খেয়ে, না খেয়ে, অযত্ন অবহেলায় বড় হই।
,
আর একটু বড় হতে মক্তবে যায়,
এর পর একটা আলিয়া মাদরাসায় ভর্তি করাই দেন। নিজে নিজে কি করে কি জানিনা, পড়া শুনা করছি,,আমার মাদরাসার শিক্ষক রা আমাকে কখনো কোন ফি এর জন্য তেমন চাপ দিতো না।
এটা আল্লাহর রহমত।

সাথে কত ভালো খারাপ অঘটন আর ঘটন মিলিয়ে ssc পাশ করলাম।

প্রতিবন্ধী ভাই , বোন ওরা হিফজ মাদরাসায় পড়তো,এখন ওরা কোরআনে হাফেজ।
সাথে আমিও চেষ্টা করে হিফজ সম্পন্ন করলাম।

এখন মা ও নানান রোগের ভুক্তভোগী রোগী, বাবার জটিল অবস্থা।

এই টুকু সময়ে যত কিছু সহ্য করেছি,।
আমি জানিনা, এতো ধৈর্য আল্লাহ আমার সম অন্য কাউকে দিছে কিনা,

যাদের কথা বললাম, তারা হলো- মামা,মামী+ ভাই,বোন।

বি:দ্র: বাবা,কখনো আমার প্রয়োজন অপ্রয়োজনের দায়িত্ব নেই নি।

এতো দুঃখ কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা করেছি,কখনো কোন মানুষের কাছে চাই নি।

পর্দার সাথে চলেছি,
যেন চলতে পারি।

এতো কিছু পরেও
🌚🌚 নিজের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।😍

যদি এমন ভাবেন ২পয়সার মেয়ে না আবার এতো অহংকার।আপনাকেই বলছি,এটা অহংকার না।এটা আমার আত্মসম্মান।এটা আমার গায়রত।
09/01/2025

যদি এমন ভাবেন ২পয়সার মেয়ে না আবার এতো অহংকার।
আপনাকেই বলছি,এটা অহংকার না।

এটা আমার আত্মসম্মান।
এটা আমার গায়রত।

09/01/2025

💝💝💝

৬ মাস জমানো টাকা
09/01/2025

৬ মাস জমানো টাকা

মোরা ঝঞ্জার মত উদ্যাম
18/12/2024

মোরা ঝঞ্জার মত উদ্যাম

আমি পুরুষ কে দেখেছি!নিজের বউকে খারাপ বানিয়ে অন্যের বউদের সাথে সম্পর্ক স্থাপন করতে।আমি পুরুষ কে দেখেছি! ১০০% সুখী পরিবার...
17/12/2024

আমি পুরুষ কে দেখেছি!নিজের বউকে খারাপ বানিয়ে অন্যের বউদের সাথে সম্পর্ক স্থাপন করতে।

আমি পুরুষ কে দেখেছি! ১০০% সুখী পরিবার নিজের অথচ দুঃখ দুঃখ নাটক করে অন্যের বউদের মনোযোগ রপ্ত করতে।

আমি পুরুষ কে দেখেছি!বউয়ের সাথে সম্পর্ক ভালো না বলে বলে অন্যের বউদের নিয়ে বিছানা শেয়ার করতে।

আমি এমন পুরুষ কেও দেখেছি!যারা কিনা গোপনে বিয়ে করে বছরের পর বছর পরিবার কে অন্ধকারে রাখে।

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, অন্য নারীতে আসক্ত হতে!

-আমি পুরুষ কে দেখেছি! এক নারীকে অপেক্ষা করতে বলে, অন্য নারী কে বিয়ে করতে!

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে যেতে!

-কাউকে ভালোবাসা টা ভুল নয়! কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল!

জীবনে সবচেয়ে বড় ভুল বিয়ের সিদ্ধান্ত নিজে নিজে নেয়া।

😥

ডিয়ার আমি , যতটা সম্ভব তুমি ম্যাচিউর হয়ে ওঠো , যতটা তারাতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালবাসতে শিখো । দিন শেষে তোমার শূন্...
17/12/2024

ডিয়ার আমি ,
যতটা সম্ভব তুমি ম্যাচিউর হয়ে ওঠো , যতটা তারাতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালবাসতে শিখো । দিন শেষে তোমার শূন্যতাগুলো তোমার , তোমার কান্নাটা ও তোমার , তোমার জ্বর আসলেই নিজেকে তোমারই সামলাতে হয় । তোমার রাত জাগা গুলো তোমার , তাই যতটা সম্ভব নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো । তুমি যখন কাউকে ব্যাখ্যা দিতে যাও কেউ বুঝতে পারেনা । তুমি যখন কাউকে ভালবাসতে যাও তোমার মত করে তোমাকে কেহ ভালবাসে না । ডিয়ার আমি এই মুখোশের দুনিয়ায় সবাই মুখোশ পরে তাই নিজের রিয়েলিটি নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই ।
ডিয়ার আমি যে মানুষের কাছে তুমি যতটা এক্সপেকটেশন রাখবা সে মানুষটা তোমাকে ততটাই হতাশ করবে , ভেঙ্গে দিবে , তোমাকে কষ্ট দিবে । এ দুনিয়ায় এটাই নিয়ম । তাই সারাক্ষন জীবনের প্যারা না নিয়ে , শুধু নিজেকে সামান্য ভালবাসো । দিনশেষে তোমার একাকীত্বটাকেই ভালবাসো । এটাই জীবন ।

~মাসুমা ইসলাম নদী

আল্লাহ আমাদের কে হেফাজন্ত করুন, আমিন।সবাই আমিন বলে যান।
09/12/2024

আল্লাহ আমাদের কে হেফাজন্ত করুন, আমিন।
সবাই আমিন বলে যান।

09/12/2024

🥲🥲😅😅😇😳😳

বিবেকবান হিন্দু হলেও কথা বলতে পারা কথা।
28/11/2024

বিবেকবান হিন্দু হলেও কথা বলতে পারা কথা।

আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি( আল্লাহ) অবশ্যই লক্ষ করি।
27/11/2024

আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি( আল্লাহ) অবশ্যই লক্ষ করি।

27/11/2024

আমাদের তখন মনে হচ্ছিল, বিয়ে করতে চাই না।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ২৪ বছর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ২৪ বছর:

Share