
22/05/2025
কখনও কখনও আমারও ইচ্ছে করে, যারা আমাকে অসম্মান করে, তাদের প্রতি একইভাবে প্রতিদান দিই। কিন্তু যখন এক ধাপ পেছনে গিয়ে তাদের মানসিকতা, জীবনযাপন আর জীবন তাদের সঙ্গে কেমন আচরণ করছে তা দেখি, তখন বুঝতে পারি-এর কোনো প্রয়োজন নেই। তাদের সংগ্রাম, দৃষ্টিভঙ্গি, আর জীবন যেভাবে তাদের পরীক্ষা নিচ্ছে, সেটাই তাদের জন্য যথেষ্ট শাস্তি। কিছু জিনিস নীরবতাতেই জেতা সবচেয়ে ভালো।