11/07/2025
ময়নার বাবা বলছে আমার মেয়েকে আমার আশেপাশের মানুষ আত্মীয়-স্বজনরাই হ'ত্যা করেছে।
তাহলে ইমাম ও মুয়াজ্জিন কেন রিমান্ডে অবশ্যই উদ্দেশ্যে প্রণীত।
আর ওইদিকে ময়নার মা সাক্ষাৎকার দেয় এক ফোটা চোখের পানি ঝরে না
আর বাবা কান্না করতে করতে চোখগুলো ফুলে গেছে। এখনো কান্না করছে।