Triangle Teknaf

Triangle Teknaf Assalamu Alaikum.We are dealing with hijab collection, handpaint dresses and any kind of art Crafts.

স্বামীর উচিৎ সর্বপ্রথম স্ত্রীর প্রয়োজনীয় জিনিস, আবদার গুলো আগে পূরণ করা।আপনার মা বাবাও আপনার থেকে পাওয়ার অধিকার রাখে।তবে...
23/06/2025

স্বামীর উচিৎ সর্বপ্রথম স্ত্রীর প্রয়োজনীয় জিনিস, আবদার গুলো আগে পূরণ করা।

আপনার মা বাবাও আপনার থেকে পাওয়ার অধিকার রাখে।তবে যদি আপনার বাবা বেঁচে থাকেন,ভাই-বোন বিবাহিত হয় তবে তাদের থেকে আপনার বউয়ের টা পূরণ করা বেশি গুরুত্বপূর্ণ।মায়ের জন্য বাবা আছে, বোনের জন্য তার স্বামী আছে, আর বিবাহিত ভাই তাকে আল্লাহ হাত পা দিয়েছে সে পরিশ্রম করে খাবে।বাবা মায়ের জন্য নির্দিষ্ট একটা এমাউন্ট প্রতি মাসে আলাদা করে রাখবেন।কিন্তু নিজের সংসারের জন্য না রেখে সম্পূর্ণ টাকা কখনোই অন্য কোথাও শেষ করে ফেলা চরম ভুল।মানুষকে সাহায্য করা ভালো কিন্তু নিজের পকেট খালি করে নয়।

মনে রাখবেন, আপনার মায়ের স্বামী আছে, বোনের স্বামী আছে, আপনার স্ত্রীর কিন্তু শুধু আপনিই আছেন।মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর থেকেই সবকিছু পাওয়ার দাবিদার, বাবা, ভাইয়ের থেকে নিলে অবশ্যই আপনি ছোট হয়ে যাবেন।

কিছু পুরুষ বোনের বিয়ে হয়ে যাওয়ার পরেও আগে বোনের সংসারের জন্য, মায়ের সংসারের জন্য টাকা খরচ করে বউকে অভাব দেখায়,অপেক্ষায় করায়।এটা কিন্তু কোনোভাবেই সঠিক নয়।এক দুই মাস বা হঠাৎ সমস্যা হলে মা ভাই বোন সবার প্রয়োজনেই পাশে থাকা টা দায়িত্ব তবে প্রত্যেক মাসেই তাদের পেছনে খরচ করে,বউকে বঞ্চিত করা টা মোটেও উচিৎ না।

একটা মেয়ে আপনার জন্য কতকিছুই সেক্রিফাইস করে, এর মানে এই নয় যে আপনি শুধু তাকে অপেক্ষা করাবেন,তার ক্ষেত্রেই লাস্ট প্রায়োরিটি দিবেন।

প্রত্যেক টা মেয়ের কিছু শখ থাকে নিজের সংসার টা গুছানোর,প্রয়োজনীয় জিনিস গুলো দিয়ে ঘর পরিপূর্ণ করার।অন্য খাতে টাকা নষ্ট করে আপনি আপনার স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না।

আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়,আপনার যত্ন নেয়,আপনার জন্য সবকিছুই করে, আপনারও তো উচিৎ তাকে সময় দেয়া,ঘুরতে নিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় সব কিনে দেয়া!

[লেখা টা তাদের জন্য যারা কখনোই বউয়ের দায়িত্ব ঠিক মত পালন করে না।]
©

23/06/2025

"যারা ঠাণ্ডা মাথায় কাউকে কষ্ট দেয়, তাদের সাইকোলজিটা জানতে ইচ্ছা হয় মাঝে মাঝে। একটা মিথ্যা বলতে গেলে যেমন গলাটা কেঁপে ওঠে, ওদের গলা একটুও কাঁপে না কেন?

