
23/06/2025
স্বামীর উচিৎ সর্বপ্রথম স্ত্রীর প্রয়োজনীয় জিনিস, আবদার গুলো আগে পূরণ করা।
আপনার মা বাবাও আপনার থেকে পাওয়ার অধিকার রাখে।তবে যদি আপনার বাবা বেঁচে থাকেন,ভাই-বোন বিবাহিত হয় তবে তাদের থেকে আপনার বউয়ের টা পূরণ করা বেশি গুরুত্বপূর্ণ।মায়ের জন্য বাবা আছে, বোনের জন্য তার স্বামী আছে, আর বিবাহিত ভাই তাকে আল্লাহ হাত পা দিয়েছে সে পরিশ্রম করে খাবে।বাবা মায়ের জন্য নির্দিষ্ট একটা এমাউন্ট প্রতি মাসে আলাদা করে রাখবেন।কিন্তু নিজের সংসারের জন্য না রেখে সম্পূর্ণ টাকা কখনোই অন্য কোথাও শেষ করে ফেলা চরম ভুল।মানুষকে সাহায্য করা ভালো কিন্তু নিজের পকেট খালি করে নয়।
মনে রাখবেন, আপনার মায়ের স্বামী আছে, বোনের স্বামী আছে, আপনার স্ত্রীর কিন্তু শুধু আপনিই আছেন।মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর থেকেই সবকিছু পাওয়ার দাবিদার, বাবা, ভাইয়ের থেকে নিলে অবশ্যই আপনি ছোট হয়ে যাবেন।
কিছু পুরুষ বোনের বিয়ে হয়ে যাওয়ার পরেও আগে বোনের সংসারের জন্য, মায়ের সংসারের জন্য টাকা খরচ করে বউকে অভাব দেখায়,অপেক্ষায় করায়।এটা কিন্তু কোনোভাবেই সঠিক নয়।এক দুই মাস বা হঠাৎ সমস্যা হলে মা ভাই বোন সবার প্রয়োজনেই পাশে থাকা টা দায়িত্ব তবে প্রত্যেক মাসেই তাদের পেছনে খরচ করে,বউকে বঞ্চিত করা টা মোটেও উচিৎ না।
একটা মেয়ে আপনার জন্য কতকিছুই সেক্রিফাইস করে, এর মানে এই নয় যে আপনি শুধু তাকে অপেক্ষা করাবেন,তার ক্ষেত্রেই লাস্ট প্রায়োরিটি দিবেন।
প্রত্যেক টা মেয়ের কিছু শখ থাকে নিজের সংসার টা গুছানোর,প্রয়োজনীয় জিনিস গুলো দিয়ে ঘর পরিপূর্ণ করার।অন্য খাতে টাকা নষ্ট করে আপনি আপনার স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না।
আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়,আপনার যত্ন নেয়,আপনার জন্য সবকিছুই করে, আপনারও তো উচিৎ তাকে সময় দেয়া,ঘুরতে নিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় সব কিনে দেয়া!
[লেখা টা তাদের জন্য যারা কখনোই বউয়ের দায়িত্ব ঠিক মত পালন করে না।]
©