04/12/2024
# #১/ ঝিনুক মালার দোকানে লোক লাগলে- ২জন।
সেলারী- ৬০০০/- (সেলারী বাড়ানো হবে পরে)
খাওয়া, থাকা ফ্রী আছে।
ঠিকানা: লাবনী পয়েন্ট,কক্সবাজার।
# #২/ বিকাশ পে- তে লোক লাগবে- ৪জন।(মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করা- দোকানে দোকানে গিয়ে একাউন্ট খুলে দেওয়া)
সেলারী-১৫,০০০/-
ডিউটি: ১০ঘন্টা।
ঠিকানা: বাজার ঘাটা।
# #৩/ কাপড়ের শো-রুমে- মেয়ে লাগবে, ৪জন।(সেলসম্যান)
সেলারী- ১০,৫০০/- বেসিক সেলারী।
★এছাড়াও, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে-
(প্রতিদিনের টার্গেট এচিভমেন্ট, কমিশন আছে এবং ওভার ডিউটি সহ মোট সেলারী- ১৩-১৪হাজার টাকা হবে)
উচ্চতা- ৫.৪ ইঞ্চি হতে হবে)
ডিউটি-১২ঘন্টা।
ঠিকানা: সুগন্ধ্যা পয়েন্ট,কক্সবাজার।
# #৪/ টেইলারিংয়ের কাজ জানে, এমন লোক লাগবে- ৫জন।(ছেলে, মেয়ে উভয়)
টেইলার্স এর দোকানের জন্যে।
(দক্ষ কারিগরী কাজ জানতে হবে-টেইলারিংয়ের)
(সেলারী- প্রোডাকশনের উপর(সে যতো কাপড় শিলাই করতে পারে, দৈনিক-তার উপর ভিত্তি করে, প্রতিদিনের সেলারী- প্রতিদিন নিয়ে নিতে পারবেন)
ডিউটি- ১২ঘন্টা।
ঠিকানা: বাজার ঘাটা,কক্সবাজার।
# #৫/ ভিআইপি মানের রেস্টুরেন্টে,
মেয়ে লাগবে- ৩জন।(১জন,গেস্টস রিসিভ করবে)
এবং ২জন ওয়েটার।
সেলারী- ৯,০০০/-(গেস্টস রিচিভ করবে যিনি)
সেলারী- ৮,০০০/-(ওয়েটার)
খাওয়া, থাকা ফ্রী।
# #৬/ কম্পিউটার ম্যান লাগবে- ২জন।
(পাওয়ার পয়েন্ট এবং এম.এস ওয়ার্ডের কাজ জানতে হবে, ভালো ভাবে)
★ পত্রিকা অফিসের জন্যে।
সেলারী- ১০,০০০/-(এছাড়াও, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে- সেলারীর বাইরে)
ডিউটি- ১০ঘন্টা।
ঠিকানা: বাজার ঘাটা,কক্সবাজার।
# #৭/ হাত ঘড়ি শো-রুমে- ছেলে লাগবে-
১জন।(সেলসম্যান)
সেলারী-১২,০০০/-
(হাত ঘড়ির দোকানে কাজ করেছে এমন-
১বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
★ এছাড়াও, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে-
(প্রতিদিনের টার্গেট এচিভমেন্ট, কমিশন আছে এবং ওভার ডিউটি সহ মোট সেলারী- ১৪-১৫হাজার টাকা হবে)
ডিউটি- ১২ঘন্টা।
ঠিকানা: হলিডের মুড়,কক্সবাজার।
# #৮/ মুরগির ফার্ম এর জন্যে, লোক লাগবে- ২জন।
সেলারী- ১০,০০০/-
খাওয়া, থাকা ফ্রী আছে।
ঠিকানা: বাংলা বাজার,কক্সবাজার।
# #৯/ কুলিং কর্ণার এর জন্যে লোক লাগবে- ২জন।
সেলারী: ৮,০০০/-
খাওয়া, থাকা ফ্রী আছে।
ডিউটি- ৬ঘন্টা।
ঠিকানা: লাবনী পয়েন্ট,কক্সবাজার।
# #১০/ আবাসিক হোটেলের জন্যে, হাউস কেপিং লাগবে- ২জন।
সেলারী- ৬,৫০০/-(২মাস পরে সেলারী বাড়ানো হবে)
থাকা ফ্রী আছে।
(এছাড়াও, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে)
ডিউটি: ১২ঘন্টা।
ঠিকানা: সুগন্ধ্যা পয়েন্ট,কক্সবাজার।
# #১১/ রেস্টুরেন্টের জন্যে, নাস্তার কারিগর লাগবে- ১জন।(ঝাল জাতীয় সকল নাস্তা বানাতে পারে এমন)
সেলারী- ১৮,০০০/-(২মাস পরে, সেলারী বাড়ানো হবে)
ডিউটি- সকাল এবং সন্ধ্যার নাস্তা বানানোর টাইমে, উপস্থিত থাকা।
ঠিকানা: বাজার ঘাটা,কক্সবাজার।
০৪/১২/২০২৪ইং # #
যোগাযোগ: 01823406022