25/03/2024                                                                            
                                    
                                                                            
                                            প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ 
গত ২৩ মার্চ ২৪ ইং কক্সবাজারের স্থানীয় এক পত্রিকায় 'ডিবি পুলিশের নামে টাকা নেন আকাশ' শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।এমন কাল্পনিক মিথ্যা সংবাদে আমি বিব্রত।এমন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি চ্যালেঞ্জ করছি যে, আমি ডিবি পুলিশের নাম দিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছি এমন প্রমান দেখাতে পারলে সেচ্চায় কারাবরণ করবো।আমি এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে, আমি একজন সাধারণ ঘরে জন্ম নেওয়া নিরীহ খেটে খাওয়া পরিশ্রমী লোক হই। আমার বাবা একজন এ শহরের পরিচিত বাবুর্চি। আমি ও আমার বড় ভাই পৈত্রিক পেশাকে আগলে ধরে ছোট বেলা থেকে আজ অবধি বাবুর্চি পেশায় জড়িত রয়েছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে স্থানীয় ডিবি পুলিশের মেচ এ রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করছি৷কিছু অসাধু ব্যক্তিদয় আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেয় করার চেষ্টা করা হয়েছে।এমন আজগুবি গল্প কাহিনীতে ভরপুর মিথ্যা সংবাদটিতে আইন শৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদ কারী
মোঃ আকাশ (বাবুর্চি)
পিতা মোঃ কাসেম (বাবুর্চি)
বৈদ্যঘোনা, পৌরসভা কক্সবাজার।