একটা অন্যায় করতে গেলে যেমন বুকটা ধড়ফড় করে, ওদের হৃদপিণ্ডটা অমন স্বাভাবিক থাকে কিভাবে?

কিংবা ধরেন, ভীষণ লোভ করতে গেলে যেমন দ্বিধায় আটকে যায় সবাই, ওদের মনে এক বিন্দু দ্বিধা হয় না কেন?

আমার জানতে ইচ্ছা হয়, ঠিক কতটা অকৃতজ্ঞ হলে কেউ নিঃসংকোচে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যায়? ঠিক কতটা অমানুষ হলে কেউ নিরপরাধ একটা মানুষকে নিজ হাতে নিঃশেষ করে দেয়?

আমি প্রশ্ন করে গেছি কেবল। কখনো উত্তর পাই নি।

পৃথিবীর মানুষগুলোকে আমার নির্দ্বিধায় বিশ্বাস করার কথা ছিলো, চোখ বুজে ভালোবাসতে পারার কথা ছিলো। অথচ দিনশেষে মানুষগুলোকে আমি কেবল ভয়ই পেয়ে গেলাম।

আমি জানিনা, ভালো মানুষ কাকে বলে, খারাপ মানুষ কাকে বলে। কিন্তু দয়া করে কখনো এমন মানুষ হইয়েন না যেন আপনার সাথে দেখা হওয়ার পর কেউ স্রষ্টার কাছে আফসোস করে বলে, "খোদা! এই ক্ষুদ্র জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলেই বোধহয় ভালো হতো!"

23/06/2025

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -
ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই ,

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না। তার কোন বন্ধু -বান্ধব থাকবে না। থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে, নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে, তাতে স'ম'স‍্যা নেই।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না। যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাঁধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে। নিজে যতই মানসিক স'ম'স‍্যা থাকুক, জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভু'লে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না, পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা স'ম'স‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।

আসলে বাংলাদেশের কিছু পুরুষ, চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে। মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক। তার চাহিদা পূরন করা অবশ‍্যক। সে যদি আপনার সংসারে কাজ না করে, নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই। অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কা'টা'র মতন ব‍্যাপার নিয়ে খু%&"ন করে ফেলে। নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন। এর চেয়ে বড় ভ'ন্ডা'মী আর কি হতে পারে?

আজকাল প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি।হুট করে রাগ এসে ভর করে😠 আবার একটু পর'ই বিষন্নতা চেপে ধরে, খুব কান্না পায়😞এই যে মি...
09/06/2025

আজকাল প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি।

হুট করে রাগ এসে ভর করে😠
আবার একটু পর'ই বিষন্নতা চেপে ধরে, খুব কান্না পায়😞
এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত। জানিনা কী হয়েছে
শুধু জানি,
আমি আগ্রহ হারাচ্ছি!

ধীরে ধীরে….. সব কিছুর উপর থেকে

কিছু মানুষ তার প্রিয়জনকে পেতে গিয়ে। পৃথিবীতে  নিজের শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলে🙃 সবার আলোচনা সমালোচনার মুল কেন্দ্রবিন্দু হ...
09/06/2025

কিছু মানুষ তার প্রিয়জনকে পেতে গিয়ে। পৃথিবীতে নিজের শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলে🙃
সবার আলোচনা সমালোচনার মুল কেন্দ্রবিন্দু হয়।
ওই হতভাগ্য মেয়ে😅

উনিই সেই ভাইরাল আমের যার ঘটনা সবার জানাঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আ...
09/06/2025

উনিই সেই ভাইরাল আমের যার ঘটনা সবার জানা

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।_
ড. Abubakar Muhammad Zakaria হাফিঃ

আপনি মানুন আর না মানুন আপনার জীবনে যে কোন মুহূর্তেই ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে সেজন্যই কোথায়? কিভাবে? টাকা খরচ করব...
09/06/2025

