H U M O

H U M O যদি কাউকে জানতে চাও, তাহলে আগে তাকে ভালবাসতে শিখ🖤

08/07/2025

একটা সুন্দর মোনাজাত!

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন!❤️

Weather ☁️👌
03/07/2025

Weather ☁️👌

27/06/2025

মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার সহজে সবার সঙ্গে মিশার প্রয়োজন নেই🌸

😜
25/06/2025

😜

18/02/2025
12/12/2024

Focus on yourself, people come and go.

08/07/2024

বিসিএস ক্যাডার জামাই না চেয়ে একসাথে ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা শুরু করো এইবার থেকে 🙂

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।” আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজ...
27/06/2024

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।” আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজেকে আর কে বা বেশি চিনে? কেউ নাহ্। কেউ যেমন তোমার ভেতরে থাকা দুঃখগুলো জানতে পারে না কোনোদিন, ঠিক তেমনি তুমি ভালো নাকি খারাপ এটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে।

বাহ্যিক আচরণ? উঁহু, এটাও ভুল উপায় আসলে। কারণ মানুষ মুখোশ পরতে ভালোবাসে। সে যেমন তার বুকের ক্ষত মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে পারে, তেমনি ভালো মুখোশ দিয়ে ভেতরের প'শুত্বটাকেও আড়াল করতে পারে। কী লাভ দিনের আলোয় ভালো হয়ে রাতের আধারে কালো হয়ে যাওয়ায়! যে কালোতে সবার ভয়। তাহলে কীভাবে বাহ্যিকতা দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা যায়? এটা তেমন, যেমন একটা প্রচলিত প্রবাদ আছে, “চকচক করলেই সোনা হয় না।”

“তুমি কেমন?”
এ প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। যদি খুঁজে না পাও। তবে আমি বলবো আয়নার সামনে দাঁড়াও ঠান্ডা মাথায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়নায় থাকা তুমিটাকে প্রশ্ন করো। যদি মাথা নিচু না হয়, তবে দেখবে প্রশান্তিতে তোমার মুখে হাসি চলে এসেছে। আর যদি নিচু হয়ে যায়, তবে বুঝবে এখনোও অনেক পথ বাকি। যে পথের পুরোটাই নিজেকে শুধরে নেওয়ার যু'দ্ধ করে যেতে হবে তোমায়।
আর যেদিন তুমি এ যুদ্ধে জিতে যাবে সেদিন আপনাআপনি তোমার ঠোঁটেট কোণে এক চিতলে হাসির রেখা স্পষ্ট হবে। ঠিক যেন তুষারের ভেতর ফুটে থাকা একটা লাল গোলাপ!

_ নাবিলা তাসনিম

26/06/2024

পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা ভীষণ বিপজ্জনক কম্বিনেশন!

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when H U M O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share