17/06/2025
রামুর রিমঝিম আর ফিরে আসবে না...💔🔥
একটা লাল শাড়ী...
যেটা পরার কথা ছিলো তার জীবনের সবচেয়ে খুশির দিনে।
কিন্তু সেই শাড়ী আজ পরানো হলো মৃ'ত্যু'র পর নিথর নিস্তব্ধ এক দেহের উপর...
গতকাল সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রা'ণ হা'রি'য়ে'ছে'ন রামুর পূর্ব রাজারকুলের মেয়ে রিমঝিম বড়ুয়া। তার বিয়ে ছিলো আগামী মাসের ৬ তারিখ। চট্টগ্রামে যাচ্ছিলেন বিয়ের কেনাকাটার জন্য। কিন্তু কে জানতো, এই সফরই হবে তার জীবনের শেষ যাত্রা!
রামুর জেঠিরাস্তা এলাকায় কভারভ্যানের সাথে বাসের ভ'য়া'ব'হ সং'ঘ'র্ষে ঘটনাস্থলেই নি'হ'ত হন রিমঝিমসহ আরও দু’জন। আহত হয়েছেন ১০ জনের বেশি।
সবচেয়ে হৃদয়বিদারক ছিলো একটি দৃশ্য—
রিমঝিমের নি'থ'র দেহের উপর একটি লাল শাড়ি দিয়ে ঢেকে রেখেছে পরিবার। লাল শাড়ি সহ তার মৃ'ত্যু দেহকে জড়িয়ে ধরেছে তার হবু বর, চোখে অশ্রু, বুক ভাঙা য'ন্ত্র'ণা'য় কাঁপছে তার কণ্ঠ।
তিনি ফেসবুকে লিখেছেন—
“তিন বছর ধরে একদিনও কথা না বলে থাকা হয়নি আমাদের, অথচ আজ থেকে চিরতরে নীরব হয়ে গেলে তুমি…”
তার একটাই প্রার্থনা,
“যে জানটা আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী হোক, সে আজ পরপারে সুখি হোক—এই আর্শীবাদ সবাই করুক…”
জীবন কতটা অনিশ্চিত, কতটা নির্মম হতে পারে, তার এক ভয়াবহ উদাহরণ হয়ে রইলো রিমঝিম বড়ুয়ার এই বিদায়।
একটা হাসিমাখা মুখ, এক ঝলমলে স্বপ্ন, এক নতুন জীবনের অপেক্ষায় থাকা একটি মেয়ে—
আজ সময়ের আগেই হারিয়ে গেলো চিরদিনের জন্য।
আসুন, আমরা সবাই রিমঝিম বড়ুয়ার পরকালে শান্তি কামনা করি।
আর যারা আহত হয়েছেন, তারা যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন—
এই প্রার্থনা করি।
জীবন ক্ষণিকের, ভালোবাসুন মানুষকে, যতক্ষণ আছেন পাশে...
কারণ কখন কে কার চিরবিদায় হয়ে যায়, কেউ জানে না!
ওপারে ভালো থেকো রিমঝিম 🥹🌺💚
Md Anis Anis