Pekua Drama

Pekua Drama Welcome To Pekua Drama ❤️💫
ধাঁধা || ইন্টারভিউ || শর্ট ফিল্ম || নিউজ || ব্লগ ভিডিও || প্রোডাক্ট রিভিউ।।

23/06/2025

-ইন্না-লিল্লাহ..!!🥲

রামুর রিমঝিম আর ফিরে আসবে না...💔🔥একটা লাল শাড়ী...যেটা পরার কথা ছিলো তার জীবনের সবচেয়ে খুশির দিনে।কিন্তু সেই শাড়ী আজ পরান...
17/06/2025

রামুর রিমঝিম আর ফিরে আসবে না...💔🔥

একটা লাল শাড়ী...
যেটা পরার কথা ছিলো তার জীবনের সবচেয়ে খুশির দিনে।
কিন্তু সেই শাড়ী আজ পরানো হলো মৃ'ত্যু'র পর নিথর নিস্তব্ধ এক দেহের উপর...

গতকাল সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রা'ণ হা'রি'য়ে'ছে'ন রামুর পূর্ব রাজারকুলের মেয়ে রিমঝিম বড়ুয়া। তার বিয়ে ছিলো আগামী মাসের ৬ তারিখ। চট্টগ্রামে যাচ্ছিলেন বিয়ের কেনাকাটার জন্য। কিন্তু কে জানতো, এই সফরই হবে তার জীবনের শেষ যাত্রা!

রামুর জেঠিরাস্তা এলাকায় কভারভ্যানের সাথে বাসের ভ'য়া'ব'হ সং'ঘ'র্ষে ঘটনাস্থলেই নি'হ'ত হন রিমঝিমসহ আরও দু’জন। আহত হয়েছেন ১০ জনের বেশি।

সবচেয়ে হৃদয়বিদারক ছিলো একটি দৃশ্য—
রিমঝিমের নি'থ'র দেহের উপর একটি লাল শাড়ি দিয়ে ঢেকে রেখেছে পরিবার। লাল শাড়ি সহ তার মৃ'ত্যু দেহকে জড়িয়ে ধরেছে তার হবু বর, চোখে অশ্রু, বুক ভাঙা য'ন্ত্র'ণা'য় কাঁপছে তার কণ্ঠ।
তিনি ফেসবুকে লিখেছেন—
“তিন বছর ধরে একদিনও কথা না বলে থাকা হয়নি আমাদের, অথচ আজ থেকে চিরতরে নীরব হয়ে গেলে তুমি…”
তার একটাই প্রার্থনা,
“যে জানটা আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী হোক, সে আজ পরপারে সুখি হোক—এই আর্শীবাদ সবাই করুক…”

জীবন কতটা অনিশ্চিত, কতটা নির্মম হতে পারে, তার এক ভয়াবহ উদাহরণ হয়ে রইলো রিমঝিম বড়ুয়ার এই বিদায়।
একটা হাসিমাখা মুখ, এক ঝলমলে স্বপ্ন, এক নতুন জীবনের অপেক্ষায় থাকা একটি মেয়ে—
আজ সময়ের আগেই হারিয়ে গেলো চিরদিনের জন্য।

আসুন, আমরা সবাই রিমঝিম বড়ুয়ার পরকালে শান্তি কামনা করি।
আর যারা আহত হয়েছেন, তারা যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন—
এই প্রার্থনা করি।

জীবন ক্ষণিকের, ভালোবাসুন মানুষকে, যতক্ষণ আছেন পাশে...
কারণ কখন কে কার চিরবিদায় হয়ে যায়, কেউ জানে না!

