Pekua Drama

Pekua Drama Welcome To Pekua Drama ❤️💫
ধাঁধা || ইন্টারভিউ || শর্ট ফিল্ম || নিউজ || ব্লগ ভিডিও || প্রোডাক্ট রিভিউ।।

দিনাজপুরের হিলি-তে আবর্জনার স্তূপে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে আছে🥲একজন মানুষ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের শিকার হয়ে জীব...
04/10/2025

দিনাজপুরের হিলি-তে আবর্জনার স্তূপে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে আছে🥲

একজন মানুষ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের শিকার হয়ে জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছে বর্জ্যের ভিড়ে🥲

আর কিছু লেখার ভাষা হারিয়ে ফেলেছি। এটাই আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ.🥲

গ্রামীণ হাটে দেখা মিললো অচেনা জাতের এক ফল।বেশিরভাগ মানুষ চিনে না এটি কি।এটাকে বলে???
26/09/2025

গ্রামীণ হাটে দেখা মিললো অচেনা জাতের এক ফল।বেশিরভাগ মানুষ চিনে না এটি কি।এটাকে বলে???

ট্রেনের ভীড়ে এক জীবনের করুন গল্প।ঢাকা থেকে ময়মনসিংহের পথে লোকাল ট্রেন। মানুষের ভীড়, ঠাসাঠাসি কোলাহল। হঠাৎ চোখ আটকে গেল এ...
21/09/2025

ট্রেনের ভীড়ে এক জীবনের করুন গল্প।
ঢাকা থেকে ময়মনসিংহের পথে লোকাল ট্রেন। মানুষের ভীড়, ঠাসাঠাসি কোলাহল। হঠাৎ চোখ আটকে গেল এক ছোট্ট শিশুর মুখ। মিষ্টি কণ্ঠে বললো—
“কিছু টাকা দেন, কিছু খাব।”

ভাবলাম, হয়তো ১০ টাকা দেবো। কিন্তু না, দিলাম ১০০ টাকা। টাকাটা হাতে পেয়ে শিশুটির চোখে যে খুশির ঝিলিক দেখলাম, মনে হলো—তার দুনিয়া যেন উজ্জ্বল হয়ে উঠলো এক নিমিষেই।

কিছুক্ষণ পর ক্লান্ত শরীরে সে বললো ঘুমাতে চায়। কয়েকজন যাত্রীকে সরালাম, জায়গা করে দিলাম। ট্রেনের মেঝেতেই শুয়ে পড়লো ছোট্ট মানুষটা। চোখে ঘুম নেমে এলো এক চিলতে হাসি রেখে।

আহ, কী জীবন!
কী কষ্ট!
কতটা কঠিন হতে পারে বেঁচে থাকা!

আমরা যেখানে ছোট্ট স্বপ্নের জন্যও অসন্তুষ্ট, সেখানে এই শিশুটি সামান্য কিছু পেয়ে হাসতে জানে, ঘুমিয়ে পড়তে জানে। এই কি জীবনের আসল রূপ? এই কি আমাদের সমাজের চিত্র?

#মানবতা #জীবনেরকষ্ট #শিশুরহাসি #হৃদয়স্পর্শী #বাস্তবতা #সমাজেরচিত্র #ভালোবাসা #কষ্টেরজীবন

১ মাসের জন্য স্থগিত চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক।
20/09/2025

১ মাসের জন্য স্থগিত চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক।

কি দেখছেন! এটা একটা মানুষের কঙ্কাল! নিজের স্ত্রী ও আপন সন্তানরা মিলে তাকে শেষ করে হাত-পা বেঁধে ফেলে দিয়েছে সেফটিপ ট্যাং...
20/09/2025

কি দেখছেন! এটা একটা মানুষের কঙ্কাল! নিজের স্ত্রী ও আপন সন্তানরা মিলে তাকে শেষ করে হাত-পা বেঁধে ফেলে দিয়েছে সেফটিপ ট্যাংকে। এক মাস নিখোঁজ থাকার পর তাকে এই অবস্থায় উদ্ধার করা হয়, ঘটনাটি ঘটেছে
কুমিল্লা,দেবিদ্বার,বড়শালঘর ইউনিয়ন রসুল পুর গ্রামে।
বড়শালঘর মন্ত্রীবাড়ি মরহুম কাশেম ভুঁইয়ার দ্বিতীয় সন্তান করিম ভুঁইয়া এক মাস চার দিন আগে নিখোঁজ হয়, আজ উনার মর★দেহ উদ্ধার করা হয় রসুলপুর গ্রাম থেকে।এই ঘটনার সাথে জড়িত নিজ স্ত্রী ও উনার দুই সন্তান এবং করিম ভুঁইয়ার শালা সমন্ধি মিলে করিম ভুঁইয়ার হাত পা বেঁ★ধে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখে।। ,পুলিশের সহায়তা করিম ভুঁইয়ার শ্বশুরবাড়ি রসুলপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় তার কঙ্কাল।

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।

আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

সংগৃহীত......

পেকুয়ার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ড পুরাতন বহদ্দার পাড়ার বাসিন্দা সাহিদা ইয়াসমিন বেলী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছ...
17/09/2025

পেকুয়ার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ড পুরাতন বহদ্দার পাড়ার বাসিন্দা সাহিদা ইয়াসমিন বেলী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পরিবারের দাবি আর্থিকভাবে দূর্বল হওয়ার কারণে বেলীর চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছেনা। বর্তমানে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন বেলী।

সমাজের বিত্তশালীরাসহ যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে বেলীর চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব।

সাহিদা ইয়াসমিন বেলীর পরিবারের নাম্বার- 01846-435011 কপি পোস্ট

মেনে নিলাম মেয়েটা চু-রি করছে..দেশে আইন নাই তাও মেনে নিলাম..তাই বলে তু-ই মেয়েটার গায়ে হাত তুলবি..এরা ভিডিও চালু করে যদি এ...
16/09/2025

মেনে নিলাম মেয়েটা চু-রি করছে..দেশে আইন নাই তাও মেনে নিলাম..তাই বলে তু-ই মেয়েটার গায়ে হাত তুলবি..

