Al-Jamiatul Islamia Madinatul Uloom

Al-Jamiatul Islamia Madinatul Uloom This Al Jamiatul Islamia Madinatul Uloom upload pictures and videos

18/09/2025

প্রথম বর্ষের(ইয়াযদাহুম) শিক্ষার্থীদে আরবি তামরিন।আল্লাহ তাআলা মেহনতকে কবুল করুন!
Al-Jamiatul Islamia Madinatul Uloom
পশ্চিম তাজনিমার খোলা, থাইংখালি, উখিয়া, কক্সবাজার।

আমাদের প্রিয় জসিম ভাই আর নেই—এই বাক্যটি যত সহজে উচ্চারণ করা যায়, হৃদয়ে তা বহন করা ততটাই কঠিন। তিনি চলে গেছেন, রেখে গেছেন...
21/06/2025

আমাদের প্রিয় জসিম ভাই আর নেই—এই বাক্যটি যত সহজে উচ্চারণ করা যায়, হৃদয়ে তা বহন করা ততটাই কঠিন। তিনি চলে গেছেন, রেখে গেছেন না ফেরার দেশের জন্য এক দীর্ঘশ্বাস, অগণিত ভালোবাসার স্মৃতি, আর চোখের কোণে এক চিরস্থায়ী অশ্রু।

জসিম ভাই আমাদের মাদরাসার একজন নিবেদিতপ্রাণ শুভাকাঙ্ক্ষী ছিলেন। যেখানেই ইসলামি কাজ হতো, তাকেই দেখা যেত সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তিনি শুধু আমাদের মাদরাসাকে ভালোবাসতেন না—প্রত্যেকটি শিক্ষার্থীকে সন্তানের মতো স্নেহ করতেন। মাদরাসার দরজা দিয়ে যখন তিনি আসতেন, মনে হতো যেন একজন অভিভাবক এসেছেন। তাঁর কথা, তাঁর হাসি, তাঁর আন্তরিকতা—সব আজ নিঃসঙ্গ হয়ে গেছে আমাদের জন্য।

তিনি ছিলেন পশ্চিম তাজনিমার খোলা জামে মসজিদের সেক্রেটারি, কিন্তু তা কেবল একটি পদ নয়, একাধিক দায়িত্বের দৃঢ় বাস্তবায়নকারী ছিলেন তিনি। সমাজের সকল স্তরের মানুষের সাথে ছিল তাঁর অকৃত্রিম যোগাযোগ। হাসিমুখে সালাম দেওয়া, কারো বিপদে পাশে দাঁড়ানো, কারো সন্তানের পড়াশোনার খবর নেওয়া—সবই ছিল তাঁর জীবনের অঙ্গ।

আর সবচেয়ে বেশি হৃদয় বিদারক হলো—তিনি তাঁর একটি ছোট মেয়েকে রেখে চলে গেছেন। যে বাবার হাত ধরে হেঁটে বেড়াতো, যে ঘুমোত বাবার বুকে মাথা রেখে—আজ সে খুঁজে ফেরে বাবার কোমল ছোঁয়া, খুঁজে ফেরে সেই নিরাপদ আশ্রয়। কে বুঝবে তার আকুতি? কার বুকে মাথা রেখে সে বলবে, “আমার আব্বু কই?”

আহ! কবরের মাটি কি জানে, কত ভালোবাসার মানুষকে সে আপন করে নিচ্ছে?

আজ আমরা শুধু একজন সেক্রেটারি বা শুভাকাঙ্ক্ষীকে হারাইনি—আমরা হারিয়েছি এক ভাইকে, এক বন্ধু ও একজন সমাজচিন্তক মানুষকে। যে কথা দিত, কথা রাখত। যে চলে যেতে বলত না—তবুও চলে গেল।

হে আল্লাহ!
জসিম ভাইকে ক্ষমা করে দিন।
তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
তাঁর একমাত্র মেয়েটিকে নিজ হেফাজতে রাখুন, তাঁর অভাব যেন কোনোদিন অনুভব না করে সে।
আর আমাদের সকলকে তাঁর মত ভালোবাসাময়, আন্তরিক, নিঃস্বার্থ মানুষ হওয়ার তাওফিক দিন।

আমিন।
ভালোবাসার জসিম ভাই, আপনি অমর হয়ে থাকবেন আমাদের দোয়ায় ও চোখের জলে।

ভর্তি চলছে.......ভর্তি চলছে........ ভর্তি চলছে
05/12/2024

ভর্তি চলছে.......ভর্তি চলছে........ ভর্তি চলছে

আলহামদুলিল্লাহ!!! অদ্য ০১/১২/২০২৪ ইং রোজ: রবিবার নূরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এর অধিনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সনদ প...
01/12/2024

আলহামদুলিল্লাহ!!!
অদ্য ০১/১২/২০২৪ ইং রোজ: রবিবার
নূরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এর অধিনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সনদ পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা থেকে মোট ৪২ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে।
মহান আল্লাহ সকল শিক্ষার্থীদের কবুল করুন।
আমিন।

আলহামদুলিল্লাহ!নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের('২৪ ইং) জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে মাদ্রাসার ...
26/11/2024

আলহামদুলিল্লাহ!
নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের('২৪ ইং) জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে মাদ্রাসার আসাতিযায়ে কিরাম এবং সম্মানিত অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
আগামী পহেলা ডিসেম্বর থেকে তাদের সনদ পরীক্ষা শুরু হবে।

24/11/2024

হিফ্জ বিভাগের ছাত্রদের সূরা কাওসার মশক।
কারী মুফতি ওমর ফারুক কাসেমী।
Al-Jamiatul Islamia Madinatul Uloom
পশ্চিম তাজনিমার খোলা,থাইংখালি, উখিয়া, কক্সবাজার।

10/11/2024

অত্র মাদ্রাসার সম্মানিত ওস্তাদ রায়হানুল ইসলামের সুমিষ্ট কন্ঠে একটি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

08/11/2024

হিফ্জ বিভাগের ছাত্র মোহাম্মদ ইউসুফের কন্ঠে কুরআনে কারিমের তিলাওয়াত। তাজনিমার খোলা

23/10/2024

কিতাব বিভাগের তালিবুল ইলম, হাফেজ আব্দুল্লাহর কন্ঠে একটি নাশিদ।

19/10/2024

মাদ্রাসা সংলগ্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সুমধুর কন্ঠে একটি হামদে বারি তায়ালা।
মোহাম্মদ রিদুয়ান

19/10/2024

👉নিয়োগ বিজ্ঞপ্তি:

হিফজ বিভাগের জন্য একজন হাফেজ সাহেব প্রয়োজন।

👉 *হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত, মশকে অভিজ্ঞতা, ভালো ইয়াদ, কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হব।*

👉 যোগাযোগ তাজনিমার খোলা, থাইংখালি, উখিয়া কক্সবাজার ।
মোবাইল 01816667229
*👉 মাদরাসার অফিসে এসে যোগাযোগ করতে হবে*

******হাদিয়া ১৩ +

18/10/2024

He is a student of Al- jamiatul islamia Madinatul uloom in English speaking course.

Topic: Introduce myself.
Student name: Hafez Abdullah

Address

Tajnimar Khula, Thaingkhali, Ukhiya
Cox's Bazar
4750

Telephone

+8801511754511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jamiatul Islamia Madinatul Uloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Jamiatul Islamia Madinatul Uloom:

Share