ওপারে ভালো থেকো রিমঝিম 🥹🌺💚
Md Anis Anis

15/06/2025

😁🔥

ফুডপাণ্ডার ফুড ডেলিভারির অর্ডার পড়েছে তাই রাস্তার মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছেন হাতহীন ভাইটি।আমাদের হাত-পা সবকিছু থ...
14/06/2025

ফুডপাণ্ডার ফুড ডেলিভারির অর্ডার পড়েছে তাই রাস্তার মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছেন হাতহীন ভাইটি।
আমাদের হাত-পা সবকিছু থাকা সত্ত্বেও আমাদের জীবন নিয়ে কত অভিযোগ।
অথচ এই অথচ মানুষগুলোকে দেখে অনেক কিছু শেখার আছে।
Md Anis Anis

ভদ্রলোকের নাম  Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার।  ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্...
13/06/2025

ভদ্রলোকের নাম Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন,একটা সুন্দর লাইফ হবে উনাদের। উনার ওয়াইফ আর বাচ্চাকাচ্চা ইন্ডিয়াতেই থাকে।

অনেক অপেক্ষা আর কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো! ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্য! বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভ দের পাঠালেন।

বিমান উড়াল দেওয়ার ৪০ সেকেন্ড এর মধ্যে বিমান দুর্ঘটনায় পড়লো! সবাই শেষ! এই ফ্যামিলির কেউ ই বেঁচে নেই!

এতো বছর ধরে 'জীবিত' স্বপ্ন অবশেষে পূরন হচ্ছিলো তাদের কিন্তু শেষ হইয়াও হইলোনা শেষ!

এই ফ্যামিলির ঘটনা টা শুনে আমার ওই যে ওই কথাটাই মাথায় আসছে, 'বড়লোক হলে এটা করবো, টাকা হলে ওটা করবো!' টাইপের স্বপ্ন গুলা কি আসলেই সবার পূরন হয়?
এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো কিন্তু লন্ডনে একসাথে আর থাকা হলো না!

কিছুই ফেলে রাখতে নেই! যখন যা মন চায়,সেটাই করার চেষ্টা করা দরকার কারন আপনি ও জানেন না কখন কি ঘটে যাবে!
Md Anis Anis

🖤🔥
09/06/2025

🖤🔥

রিলেশন করার আগে একবার নয়, হাজারবার ভেবে নিও..🔥তোমার পরিবার আদৌ মেনে নেবে কিনা তাকে। শুধু মনের টানে কাউকে জীবনভর স্বপ্ন দ...
08/06/2025

রিলেশন করার আগে একবার নয়, হাজারবার ভেবে নিও..🔥

তোমার পরিবার আদৌ মেনে নেবে কিনা তাকে। শুধু মনের টানে কাউকে জীবনভর স্বপ্ন দেখিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের করে নিয়ে শেষে মাঝপথে এসে ফ্যামিলির দোহাই দিয়ে তাকে ভেঙে ফেলো না। কেউ যদি তোমার জন্য সব ছেড়ে দিতে পারে, তাহলে তোমারও উচিত তার জন্য কিছুটা লড়া।

ভালোবাসা মানে শুধু একে অপরকে পছন্দ করা নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানো, প্রতিকূলতার সামনে মাথা উঁচু করে লড়া।

আর যদি জানো, পরিবার কোনোদিনই মেনে নেবে না, তাহলে দয়া করে কাউকে স্বপ্ন দেখিও না।

ভালোবাসা খেলনা নয়, আর ভালোবাসার মানুষ কোনো পরীক্ষার প্রশ্নপত্র নয়, যাকে চাও, ভুল উত্তর দিলেই ফেলে দেবে।

একজন মানুষ যখন ভালোবাসায় ডুবে যায়, তখন তার ভরসার সবচেয়ে বড় জায়গাটা হয় তার সঙ্গী।

তাকে মাঝপথে এসে ফ্যামিলির দিকে তাকিয়ে মানসিক রোগী বানিয়ে দিও না।

ভালোবাসা মানে দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের সাহস না থাকলে, দয়া করে ভালোবাসিও না। কারণ কিছু সম্পর্ক ভেঙে গেলে মানুষ শুধু কাঁদে না, ভেতর থেকে একেবারে ভেঙে যায়।
Md Anis Anis

