Truth of Shuvo

Truth of Shuvo অন্যকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করবেন না⛔
নিজেকে পরিবর্তন করুন
আল্লাহর জন্য🛐

🫶ভালোবাসা নিবেন👇
Like. Follow. Share করে পাশে থাকুন

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।
~ রাব্বানী মাশায়েখ পনি
🦋 #হজ্জ

22/04/2025

একটি মুরগির🐓 গল্প :
( নিউরো পলিটিক্স🥴)

আমি শুভ।পরিপাটি জামাকাপড় পরে এমন একটা আত্মবিশ্বাসী ভাব নিয়ে লোকাল মার্কেটে গেলাম। আমার পোশাক-আশাক, আচরণ আর কথা বলার ধরন দেখে যে কেউ ভাববে আমি উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত বড় বিজনেসম্যান বা এমন কিছু।

প্রথম সপ্তাহ:🚶‍♂️
মার্কেটে তখন মুরগির দাম চলছিল ১০ টাকা প্রতি পিস। সেখানে তিনটি দোকান ছিল। আমি সবচেয়ে বড় দোকানে গেলাম।
আমি: দোকানে কতগুলো মুরগি আছে?
দোকানি: স্যার, ৩০টা।
আমি: আমার ৫০টা মুরগি দরকার। বাজারদামের চেয়ে ৫ টাকা বেশি দেবো। ম্যানেজ করতে পারবেন ৫ মিনিটে?
দোকানি: বাহ স্যার! প্রতি পিসে ৫ টাকা লাভ! ৩ মিনিট সময় দিন, দিয়ে দিচ্ছি।
৩ মিনিটেই দোকানি মুরগিগুলো জোগাড় করে দিলো।
আমি: ধন্যবাদ ভাই। আপনার থেকে মুরগি নিবো এখন থেকে।

দ্বিতীয় সপ্তাহ:🚶‍♂️
আমি: আজকে ৮০টা মুরগি লাগবে।
দোকানি: আজকে আছে ৪৫টা।
আমি: আমি প্রতি পিসে ২০ টাকা করে দেবো। ১০ মিনিটের মধ্যে জোগাড় করতে পারবেন?
দোকানি পাশের দুই দোকান থেকে ১৩ টাকা দরে মুরগি কিনে আমাকে ২০ টাকায় বিক্রি করলো। আমি তাকে ধন্যবাদ দিলাম।

তৃতীয় সপ্তাহ:🚶‍♂️
আমি ২৫ টাকা করে ১৭০টা মুরগি নিয়ে যাই। তিন দোকান মিলে মুরগি সরবরাহ করে দিলো।

চতুর্থ সপ্তাহ:🚶‍♂️
আমি সকালেই দোকানিদের বললাম: – বিকেলে আমার ৫০০টা মুরগি দরকার। প্রতি পিসে ৭০ টাকা করে দেবো। পারবেন কি?
তিন দোকানি একসাথে বললো: – পারবো স্যার, বিকেলের মধ্যে দিয়ে দিবো।

তারা পরিকল্পনা করলো: – ১৫০টা আমরা নিজেরা দিবো। – বাকি ৩৫০টা পাশের গ্রামের একটি ফার্ম থেকে ৫০ টাকা দরে কিনে আনা হবে।
এভাবে বিকেলের মধ্যেই ৫০০ মুরগি রেডি।

সন্ধ্যায় আমি এলাম, কিন্তু এবার সম্পূর্ণ অন্যরকম রূপে।আমার পোশাক এলোমেলো, মুখে বিষণ্ণতা, যেন পথে বসেছি সব শেষ আমার।
দোকানি: স্যার, মুরগি নিবেন?
আমি: নিবো ভাই, কিন্তু আমি যে দামে বলেছিলাম সে দামে নিতে পারবো না... সব শেষ হয়ে গেছে... (কান্নার ভঙ্গিতে)
দোকানি: তাহলে কত দিতে পারবেন?
আমি: ১২ টাকা করে দিতে পারবো।
তিন দোকানির মাথায় হাত।
আমি: দিবেন? না হলে পাশের মার্কেটে যাবো।
তারা ভাবলো, এখন আর কিছু করার নেই।
দোকানি: নিয়ে যান স্যার...