আপনি মানুন আর না মানুন আপনার জীবনে যে কোন মুহূর্তেই ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে সেজন্যই কোথায়? কিভাবে? টাকা খরচ করবেন সেটা মাথায় রাখতে হবে। বিয়ে, জন্মদিন লোক দেখানো অনুষ্ঠানগুলো বড়ো আকারে করবেন না। বহু মধ্যবিত্ত মানুষের যে ইনকাম হয় তা দিয়ে ছেলে মেয়ে দের লেখাপড়ার খরচ, বাজার খরচ বাদেও তারা যে সঞ্চয়টা করে রাখে দেখা গেল সেটা দিয়ে ছেলে মেয়ে দের বিশাল আকারে বিয়ের অনুষ্ঠান করে ফেলল। কিন্তু যেটা তাদের করা উচিত ছিল না। বিয়ের অনুষ্ঠান বিশাল আকার না করে ছোট করে করলেও পারেন এতে আপনার টাকা বেঁচে যেতো আবার সামাজিকতা ও রক্ষা হতো।
এখন এমন একটা যুগ যেখানে মানুষকে খাইয়ে আপনি কখনো তাদের কাছে ভালো হতে পারবেন না! খাওয়াবেন আরো আপনার বদনাম করবে।
তার চেয়ে ভালো আপনার সঞ্চয় যদি থাকে তাহলে আপনি একদিন ভালো কিছু করতে পারবেন। সন্তানের একটা ভবিষ্যৎ হবে অথবা নিজের কোন ভবিষ্যৎ।
আপনি হয়তো ভাবতে পারেন নিজের আবার কি ভবিষ্যৎ?!
সবই তো সন্তানের জন্যই 🙂
কিন্তু মাথায় রাখবেন,
সন্তান আপনাকে সব সময় কিন্তু দেখবে না, কখন দেখবে জানেন? যখন আপনার কোন সম্পদ অথবা ব্যাংক ব্যালেন্স থাকবে তখনই আপনার সন্তান আপনার কথা মনে করবে, আপনার যত্ন নিবে🙂
কিন্তু আপনি নিঃস্ব হন, আপনার দিকে ফিরেও তাকাবে না!!
এটাই বাস্তব সত্য 🙂
সেজন্যই বলি আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার সম্পদ আপনার কাছেই রাখুন।
সন্তানকে নিজে কিছু করার উৎসাহিত করুন এবং তাকে মেন্টালি সাপোর্ট দিয়ে অথবা অর্থ দিয়ে সাপোর্ট করতে পারেন। কিন্তু সেটা পরবর্তীতে আপনাকে ফিরিয়ে দিতে হবে সেটা তাকে বুঝিয়ে দিন।
নইলে সন্তান সিরিয়াস ভাবে কাজে মন দিবে না😐
এতে হয়তো সন্তান আপনার পরে মনঃক্ষুণ্ণ হতে পারে যদিও এটা সাময়িক। কিন্তু আপনাকে তার বোঝানো উচিত অর্থ এমন একটা জিনিস যেটা কোন সম্পর্ক মানে না। অর্থ একটা মূল্যবান সম্পদ।
এটা থেকে আপনার সন্তান ভালো কিছুই শিখবে এবং ঋণ শোধ করার ব্যাপারে তার মাথায় একটা তাড়া কাজ করবে। যেভাবেই হোক ব্যবসাটা উন্নতি করার চেষ্টা করবে এবং আপনার ঋণ শোধ করার ইচ্ছা পোষণ করবে। এটা আপনার সন্তানের জন্য ভালই হবে তার একটা দায়িত্ববোধ চলে আসবে।



তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—বরং...
07/06/2025

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।
বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—
বরং সে যেভাবে প্রতিটা কাজে চেষ্টা করে,
তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, সেটাই সবচেয়ে বড় জিনিস।

