coxs24.com

coxs24.com এটা একটা নিউজ পোর্টাল। নিত্যনৈমিত্তিক খবর ছাপা এটার মুল লক্ষ্য।

যুবকের মরাদেহ উদ্ধারডেক্স রিপোর্ট ককসবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা বড়ুয়া পাড়া নিজ বাড়ি থেকে নয়...
27/04/2025

যুবকের মরাদেহ উদ্ধার
ডেক্স রিপোর্ট
ককসবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা বড়ুয়া পাড়া নিজ বাড়ি থেকে নয়ন বড়ুয়া ( ১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতি বার রাতে নিজের রুমের দরজা বন্ধ করে ঘুমান নয়ন বড়ুয়া।সকালে যথা সময়ে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোন রেসপন্স না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভেঙে রুমে প্রবেশ করে দেখেন তার মরদেহ ফ্যানের সাথে ঝুলানো।

মৃত নয়ন বড়ুয়া ঐ এলাকার মৃত মিতন বড়ুয়ার ছেলে। তার স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী বলেন- সংবাদের ভিত্তিতে ঘটনা স্হলে একটা টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

বন্ধের দিনে ও অভিযান  থেমে নেই।ডেস্ক নিউজরামুতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ...
25/04/2025

বন্ধের দিনে ও অভিযান থেমে নেই।
ডেস্ক নিউজ
রামুতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৫ এপ্রিল শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আজ দিনব্যাপী অভিযান পরিচালিত হয় ঈদগড়, গর্জনিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে।
উপজেলা সদর থেকে এসব এলাকা দূরবর্তী হওয়ায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারী চক্রগুলো প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে প্রশাসনের সক্রিয় তৎপরতায় আজকের অভিযানে ৩নং ওয়ার্ডের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়া এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।এছাড়া ৭নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে একটি ডাম্পার ট্রাক জব্দ করে সেটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় থোয়াঙ্গাকাটা স্টেশনের পাশ থেকে ৬,০০০ ঘনফুট অবৈধ বালি জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকায় স্পট নিলামে বিক্রয় করা হয়। এছাড়া ব্যক্তিগত খতিয়ানের জমি থেকে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে একটি এক্সকাভেটর মেশিনের ২টি ব্যাটারি জব্দ করা হয়। কাউয়ারখোপ ইউনিয়নে ব্যক্তিগত খতিয়ানের জায়গা থেকে মাটি কাটার কাজ বন্ধ করা হয় এবং আরেকটি এক্সকাভেটরের ২টি ব্যাটারি জব্দ করা হয়।

এসিল্যান্ড বলেন, “মা, মাটি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জনগণকেও সচেতন হতে হবে। যে যেখানে আছেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখুন। সবাই মিলে এগিয়ে এলে আমরা পারবো আমাদের প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।"

25/04/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পরম শ্রদ্বেয়া মাতা ও নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী, সাবেক সংসদ সদস্য জনাবা ছালেহা খানম গতকাল রাত ১০.২০ মিনিটের সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি........রাজেউন) ।

আজ আসরের নামাজের পর বাহারছড়া গোল চত্বর মাঠ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর মরহুমার গ্রামের বাড়ী পোকখালী গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

22/04/2025
উচ্ছেদ আতংকে  মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত রামু প্রতিনিধি ককসবাজার জেলার রামু থানার রশিদ নগর ইউনিয়নে বালি পাহাড় নামক স্হ...
22/04/2025

উচ্ছেদ আতংকে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
রামু প্রতিনিধি
ককসবাজার জেলার রামু থানার রশিদ নগর ইউনিয়নে বালি পাহাড় নামক স্হানে ২২ এপ্রিল দুপুর ১ টার সময়
মাদ্রাসা ছাত্র নারী- পুরুষ সহ গ্রাম বাসী সমন্বয়ে এই মানব বন্ধনের আয়োজন করে।খাস জমি থেকে তাদেরকে উচ্ছেদ আতঙ্কে উক্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতন্ক ছড়িয়ে পড়ে।এতিম খানা তো নয়- শুধু ইট পাথর, ওখানেই তো মানুষ গড় স্বপ্নের ঘর,ভাঙ্গোনা আশ্রয়, গড়ো সহানুভুতির পথ,দয়া ভালোবাসা হোক মানবতার শপথ,এই স্লোগানে আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেন আমরা ১৫/২০ বছর ধরে বিভিন্ন গ্রামে নদী ভাঙ্গনে সর্বস্হ হারিয়ে সরকারী বালু পাহাড়ে এসে খাস জমিতে বসবাস শুরু করি ।
বিভিন্ন জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগীতায় মানবিক কারনে এখানে রাস্তাঘাট,বিদ্যুতায়ন সহ নানা উন্নয়ন হয়েছে। এখানে বর্তমানে তিনশতাধিক পরিবারের দেড় হাজার মানুষের বসবাস,গ্রাম কেন্দ্রীক গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, মসজিদ,কবর স্হান ইত্যাদি প্রতিষ্ঠান।
হঠাৎ ফুটবল স্টেডিয়াম করার কথা বলে প্রশাসন আমাদের কে উচ্ছেদের কথা বলছে।আমরা এখন যাবো কোথায়?বক্তব্য রাখেন সমাজ পরিচালনা কমিটির সভাপতি মুবিনুর রহমান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুত আলম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