দুই সপ্তাহ পরে🤐...
তারা জানতে পারলো যেই ফার্ম থেকে তারা ৩৫০টা মুরগি কিনেছিলো, সেটা আমারই মালিকানাধীন ছিলো। তারা যে মুরগি আমার কাছে বিক্রি করেছে সেই একই মুরগি আমি তাদের কাছে বিক্রি করছি।
ফার্ম এখন বন্ধ⛔⚠️🚸

হিসাব (সংক্ষেপে):💸
আমার :মোট খরচ = ৬,৬০০ টাকা /লাভ: ১০৯০০ টাকা
দোকান : মোট খরচ = ১৯,০০০ টাকা /বিক্রি করলো ৬,৬০০ টাকায়
লস = ১২,৪০০ টাকা
---
মোরাল স্টোরি ১👑: নিউরো পলিটিক্স🥴
আমি প্রথমে দোকানিদের বিশ্বাস অর্জন করি আমার পোশাক-আশাক, আচরণ পারিপার্শ্বিক অবস্থার এবং তাদের পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে অতিরিক্ত লাভ দেখিয়ে। তারপর সুযোগ বুঝে ফাঁদ পাতি। এটি একটি নিউরো পলিটিক্স স্ট্র্যাটেজি ☣️
❝ যখন আপনি অন্যের চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করেন তাদের নিজেরই সিদ্ধান্ত দিয়ে🥴❞
--------------
মোরাল স্টোরি ২👑: বর্তমান নিউরো পলিটিক্স😁
বর্তমান বাংলাদেশে প্রতিটি সেক্টরে এই রকম নিউরো পলিটিক্স চলছে।
আপনি জানেন না —
কে মুরগি উৎপাদন করছে 🤷‍♂️?
কে মুরগি বিক্রি করছে💁‍♂️?
আর কেনো মুরগি খাচ্ছে🤦‍♂️?
কিন্তু আপনি মুরগি খাচ্ছেন। কারণ কোনো উপায় নাই🤷‍♂️
-------------
🚫শেষ কথা:
🤝System প্রথমে আপনাকে বড় স্বপ্ন দেখাবে। তারপর সেই🤝system স্বপ্ন ধ্বংস করাবে আপনার হাত দিয়ে।🤝System কখনো নিজে মিথ্যে বলে না🤫কিন্তু আপনাকে দিয়েই মিথ্যে বলায়, করায় ইত্যাদি।

→🤝System-এর সঙ্গে চলবেন? তাহলে শেষে কি হবে জানেন⚰️।
→ না নিজেকে গায়েব করে ফেলবেন🫥? তাহলে 🤝system আপনাকে মেরে ⚰️ফেলবে।

আপনি কোনটা বেছে নেবেন🤦‍♂️?
বা আপনার কাছে অপশন আছে🤷‍♂️?

#নিউরোপলিটিক্স

04/04/2025

❝ কোটি মাইল দুরের চাঁদও জানালা খুলে দিলে রুমে আসে
আপনি বোধহয় তার চেয়েও দুরে! ❞

03/04/2025

সামান্য একটা চাকরির জন্য জীবন থেকে অসামান্য অনেক কিছু হারিয়ে যায়, যেটা কখনো ফিরে পাওয়া যায় না।

22/03/2025

আয়েশা (রা.) মুহাম্মদ (সাঃ)- কে জিজ্ঞেস করলেন; হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল কদরের রাত কোনটি, তাহলে আমি সে রাতে কী দোয়া করব❔রাসুল (সাঃ) বলেন,

তুমি বলো, ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ
(উচ্চারণ : ‘আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি’।)

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে আপনি ক্ষমা করে দিন।’ (সুনানে তিরমিজি : ৩৫১৩) ✨

18/03/2025

🤲আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❤️

🤲 "লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন" ❤️

🤲আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইউল আজিম।❤️

🤲সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ❤️

🤲ইয়া মালিকুল মুলকু,ইয়া জাল জালালি ওয়াল ইকরাম❤️

🤲ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগি-স।❤️

পড়া শেষে আলহামদুলিল্লাহ!