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হাজবেন্ডের ভূমিকাএকটি সংসার শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি ভালোবাসা, সম্মান...
01/06/2025

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হাজবেন্ডের ভূমিকা

একটি সংসার শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার এক অপূর্ব জগৎ। একজন স্বামীর পক্ষ থেকে সম্পর্ককে সুন্দর রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে:

১. বোঝার চেষ্টা:
স্ত্রী কী অনুভব করছে, তার শারীরিক-মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা।

২. শ্রদ্ধা:
মতামতের পার্থক্য হলেও স্ত্রীকে ছোট না করে সম্মান দিয়ে কথা বলা।

৩. সাহায্য করা:
বাচ্চা, ঘর বা নিজের কোনো দায়িত্বে স্ত্রীর পাশে দাঁড়ানো।

৪. প্রশংসা করা:
একটা সুন্দর শব্দ বা ছোট্ট একটা ধন্যবাদ দিনের ক্লান্তি দূর করে দিতে পারে।

৫. সময় দেওয়া:
কাজের ব্যস্ততার মাঝেও কিছু সময় শুধু স্ত্রীর জন্য বরাদ্দ রাখা।

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে ওয়াইফের ভূমিকা

একটি সফল দাম্পত্য জীবনের পেছনে একজন স্ত্রীর ভালোবাসা, ধৈর্য ও যত্নের অবদান অনস্বীকার্য। স্ত্রী হিসেবে কিছু দায়িত্ব সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে:

১. সম্মান দেওয়া:
স্বামীর ছোট ছোট চেষ্টাকে মূল্যায়ন করা, ভুল হলেও হেয় না করা।

২. ধৈর্য রাখা:
বুঝতে চেষ্টা করা—সবকিছু সবসময় নিজের মতো হবে না।

৩. যত্ন নেওয়া:
স্বামীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখা।

৪. ভালোবাসা প্রকাশ করা:
ভালোবাসা মনেই লুকিয়ে রাখলে হবে না, মাঝেমধ্যে প্রকাশ করাও দরকার।

৫. দায়িত্ব ভাগ করে নেওয়া:
ঘর সামলানো হোক বা আর্থিক দায়িত্ব—যেখানে প্রয়োজন সেখানেই সঙ্গী হওয়া।

শেষ কথা:
সংসার মানেই একসাথে পথচলা—কখনও রোদ, কখনও বৃষ্টি। আর সেই পথ সহজ হয় যখন দুটি মন একসাথে, ভালোবাসায়, সম্মানে ও সহনশীলতায় জড়িয়ে থাকে।

30/05/2025

শুধু “বাবা” নামে পরিচিত হলেই কেউ প্রকৃত বাবা হয়ে যান না।
একজন সন্তানের জীবনে সত্যিকারের বাবার প্রয়োজন —
যিনি হবেন তার আশ্রয়, ভরসা, আর নিঃশর্ত ভালোবাসার জায়গা।

👨‍👧‍👦 বাবা মানে শুধু আয়-রোজগার নয়।
বাবা মানে এমন একজন, যিনি ক্লান্ত দিন শেষে
সন্তানকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে বলতে পারেন, “ভয় নেই, আমি আছি।”

একজন ভালো বাবা সবসময় পাশে থাকেন —
শুধু উৎসব বা আনন্দে নয়,
দুঃখের রাতে, দুশ্চিন্তার ভোরে, কিংবা ভেঙে পড়া মুহূর্তেও।

❌ যিনি নিজের অহংকার, রাগ বা স্বার্থের জন্য পরিবারকে দূরে ঠেলে দেন —
তিনি কখনোই সন্তানের চোখে নায়ক হয়ে উঠতে পারেন না।

✅ সন্তান এমন একজন বাবাকেই চায়,
যিনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে, বোঝেন না বললেও,
আর থাকেন একান্ত নির্ভরতার মতো — নীরব ছায়ার মতো।

ব্যপারটা হচ্ছে এমন;নিজেকে কারো কাছে ‘Available' করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দ...
30/05/2025

ব্যপারটা হচ্ছে এমন;
নিজেকে কারো কাছে ‘Available' করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিবে, ঠিক তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দিবে!