রামুতে দোকানে দুর্ধর্ষ চুরি এ এইচ এম জয়নাল আবেদীন। রামু উপজেলার বাইপাস ব্রিজ সংলগ্ন হোসেন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে চুরির ঘ...
21/04/2025

রামুতে দোকানে দুর্ধর্ষ চুরি
এ এইচ এম জয়নাল আবেদীন।
রামু উপজেলার বাইপাস ব্রিজ সংলগ্ন হোসেন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে চুরির ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল সকাল ৬ টা ৪০ মিনিটে দোকানে লাগানো তিনটি তালা ভেঙে চুরের দল ভিতরে প্রবেশ করে। ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল ও ৩০ হাজার ক্যাশ টাকা নিয়ে গেছে।
হোসেন ইন্জিনিয়াররিং ওয়ার্কশপের স্বত্ত্বাধীকারী জনাব লুৎফর রহমান বলেন আমার দোকান থেকে ১ লক্ষ ৫০ টাকার মালামাল ও ৩০ হাজার টাকা নগদ অর্থ নিযে গেছে।দিনের আলোতে এই রকম ঘটনা খুবই দুংখজনক।বিশেষ করে রামু বাইপাসে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পেয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।দিন দুপুরে যদি এই রকম চুরির ঘটনা সংগঠিত হয় তাহলে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়?
বিশিষ্ট ব্যবসায়ী ও জামাত নেতা সৈয়দ সোহারাব হোসেন বলেন- আমি পৌনে ৬ টার দিকে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসলে দেখি, রামু উপজেলা নতুন ভবনের রাস্তার অপর পার্শ্বে জানু মিস্ত্রির ওয়ার্কশপের ঐ দিক থেকে একটি শর্ট বডির টয়েটা সিলভার কালার গাড়ি দ্রুত বের হয়।গাড়িটি খাদ্য গুদামের পশ্চিম পার্শ্বে লুৎফর মিস্ত্রির দোকানের সামনে গিয়ে দাড়ায় এবং গাড়ি থেকে ৩ জন নেমে এদিক ওদিক থাকাতে থাকে।বিষয়টি সন্দেহ হওয়ায় দোকানের মালিক লুৎফর রহমানকর ফোন করি।৪বার ফোন করার পরে ও তিনি ফোন না ধরাতে আমি আমার কাজে তেচ্ছিপুল চলে য়ায়।কাজ শেষে ৮ টার দিকে দোকান মালিক লুৎফর রহমান কে ফোন দিয়ে উনি এসে দেখেন দোকানে তালা ভাঙা। প্রায় ১লাখ ৫০ হাজার টাকার মালামাল ও ক্যাশে থাকা ৩০ হাজার টাকা নিয়ে গেছে।
স্হানীয় ব্যবসায়ীরা এই চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন।আইন শৃঙ্খলা বাহিনীকে আর ও তৎপর হতে হবে বলে জানান দোকান মালিক লুৎফর রহমান চুরির ঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

তেচ্ছিপুল নিবাসী মৃত কবির আহমদের বড় ছেলে সৌদিআরব প্রবাসী মোস্তাক আহমেদ (ড্রাইভার) সৌদিআরব এ হসপিটালে চিকিৎসারত অবস্হায় ম...
21/04/2025

তেচ্ছিপুল নিবাসী মৃত কবির আহমদের বড় ছেলে সৌদিআরব প্রবাসী মোস্তাক আহমেদ (ড্রাইভার) সৌদিআরব এ হসপিটালে চিকিৎসারত অবস্হায় মৃত্যুবরন করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রামু সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাছানুল ইসলাম এর যোগদান।
21/04/2025

রামু সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাছানুল ইসলাম এর যোগদান।

Address

Cox's Bazar
RAMU,4730

Alerts

Be the first to know and let us send you an email when coxs24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to coxs24.com:

Share

Category