এরা ভিডিও চালু করে যদি এইভাবে মা-র-তে পারে..না জানি ভিডিও শে-ষে মেয়েটার সাথে কি কি করছে!

18/08/2025

পেকুয়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল

আয়োজনে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পেকুয়া উপজেলা।

পেকুয়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল--আয়োজনে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পেকুয়া উপজেলা।  #ছাত্রদ...
18/08/2025

পেকুয়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল--

আয়োজনে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পেকুয়া উপজেলা।

#ছাত্রদল

রামুর রিমঝিম আর ফিরে আসবে না...💔🔥একটা লাল শাড়ী...যেটা পরার কথা ছিলো তার জীবনের সবচেয়ে খুশির দিনে।কিন্তু সেই শাড়ী আজ পরান...
17/06/2025

রামুর রিমঝিম আর ফিরে আসবে না...💔🔥

একটা লাল শাড়ী...
যেটা পরার কথা ছিলো তার জীবনের সবচেয়ে খুশির দিনে।
কিন্তু সেই শাড়ী আজ পরানো হলো মৃ'ত্যু'র পর নিথর নিস্তব্ধ এক দেহের উপর...

গতকাল সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রা'ণ হা'রি'য়ে'ছে'ন রামুর পূর্ব রাজারকুলের মেয়ে রিমঝিম বড়ুয়া। তার বিয়ে ছিলো আগামী মাসের ৬ তারিখ। চট্টগ্রামে যাচ্ছিলেন বিয়ের কেনাকাটার জন্য। কিন্তু কে জানতো, এই সফরই হবে তার জীবনের শেষ যাত্রা!

রামুর জেঠিরাস্তা এলাকায় কভারভ্যানের সাথে বাসের ভ'য়া'ব'হ সং'ঘ'র্ষে ঘটনাস্থলেই নি'হ'ত হন রিমঝিমসহ আরও দু’জন। আহত হয়েছেন ১০ জনের বেশি।

সবচেয়ে হৃদয়বিদারক ছিলো একটি দৃশ্য—
রিমঝিমের নি'থ'র দেহের উপর একটি লাল শাড়ি দিয়ে ঢেকে রেখেছে পরিবার। লাল শাড়ি সহ তার মৃ'ত্যু দেহকে জড়িয়ে ধরেছে তার হবু বর, চোখে অশ্রু, বুক ভাঙা য'ন্ত্র'ণা'য় কাঁপছে তার কণ্ঠ।
তিনি ফেসবুকে লিখেছেন—
“তিন বছর ধরে একদিনও কথা না বলে থাকা হয়নি আমাদের, অথচ আজ থেকে চিরতরে নীরব হয়ে গেলে তুমি…”
তার একটাই প্রার্থনা,
“যে জানটা আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী হোক, সে আজ পরপারে সুখি হোক—এই আর্শীবাদ সবাই করুক…”

জীবন কতটা অনিশ্চিত, কতটা নির্মম হতে পারে, তার এক ভয়াবহ উদাহরণ হয়ে রইলো রিমঝিম বড়ুয়ার এই বিদায়।
একটা হাসিমাখা মুখ, এক ঝলমলে স্বপ্ন, এক নতুন জীবনের অপেক্ষায় থাকা একটি মেয়ে—
আজ সময়ের আগেই হারিয়ে গেলো চিরদিনের জন্য।

আসুন, আমরা সবাই রিমঝিম বড়ুয়ার পরকালে শান্তি কামনা করি।
আর যারা আহত হয়েছেন, তারা যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন—
এই প্রার্থনা করি।

জীবন ক্ষণিকের, ভালোবাসুন মানুষকে, যতক্ষণ আছেন পাশে...
কারণ কখন কে কার চিরবিদায় হয়ে যায়, কেউ জানে না!

ওপারে ভালো থেকো রিমঝিম 🥹🌺💚
Md Anis Anis

নিজের কলিজার টুকরোকে হা'রি'য়ে হ'ত'বাক পিতার আ"ল্লা"হু আ"কবর, আ"ল্লা"হু আক"বর বলে বলে গগনবি''দারী আর্তনা"দ 😥 কে দিবে, কি ...
06/06/2025

নিজের কলিজার টুকরোকে হা'রি'য়ে হ'ত'বাক পিতার আ"ল্লা"হু আ"কবর, আ"ল্লা"হু আক"বর বলে বলে গগনবি''দারী আর্তনা"দ 😥
কে দিবে, কি দিয়ে দিবে আদরের জান্নাতের টুকরো হা''রানো এই পিতাকে সান্ত্বনা? কত আনন্দে ঈদে পরিবার নিয়ে যাচ্ছিল বাড়ি, মুহুর্তেই সব আনন্দ বি"ষা"দে পরিণত।
মহান রাব্বুল আল আমিন এই পিতা ও তার পরিবারকে এই শো"ক সইবার শক্তি দিক। আমিন। 🤲

কালুরঘাট সেতুতে সিএনজি-ট্রেন মুখোমুখি সং'ঘ'র্ষ, নি'হ'ত ১ শিশু, আ'হ'ত অনেক।

মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন। 😥🤲

Address

Pekua Cox's Bazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Pekua Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share