আলোর পথ

আলোর পথ ওয়েলকাম টু আলোর পথ❣️

18/06/2025

খ্রিষ্টান পাদ্রীর মেয়ের ইসলামধর্ম গ্রহণ।
আমার পরিবারই আমার গলায় ছুরি ধরেছিল!

সম্পূর্ণ এপিসোড দেখতে চোখ রাখুন
আলোর পথ পেইজে।

01/06/2025

ইসলাম ১৪০০ বছর আগে বর্ণবৈষম্যের সমাপ্তি ঘটিয়েছে! কালো অথবা সাদা? তা কোন ব্যাপার না?

25/05/2025

কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে!

24/05/2025

ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে তিনি মুসলিম হয়ে গেলেন!
জোরাম ভ্যান ক্ল্যাভেরন এর মুসলিম হওয়া পুরো জার্নি গুলো দেখুন এই এপিসোডে।

21/05/2025

ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে তিনি মুসলিম হয়ে গেলেন!
জোরাম ভ্যান ক্ল্যাভেরন এর মুসলিম হওয়া জার্নি গুলো জানতে পেইজটি ফলো করে সাথে থাকুন, ধন্যবাদ।




19/03/2025

তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।

[সূরা আত তাওবা: ৮২]

ব্রেকিং নিউজ  #আবারো_তাকরিমের_বিশ্বজয় আলহামদুলিল্লাহদুবাই ২০২৩ ইং বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হা: সালে...
04/04/2023

ব্রেকিং নিউজ
#আবারো_তাকরিমের_বিশ্বজয়
আলহামদুলিল্লাহ
দুবাই ২০২৩ ইং বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়
হা: সালেহ আহমদ তাকরিম ১ম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ
সে মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মিরপুর ঢাকার কিতাব বিভাগের ছাত্র ,
আল্লাহ পাক তাকে হক্কানী হাফেজ ও আলেম হিসেবে কবুল করুন আমীন।

16/03/2023

কেউ কেউ একাও বাঁচতে পারে, তাদের কাছে মানুষের ভিড়ের থেকে অন্ধকার ঘরের কোণা টা বা ফাঁকা রাস্তার নিস্তব্ধতা টাই অনেক প্রিয়।

তারা জানে দিনশেষে তাদের একলা হয়ে যেতেই হবে তাই তারা আগে থেকেই সমস্ত এক্সপেক্টশন মিটিয়ে ফেলে সবার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলে।

এরা কারোরই ছেড়ে যাওয়ার বিষয়টা খুব সহজে মেনে নিতে পারে না। এরা পারেনা বাকিদের মতো রঙ্গ পরিবর্তন করে সবার সাথে সমানভাবে মিশে যেতে,
এরা মেনে নিয়েছে কেউ থাকবেনা চিরকাল, সবাই নিজের সময়মতো আসবে আবার প্রয়োজন শেষে দূরে চলে যাবে, কিন্তু তবুও বেঁচে থাকতে হবেই।

আপা আমরা জিতে গেছি 🥀😍
12/03/2023

আপা আমরা জিতে গেছি 🥀😍

10/03/2023

কোনও কোনও দিন মনে হয় সব ঠিক আছে। ভালো আছি বেশ। যা আছে, যতটুকু আছে তাই নিয়েই সন্তুষ্টি জন্মায়। মন অদ্ভুত ভাবে মেনে নেয় সবকিছু। নিজেকে ক্ষমা করে দেয় এ যাবৎ হাঁটা সমস্ত ভুল পথগুলোতে নিজের একটা অংশ ছেড়ে আসার জন্য। ঠোঁটে হাসি আসে সব কিছুতেই। যা আছে আছে, যা নেই তো নেই। অভিযোগ ও নেই।

আবার কোনও কোনও দিন দমবন্ধ হয়ে আসে যন্ত্রণায়। কিচ্ছু ভালো লাগে না। একটা অচেনা শূন্যতা গিলে খেতে আসে। রাগ হয় নিজের ওপর। মনের ভিতর ভাঙচুর চলে নীরবে। কাউকে দোষ দেওয়ার নেই। কোনও দিকে আঙুল তোলার নেই।
'তুই'ই বোকা', মন নিজেকে বলতে থাকে অবিরাম.😥

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর পথ:

Share