Arfat Sunny

Arfat Sunny Please Follow my page for Funny Vidos

Alhamdulillah Umrah done 👉🕋🤲😭
24/03/2025

Alhamdulillah Umrah done 👉🕋🤲😭

পায়ের জুতো যখন নষ্ট হয়ে যায়, সেটা ফেলে দেওয়া উচিত, হোকনা ব্র্যান্ড কিংবা ফুটপাত,👉🖕
25/10/2024

পায়ের জুতো যখন নষ্ট হয়ে যায়, সেটা ফেলে দেওয়া উচিত, হোকনা ব্র্যান্ড কিংবা ফুটপাত,👉🖕

14/07/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।

hello my dear friends 👉❤️
27/06/2024

hello my dear friends 👉❤️

17/06/2024

খুব সুন্দর একটা গোল ছিল আমার
একদম দেখার মত

আল্লাহর ঘরটি তাওয়াফ করার কার কার স্বপ্ন আছে দেখি 👉🤲🥲
31/05/2024

আল্লাহর ঘরটি তাওয়াফ করার কার কার স্বপ্ন আছে দেখি 👉🤲🥲

Address

Guinna Para, Eidgor
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when Arfat Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share