Truth Over Emotion

Truth Over Emotion "মনুর্ভব জনয়া দৈব্যং জনম্" - ঋগ্বেদঃ ১০|৫৩|০৬
মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তুলো।।

১. অর্জুনের দ্বিধা*ভগবান বলছেন "বুদ্ধি কর্ম অপেক্ষা শ্রেয়" → মানে কর্মের উপরে জ্ঞান/বিবেক/বুদ্ধি শ্রেষ্ঠ।*আবার যুদ্ধ করত...
03/10/2025

১. অর্জুনের দ্বিধা

*ভগবান বলছেন "বুদ্ধি কর্ম অপেক্ষা শ্রেয়" → মানে কর্মের উপরে জ্ঞান/বিবেক/বুদ্ধি শ্রেষ্ঠ।
*আবার যুদ্ধ করতে বলছেন, যা হিংসাত্মক কর্ম।
*তাই অর্জুন দ্বিধায় → “যদি জ্ঞান বড় হয়, তাহলে শুধু জ্ঞান চর্চা (সন্ন্যাস) করাই কর্তব্য। যুদ্ধের মতো কর্ম কেন করতে হবে?”

২. অর্জুনের প্রশ্ন

*সংসারে থেকে কর্ম করব নাকি সব ছেড়ে সন্ন্যাস নেব?
*তিনি একটিই পথ চান (স্পষ্ট সিদ্ধান্ত)।

৩. শ্রীকৃষ্ণের উত্তর/গীতার শিক্ষা

*জ্ঞান (সংখ্য/জ্ঞানযোগ) এবং কর্ম (কর্মযোগ)—এ দুটো আলাদা পথ মনে হলেও গীতা বলে এরা একই লক্ষ্যে নিয়ে যায়।
*জ্ঞান ও কর্ম কখনো একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক।
*“কর্ম ত্যাগ” মানে বাহ্যিক কর্ম ছেড়ে দেওয়া নয়, বরং কামনা-বাসনা বর্জন করে কর্ম করা।
*প্রকৃত সন্ন্যাস মানে সংসার ছেড়ে পালানো নয়, বরং সংসারে থেকে নিঃস্বার্থভাবে কাজ করা।
৪. পরবর্তী দার্শনিক প্রভাব
#পরে শঙ্করাচার্য মায়াবাদ প্রচার করেন → সংসার মিথ্যা, তাই ত্যাগই পরম পথ।
#অধিকাংশ গীতা ভাষ্যকার শঙ্করের এই দৃষ্টিভঙ্গী অনুসরণ করেছেন।

★কি, কেন?

ক) কি বলা হয়েছে?
কর্ম ও জ্ঞানকে একসাথে নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করাই গীতার মূল শিক্ষা।

খ) কেন?
কারণ শুধু কর্ম করলে কামনার ফাঁদে পড়া হয়, আর শুধু জ্ঞান করলে বাস্তব জীবনে বিচ্ছিন্নতা আসে।
দুটো মিলেই ব্রহ্মনিষ্ঠা/স্থিতপ্রজ্ঞা/মোক্ষলাভ হয়।

⚠️লক্ষণীয় পয়েন্ট⚠️

১. কর্ম ত্যাগ নয়, কামনা-বাসনা ত্যাগই আসল সন্ন্যাস।
২. সংসার ছেড়ে পালানো গীতার শিক্ষা নয়, বরং সংসারে থেকে ঈশ্বরনিষ্ঠ হয়ে কাজ করা।
৩. জ্ঞান ও কর্ম বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক।
৪. যে কোনো পথ (জ্ঞান বা কর্ম) দিয়ে শুরু করা যায়, কিন্তু শেষ লক্ষ্য এক—ব্রাহ্মীস্থিতি/মোক্ষ।
৫. গীতা কর্ম, জ্ঞান ও ভক্তিকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ যোগের শিক্ষা দিয়েছে।