সে ডাকলেই তুমি সাড়া দাও, তার একাকিত্বে তুমি তাকে সঙ্গ দাও। যত ব্যস্তই থাকো না কেন, তার প্রতিটা মেসেজের উত্তর তুমি খুব ফাস্ট রিপ্লাই করো। মোট কথা, তোমায় সে চাইলেই পাচ্ছে যখন তার প্রয়োজন হচ্ছে। এরপর দেখবে, সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে! তার প্রতি তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে। তারপর তুমি দিনদিন তার প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে যাবে! আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি!

দেখবেঃ
তোমার খারাপ লাগা মূহুর্তে সে নেই! তার সময়ের বড্ড অভাব তোমার বেলায়, তোমার ভীষণ একা লাগতেছে কিন্তু তুমি তাকে বলতে পারছো না–বুঝাতে পারছো না! সে তোমার কাছে নিজেকে Available করেনি বলেই তুমি তাকে নিজ প্রয়োজনে পাবে না।

তুমি তার বেলায় Available, কিন্তু সে তোমার বেলায় Available না! ব্যপারটা ঠিক কেমন হয়ে গেলো না?

যে মানুষটা তোমাকে প্রায়োরেটি দেয়, সেই মানুষটাকে তুমিও প্রায়োরিটি দাও। যে মানুষটা তোমার জন্য Available, তার কাছেই নিজেকে Available করে দাও। পরস্পর পরস্পরকে যখনই চাচ্ছো, পেয়ে যাচ্ছো।

দেখবে, জীবন থেকে একাকিত্ব, বিষন্নতা সব দূর হয়ে যাবে।মন ভালো থাকবে, সেই সাথে সম্পর্কও মধুর হবে।

কিন্তু যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে নিজেকে Available করে দেয়নি, বরং তুমি তার জন্য Available হয়ে গেছো, সেই মানুষটা তোমাকে শুধু যন্ত্রণাই দিবে! অভিযোগ করতে পারবে না, পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে খুব সুনিপুণ ভাবে বুঝিয়ে দিবে। অথচ তুমি তোমার মনটাকে বুঝাবো কি করে? উত্তর আছে?

You Must to be available for this person, who wanted you badly & Who also available for you.

যাকে তুমি তোমার প্রয়োজনে, খারাপ লাগা মূহুর্তে পাচ্ছোই না,তার সাথে ভালো থাকা? প্রশ্নই আসে না।

ভালোবাসা মানেই শুধু নিজে ভালো থাকা নয়, অপর পাশের মানুষটাও ভালো আছে কিনা; তা নিয়েও ভাবতে হয়। যে মানুষটা নিজেকে তোমার জন্য Available করে দিয়েছে, নিজেকে উজাড় করে দিয়েছে,তার কাছে নিজেকে ছেড়ে দাও। ভালো থাকবে।

আর যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে তোমায় দূরে সরিয়ে রাখে, তার কাছে Available হওয়াটা বাদ দিয়ে দাও। তার মতো তোমার সময়েরও মূল্য আছে, এই ব্যস্তময় পৃথিবীতে নিজের মূল্যবান 'সময়' ভুল মানুষের পিছনে ব্যয় না করে, সঠিক মানুষের পিছনেই ব্যয় করো।

নিজের Weight নিজেকেই ধরে রাখতে হয়। আর এটা ইগো নয়, এটা তোমার আত্মসম্মানবোধ। যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটেফোঁটারও মূল্য নেই, তার কাছে নিজেকে উজাড় করে দেয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি।

Address

Teknaf
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Triangle Teknaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share