07/06/2025

🙂🔥

নিজের কলিজার টুকরোকে হা'রি'য়ে হ'ত'বাক পিতার আ"ল্লা"হু আ"কবর, আ"ল্লা"হু আক"বর বলে বলে গগনবি''দারী আর্তনা"দ 😥 কে দিবে, কি ...
06/06/2025

নিজের কলিজার টুকরোকে হা'রি'য়ে হ'ত'বাক পিতার আ"ল্লা"হু আ"কবর, আ"ল্লা"হু আক"বর বলে বলে গগনবি''দারী আর্তনা"দ 😥
কে দিবে, কি দিয়ে দিবে আদরের জান্নাতের টুকরো হা''রানো এই পিতাকে সান্ত্বনা? কত আনন্দে ঈদে পরিবার নিয়ে যাচ্ছিল বাড়ি, মুহুর্তেই সব আনন্দ বি"ষা"দে পরিণত।
মহান রাব্বুল আল আমিন এই পিতা ও তার পরিবারকে এই শো"ক সইবার শক্তি দিক। আমিন। 🤲

কালুরঘাট সেতুতে সিএনজি-ট্রেন মুখোমুখি সং'ঘ'র্ষ, নি'হ'ত ১ শিশু, আ'হ'ত অনেক।

মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন। 😥🤲

ছবিটি একটু ভালো করে খেয়াল করলে দেখা যায়, একজন সু /স্থ-স 'ব 'ল পুরুষ দাঁড়িয়ে আছেন। ঠিক পাশেই একটি সিটে প /র্দা /শী /ন এক ...
03/06/2025

ছবিটি একটু ভালো করে খেয়াল করলে দেখা যায়, একজন সু /স্থ-স 'ব 'ল পুরুষ দাঁড়িয়ে আছেন। ঠিক পাশেই একটি সিটে প /র্দা /শী /ন এক নারী ঘুমিয়ে আছেন। এটি ছিল ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক রাতভর ট্রেনযাত্রার কথা।

পুরুষটি সারারাত দাঁড়িয়ে ছিলেন, এমন নয় যে তাঁর সিট ছিল না। সিট ছিল, তবে সেখানে ঘুমিয়ে ছিলেন তাঁর স্ত্রী। আর স্ত্রী যেন একটু আরামে ঘুমাতে পারেন, এই কারণেই তিনি নিজের সিটে না বসে দাঁড়িয়ে রাত পার করেছেন।

ট্রেনে মাঝে মাঝে ঝাঁ 'কু 'নি লাগে, স্ত্রী হঠাৎ জেগে ওঠেন। তখন পুরুষটি হাঁটু গেড়ে বসে যান স্ত্রীর পাশে। মাথায় হাত বুলিয়ে কানে কানে জিজ্ঞেস করেন, কিছু খাবে? ক /ষ্ট হচ্ছে নাকি?

আমি এক সময় বললাম, ভাই, আমার পাশে বসে যান না। উনি হালকা হেসে বললেন, ভাই, আমি বসলে আমার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে যাবে। আমার বউ অ 'গোছালোভাবে ঘুমাচ্ছে, তখন সে আরাম পাবে না।

প্রতিদিন হাজারো নারী নি /র্যা /ত /নে /র সংবাদে ভা 'রী থাকে সোশ্যাল মিডিয়া। তার ভিতরে এই ভালোবাসার দৃশ্য যেন এক নিরব আশীর্বাদ। এমন সম্মান, প্রেম টাকা দিয়ে কেনা যায় না। এই ভালোবাসা প্রতিটি নারীর ভাগ্যে জোটে না।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন— তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি।
– তিরমিজি
Md Anis Anis

🌼🔥
02/06/2025

🌼🔥

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Pekua Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share