🌼সারকথা⬇️

অর্জুন ভেবেছিলেন—“জ্ঞানই যদি শ্রেষ্ঠ হয়, তবে কর্ম ছাড়ি, সন্ন্যাস নিই।”
কিন্তু শ্রীকৃষ্ণ শিখালেন—
👉 কর্ম ছেড়ে পালানো নয়, বরং কামনা ছাড়া কর্ম করা = প্রকৃত যোগ।
👉 জ্ঞান, কর্ম, ভক্তি—এই তিনকে মিলিয়ে জীবন যাপন করতে হবে।
👉 সংসারে থেকেও ঈশ্বরকে উদ্দেশ্য করে কাজ করাই সত্য ত্যাগ ও সন্ন্যাস।
👉কর্ম ত্যাগ নয়, কামনা ত্যাগই আসল সন্ন্যাস।
👉সংসার ছেড়ে পালানো নয়, সংসারে থেকেও ঈশ্বরনিষ্ঠভাবে কর্তব্য করা।
👉 জ্ঞান ও কর্ম বিরোধী নয় → একই লক্ষ্য পূরণের দুটি পথ।
👉 শেষে দুটো পথ একত্রিত হয়ে নিয়ে যায় ব্রহ্মনির্বাণে।

🌼সহজভাবে বললে🌼

👉কেউ কাজ করার আগে ভাবে: “এটা করলে আমি লাভবান হবো, মানুষ আমাকে প্রশংসা করবে, বা আমি এই ফল পাবো।” → এটা আসক্তি/কামনা-যুক্ত কর্ম।
👉আর কেউ ভাবে: “এটা আমার কর্তব্য, তাই করব। ফল যাই হোক, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হোক।” → এটাই গীতার মতে আসল সন্ন্যাস।

🗣️শ্রীকৃষ্ণের ভাষায়

“কর্ম করো, কিন্তু কর্মের ফলে আসক্ত হয়ো না।”
“কামনা–বাসনা বর্জন করে কর্তব্যকর্ম করাই প্রকৃত ত্যাগ ও সন্ন্যাস।”

🎓 উদাহরণ

1. কামনাসহ কর্ম → ছাত্র শুধু ভালো চাকরির জন্য পড়াশোনা করছে। / কেউ পড়াশোনা করে শুধু চাকরির আশায় → এটা আসক্তিসহ কর্ম।

2. নিষ্কাম কর্ম (সন্ন্যাসী মনোভাব) → ছাত্র জ্ঞান অর্জনের আনন্দে বা কর্তব্যবোধে পড়ছে, চাকরি হোক বা না হোক। / কেউ পড়াশোনা করে কর্তব্যবোধে, জ্ঞান অর্জনের আনন্দে → ফল যাই হোক ঈশ্বরের ইচ্ছা → এটাই নিষ্কাম কর্ম, আসল সন্ন্যাস।

👉 তাই আসল সন্ন্যাস = কামনা–ফলহীন কর্ম।

ধন্যবাদ পড়ার জন্য🙏

আমারই স্মরণাপন্ন হও🌼
12/09/2025

আমারই স্মরণাপন্ন হও🌼

27/08/2025
নমো ভগবতে বাসুদেবাঃ
27/08/2025

নমো ভগবতে বাসুদেবাঃ

25/08/2025

🙏ওঁ নমো ভগবতে বাসু দেবায়ঃ🙏

23/08/2025

22/08/2025

নেশা-মুক্ত, ডিজে-মুক্ত ও সাত্ত্বিক পরিবেশে মৌলভীবাজারের নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত।
বিস্তারিত কমেন্টে👇

03/08/2025

👉 করুণা, ভালবাসা—এগুলোই ধর্মের একমাত্র চেহারা নয়।
👉 ধর্মের আরেক চেহারা হল দায়িত্ব, সাহস, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।
👉 অর্জুন যেন যুদ্ধ করে, কারণ সে নিজের জন্য নয়—সত্য ও ন্যায়ের জন্য লড়ছে।

গীতা - ২য় অধ্যায়, গীতা নিবন্ধ- ৭ম অধ্যায়

#গীতা #ধর্ম #জ্ঞান #আত্মশক্তি #ক্ষত্রিয়ধর্ম #সত্যেরপথ

ধর্ম কি তা নিয়ে মহাভারতে বলা আছে-"ন তৎ পরস্য সন্দধ্যাৎ প্রতিকূলং যদাত্মনঃ।সংগ্রাহেণৈব ধর্মঃ স্যাৎ কামাদন্যঃ প্রবর্ত্ততে॥...
26/02/2025

