21/06/2025
সমাজে যাদের আমরা শ্রদ্ধা করি, যাদের মূল্যবোধ ও অবদানকে আমরা সম্মান জানাই, তাদের নিয়ে ট্রল করা বা কটূক্তি ছড়ানো সত্যিই দুঃখজনক ও অনুচিত।
রসিকতা বা সমালোচনা যখন সীমার বাইরে চলে যায়, তখন তা শুধু ব্যক্তিগত অবমাননাই নয়, সমাজের মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে যখন বিষয়টি শিক্ষিত সমাজের মধ্যে ঘটে, তখন সেটি আরও বেদনাদায়ক হয়।
আপনার আহ্বান যেন আরও মানুষকে সচেতন করে — সেই প্রত্যাশাই করি। আলোচনার ভাষা হতে পারে শালীন, যুক্তিসম্মত এবং সম্মানজনক। আমাদের চিন্তা-চেতনা হোক মানবিক, ইতিবাচক এবং উন্নয়নের পথে অনুপ্রাণিত।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ ও বিবেক দিয়ে সঠিক পথ অনুসরণের তৌফিক দিন — আমিন।
Sarwar Jahan Chowdhury