ইনানী নিউজ

ইনানী নিউজ নির্যাতিত মানুষেরে পক্ষে

"ইনানী নিউজ" এ-র পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
14/04/2025

"ইনানী নিউজ" এ-র পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

উপজেলা প্রেসক্লাব উখিয়া'র আহ্বায়ক কমিটি ঘোষণা, আহবায়ক-আজিজি সদস্য সচিব জাহেদউখিয়া প্রতিনিধি :মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজ...
10/04/2025

উপজেলা প্রেসক্লাব উখিয়া'র আহ্বায়ক কমিটি ঘোষণা, আহবায়ক-আজিজি সদস্য সচিব জাহেদ

উখিয়া প্রতিনিধি :

মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা প্রেসক্লাব উখিয়ার আগের কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে ঐক্যবদ্ধ নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।

৪ সদস্য বিশিষ্ট নতুন এই আহ্বায়ক কমিটিতে দৈনিক বাঁকখালী'র উখিয়া প্রতিনিধি ও "ইনানী নিউজ" এর সম্পাদক মোস্তফা কামাল আজিজি'কে আহবায়ক এবং "রাজধানী টিভি" র উখিয়া প্রতিনিধি জাহেদ আলমকে সদস্য সচিব ও দৈনিক ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি ইকবাল বাহার চৌধুরী, এবং জাতীয় দৈনিক "মুক্ত খবর" এর উখিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে সুন্দর, সুশৃংখল ও সুষ্টভাবে নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এসময় উপজেলা প্রেসক্লাব উখিয়ার নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যেতে সকল সদস্যদের ভালবাসা ও
আন্তরিক সহযোগিতা কমনা করেন।

01/03/2025

মাহে রমজান জুড়ে "ইনানী নিউজ" এর বিশেষ আয়োজন "সঠিক পথে ১০ মিনিট" অনুষ্ঠানে সবাইকে স্বাগতম।

24/02/2025

বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখে দল থেকে পদত্যাগ
করছেন কন্ঠ শিল্পী মনির খান!

চকরিয়াতে তরুণীকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণকারীদের ৩ জন পুলিশের হাতে আটক।
07/01/2025

চকরিয়াতে তরুণীকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণকারীদের ৩ জন পুলিশের হাতে আটক।

03/01/2025
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ
02/01/2025

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ

06/12/2024

ইনানী সী-বীচে কাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান-পথে বসবে শত ব্যবসায়ী।

মোস্তফা কামাল আজিজি উখিয়া থেকে

ইনানী, পাটুয়ারটেক সমুদ্র সৈকতে আগামীকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হবে মর্মে মাইকিং করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, মূলত হাইকোর্টের একটি রিটের উপর ভিত্তি করে এই অভিযানটি পরিচালিত হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন, মেরিন ড্রাইভের পশ্চিম পাশে গড়ে উঠা সেনাবাহিনী, নৌ বাহিনীসহ সকল প্রভাবশালীদের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ হবে কী না প্রশ্ন করা হলে তিনি বলেন পরিস্থিতি আর পরিবেশ বলে দেবে কোথায় কোথায় অভিযান চালাতে হবে, আমরা সেভাবেই অভিযান চালাবো।

এ বিষয়ে স্থানীয় গরিব অসহায় ব্যবসায়ীরা বলেন জীবনের সর্বোচ্চ দিয়ে একমাত্র উপার্জনের হাতিয়ার হিসেবে তৈরি করেছিলাম আমরা এই ঝোপড়ী দোকান গুলো, এখানে আমাদের অনেকেরই মাথার উপর রয়েছে ঋণের বোঝা, মাতা-পিতা স্ত্রী সন্তানের মুখে দু'মোঠো ভাত তুলে দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আগামীকাল যদি আমাদদের দোকানগুলো ভেঙ্গে দেয়া হয় আমাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, স্ত্রী সন্তানদের কিভাবে দু'মুটো ভাত মুখে তুলে দেব জানিনা, আত্মহত্যা ছাড়া হয়ত আমাদের আর কোন পথ থাকবে না। স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম জানান সী-বীচ মুখি ইনকাম সোর্স থাকায় ইনানীতে এত দিন অনেক অপরাধ কম ছিল, এখন মানুষ বেকার হয়ে গেলে অনেকেই হয়তো বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়বে, বেড়ে যাবে চুরি ডাকাতিসহ ছিনতাই, রাহাজানি।

স্থানীয় ব্যবসায়ীদের অনেকে বলেন আমরা হাই কোর্টের রিটকে যথাযথ সম্মান করি, তাই বলছি যদি অভিযান পরিচালিত হয় তবে ইনানী পেবেল স্টোনের সামনে তাদের অবৈধ ভাবে দখল করে তৈরী করা স্থাপনা, মেরিন ড্রাইভের পশ্চিমে ইনানী বে ওয়াচের সামনে সেনাবাহিনীর দখলে থাকা স্থাপনা,

ইনানী বে লান্স নামে অবৈধ স্থাপনা, রয়েল টিউলিপের সামনে তৈরি অবৈধ স্থাপনা, ক্যারেভ ইনানী, চৌধুরী রিসোর্স, এসব আগে উচ্ছেদ করলে আমরা আমাদের স্থাপনা গুলো নিজেরাই ভেঙ্গে নিয়ে যাব।

কেউ কেউ বলেন আইনতো সবার জন্য সমান যদি তাই হয় আমরা অসহায় ব্যবসায়ীদের উপর সরকার হস্তক্ষেপ করতেছে আমরা কোন প্রতিবাদ করতে পারবো না কারণ আমরা গরীব। কিন্তু এমন হাজারো স্থাপনা রয়েছে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক ক্ষমতাবান ব্যক্তিরা কক্সবাজার, কলাতলী, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেকসহ বিভিন্ন স্থানে তৈরি করে রেখেছে তাদের গুলো কি হয় সেটা দেখার বিষয়।

12/08/2024

উখিয়ায় পূর্ব শ*ত্রু*তা জেরে পূর্ব পরিকল্পিত ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিনের বাসায় হা*ম*লা, ভাং*চুরের অভিযোগ

02/07/2024

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত - ১

01/07/2024

কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ অন্যান্য সেবা বন্ধ হচ্ছে না। প্রকল্পটি ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

30/06/2024

১০৯ বারের মত পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন!

Address

Inani Carabattali. Ukhiya. Cox's Bazar. Bangaladesh
Cox's Bazar
4750

Alerts

Be the first to know and let us send you an email when ইনানী নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইনানী নিউজ:

Share