ধর্ম কি তা নিয়ে মহাভারতে বলা আছে-
"ন তৎ পরস্য সন্দধ্যাৎ প্রতিকূলং যদাত্মনঃ।
সংগ্রাহেণৈব ধর্মঃ স্যাৎ কামাদন্যঃ প্রবর্ত্ততে॥"
📖(মহাভারত- উদ্যোগ পর্ব/৩৯/৭১)
~ যা নিজের সাথে ঘটলে পীড়া অনুভূত হবে অর্থাৎ যা নিজের প্রতিকুল তা অন্যের সাথে না করাই ধর্ম, এটাই সকল প্রকার ধর্মের প্রবচন বলে জানবে।

তাই ধর্ম যা সকল প্রাণীকুলের জন্য অহিংসা শেখায় সেখানে কোনো প্রকৃত ধর্মগুরু কিভাবে তার বিপরীতে যেতে পারে! তার উপর একজন সন্ন্যাসী যিনি অন্য যেকোনো চতুরাশ্রমীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হবেন সকল জীবের আশ্রয়। আর সে আদর্শই আমরা দেখতে পাই ভগবৎপাদ্‌ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মাঝে। তিনি আজীবন মাংসাহার তো দূর, মাংস দেখলেই ঘৃণা করতেন।
কুম্ভের সাধু সম্মেলন শেষে তার সাথে ঘটা একটি ঘটনার বিবরণ দেখি-

❝টেহিরিতে কতজন সাধু ও রাজ-পণ্ডিতের সঙ্গে আলাপ হল। তাদের ভিতর এক জন আমাদেরকে আহারের জন্য নিমন্ত্রণ করলেন। নির্দিষ্ট সময়ে আমিও ব্রহ্মচারী প্রেরিত লোকের সমভিব্যাহারে নিমন্ত্রণ-কর্তার আলয়ে পৌছালাম। কিন্তু গৃহে প্রবিষ্ট হয়ে দেখলাম যে, জনৈক ব্রাহ্মণ মাংস কর্তন করছেন। গৃহাভ্যন্তরে কিছুদূর যেতে দেখলাম যে, এক স্থানে কতজন পণ্ডিত স্তুপীকৃত পশুমাংস ও পশুমুণ্ড নিয়ে বসে রয়েছেন। এই সকল দেখে আমার অন্তরে অত্যন্ত ঘৃণার উদ্দীপন হল। সুতরাং গৃহস্বামী কর্তৃক সাদরে আহূত হলেও আমি তাঁকে দুই একটি কথা বলেই তখনই চলে আসলাম। কিছুক্ষণ পরে সেই মাংসভুক্ পণ্ডিত আমার নিকট উপস্থিত হলেন, এবং আপনার আহারের জন্য মাংসাদির আয়োজন হয়েছে, ইত্যাদি বলে আমাকে নিয়ে যাবার নিমিত্ত অনুরোধ করতে লাগলেন। তখন আমি বললাম যে, মাংসভোজন তো দূরে থাকুক, মাংস দেখলেও আমার মনে অত্যন্ত ঘৃণার উদয় হয়। অতএব আপনি যদি আহারের নিমিত্ত একান্ত অনুরোধ করেন, তা হলে আমাকে কিছু ফলমূল পাঠিয়ে দিতে পারেন। বলা বাহুল্য যে, নিমন্ত্রণ-কর্তা তাই করলেন এবং লজ্জিত হয়ে গৃহে ফেরত গেলেন❞
📖[মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবনচরিত- পণ্ডিত লেখরাম, পৃ-৪৫; দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়কৃত দয়ানন্দ চরিতে উদ্ধৃত- The theosphist,1880,April, pg-190]

মহর্ষি জী পশুহত্যা ও মাংসাহারের প্রবল বিরোধী ছিলেন। সকল প্রাণী সেই অমৃত ঈশ্বরের সন্তান তাই কারো প্রাণ হরণ উচিত নয়, আর এই সনাতন বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব। তিনি তার বৈদিক প্রবচনে বহুবার পশুহত্যার নিন্দা তথা মাংসাহার নিষেধ করেছেন। তার প্রবচনে বহু মানুষ অনুপ্রাণিত হয়ে এই নিকৃ

26/01/2025

নিজেকে কোন কিছু না ভাবতে পারলেই আপনি একজন পরমাত্মা।🌼

16/11/2024

Address

Cox's Bazar
4702

Telephone

+8801999999999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Truth Over Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Truth Over Emotion:

Share