Bangladesh Braking News BBN

Bangladesh Braking News BBN উন্নয়ন দুর্নীতি আর অনিয়ম যেখানে সেখাই আমরা।

04/07/2024

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেতৈয়া বাজার ও জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়ক লাগোয়া ৫+৩ গন্ডার (দু'টি প্লট) (রেজিঃ) নিষ্কণ্টক জমি বিক্রি করা হবে।
আর্জেন্ট প্রকৃত ক্রেতারা যোগাযোগ করুন
01760110666.

01/06/2024
প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ গত ২৩ মার্চ ২৪ ইং কক্সবাজারের স্থানীয় এক পত্রিকায় 'ডিবি পুলিশের নামে টাকা নেন আকাশ' শিরো...
25/03/2024

প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ

গত ২৩ মার্চ ২৪ ইং কক্সবাজারের স্থানীয় এক পত্রিকায় 'ডিবি পুলিশের নামে টাকা নেন আকাশ' শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।এমন কাল্পনিক মিথ্যা সংবাদে আমি বিব্রত।এমন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি চ্যালেঞ্জ করছি যে, আমি ডিবি পুলিশের নাম দিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছি এমন প্রমান দেখাতে পারলে সেচ্চায় কারাবরণ করবো।আমি এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে, আমি একজন সাধারণ ঘরে জন্ম নেওয়া নিরীহ খেটে খাওয়া পরিশ্রমী লোক হই। আমার বাবা একজন এ শহরের পরিচিত বাবুর্চি। আমি ও আমার বড় ভাই পৈত্রিক পেশাকে আগলে ধরে ছোট বেলা থেকে আজ অবধি বাবুর্চি পেশায় জড়িত রয়েছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে স্থানীয় ডিবি পুলিশের মেচ এ রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করছি৷কিছু অসাধু ব্যক্তিদয় আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেয় করার চেষ্টা করা হয়েছে।এমন আজগুবি গল্প কাহিনীতে ভরপুর মিথ্যা সংবাদটিতে আইন শৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদ কারী
মোঃ আকাশ (বাবুর্চি)
পিতা মোঃ কাসেম (বাবুর্চি)
বৈদ্যঘোনা, পৌরসভা কক্সবাজার।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে 'কক্সবাজারে রোহিঙ্গা রশিদের মদের ...
23/03/2024

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে 'কক্সবাজারে রোহিঙ্গা রশিদের মদের ব্যবসা রমরমা' শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।আমাকে নিয়ে এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি একজন সাধারণ ঘরের সন্তান। আমি রং মেস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করি।আমার কোন নিজস্ব বসতভিটা নেই। স্ত্রী সন্তানদের নিয়ে শহরের বৈদ্যঘোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করি। আমি কোন মদ ব্যবসার সাথে জড়িত নই।আমি পরিশ্রম করে ভালোভাবে জীবনযাপন করাতে অনেকের সহ্য হচ্ছে না।বেশ কয়েকমাস ধরে চিহ্নিত কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দেওয়া এবং চাঁদাবাজ কুচক্রী ব্যক্তিদয় আমাকে ফোন করে ও বিভিন্ন কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। ইতিপূর্বেও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেশ কয়েকবার আমাকে হয়রানি করেছিল। এখন তারা আবারও আমার পিছু নিয়েছে। তাদের চাহিদামত টাকা দিতে ব্যর্থ হওয়ায় সাংবাদিক ভাইদেকে ব্যবহার করে আমার নামে মিথ্যা তথ্যদিয়ে হয়রানি করার উদ্দেশ্যে বানোয়াট ভিত্তিহীন মনগড়া কাল্পনিক মিথ্যা সংবাদ প্রকাশ করে যাচ্ছেন সেই চক্রটি। মূল কথা হলো,এক সময় আমি কিছু অপরাধের সাথে জড়িত ছিলাম সেটা সত্য।তার কারনে মামলাও হয়েছিল। তবে যে সব মামলার কথা সংবাদে উল্লেখ করা হয়েছে সেগুলো সবই মিথ্যা ছিল যা আদালতে বিচারাধীন। সব মামলায় আমি আদালত থেকে জামিন রয়েছি।কিন্তু সেই সব মামলার বাহানা দিয়ে মূলত আমাকে সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে সাংবাদিক পরিচয়ে কল দিয়ে নানানভাবে হয়রানি করা হচ্ছে। এমন হয়রানি থেকে বাঁচতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি,কারো কথা শুনে তদন্ত না করে কারো বিরুদ্ধে মনগড়া কাল্পনিক সংবাদ প্রকাশ করবেন না।আপনারা সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ কিছু টাকার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করে একটি পরিবারকে ধ্বংস করে দিবেন না।আর প্রশাসনের কাছে আহবান এমন বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
# # # #
প্রতিবাদকারী
মোঃ রশিদ
পিতা মৃত নুরুল ইসলাম
বৈদ্যঘোনা, পৌরসভা কক্সবাজার।

লাল বাবা বেপরোয়া....
01/02/2024

লাল বাবা বেপরোয়া....

14/01/2024
14/01/2024
বাংলাদেশ এ সব সম্ভব!
14/01/2024

বাংলাদেশ এ সব সম্ভব!

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Braking News BBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share