
12/05/2024
'মা' আমাদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। বিশ্বজুড়ে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববার। এই দিনকে ঘিরে থাকে অনেক আয়োজন। মাকে হয়তো মুখ ফুটে আমরা ভালোবাসার কথা বলতে পারি না আলাদা করে। কিন্তু মেসেজ কিংবা কার্ডে লিখে জানানো তো যায়! এমন উপহার পেলে মা-ও খুশি হয়ে যাবেন, সন্দেহ নেই। আমাদের মায়েদের জন্য এমন আয়োজনও তো করা হয় না আসলে। তাই আপনার যতই বাঁধো বাঁধো ঠেকুক, মাকে এই বিশেষ দিনে লিখে জানাতে পারেন মনের কথাটি।
'মা' দিবসে পৃথিবীর সকল মাকে জানায় অন্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। 💙🤍