12/03/2025

সবচেয়ে বড় 'লাভ ল্যাংগুয়েজ' হচ্ছে সম্ভবত 'দোয়া করা!'
দোয়ার মাধ্যমে মৃত /জীবিত মানুষ আমাদের মাঝে বেঁচে থাকে।

তোমার সাথে আমার কথা হোক বা না হোক, আমি তোমার জন্য দোয়া করি। আমি চাই সব ভালো তোমার সাথে হোক, আমি চাই তুমি হাসি খুশি থাকো। আমি চাই আমাদের আবার দেখা হোক। আমার প্রতিটা দোয়ায় তুমি থাকো।

এর চেয়ে বড় লাভ ল্যাংগুয়েজ আর কি হতে পারে? ❤️

08/03/2025

কথা বলা ভীষণ প্রয়োজন,,সামনের মানুষের পরিস্থিতি বুঝতে কথা বলার দরকার আছে, আমরা অনেকেই উল্টো দিকের মানুষটার ভিতরের উথালপাথাল-গুলো যাচাই না করেই নিজের মতো ভেবে নি, নিজের মতো করেই গল্প সাজাই, তাতে সমাধান তো কিছুই হয়না বরং দূরত্ব বাড়ে আরও বেশি,,

একটা চিঠির উত্তর , ফোনের রিসিভ বাটন বা হোয়াটস অ্যাপের রিপ্লাইয়ে খুব বেশি সময় লাগে কি!
তাতেও না হলে তার সামনে বসো, খুব সন্তর্পণে দু-গালে হাত রেখে জানতে চাও,
“কি হয়েছে! আমি শুনব, আমি আছিতো” দেখবে কতটা সহজ হয়ে যাবে বাকিটা, এসব শব্দগুলো একটা পাথরকেও গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে,, পারলে জড়িয়ে ধরে রাখো কিছুক্ষণ , বুকের কোঠরের সুপ্ত আওয়াজটা শুনে নাও, সমাধান এখানেই, জাদুবিদ্যা এখানেই লুকিয়ে আছে...

শুধুমাত্র কথা হয়নি বলেই কত মানুষ এড়িয়ে গেছে, শুধুুমাত্র “ভালো আছো?” বলা হয়না বলেই কত মানুষ হারিয়ে গেছে, সেই হিসেব কেউ রাখে না..
বাড়িতে ক্লান্ত হয়ে ফেরার পর আমরা আফসোস করি, একাকিত্ব বেছে নি খুব সহজে,
রাতে ঘুমোনোর আগের নির্জনতাটাকে ভালোবাসি,

তুমি বলোতো এসবের থেকে একটা মানুষকে ভালোবাসা কি সহজ নয়!

🎥 - Closedcaptionss
🌿🦋

06/03/2025

“নারী যত বেশি নিরাপদ অনুভব করবে বাহিরে, তত বেশি উন্মুক্ত হবে সমাজে!”
মানেন আর না মানেন এটাই বাস্তব

03/03/2025

❝হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম❞

যে ব্যক্তি দো‘আটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ্ই যথেষ্ট হবেন।

03/03/2025

❝রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান❞

যে ব্যক্তি এ দো‘আ সকাল ও বিকাল তিনবার করে বলবে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামাতের দিন সন্তুষ্ট করা। [১]
মুনাইযির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে, তাঁর হাত ধরে তাঁকে জান্নাতে প্রবেশ করাব।” হাফিয হাইসামী হাদীসটির সনদকে হাসান বলেছেন।

02/03/2025

রমজান মাসে যেকোনো নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব। আর রমজান মাসে যেকোনো আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়।

- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর (১০০+, আলাদা আলাদা পড়লেও হবে, সকাল-সন্ধা)

- দূরুদ (১০০+, প্রতিবারে ১০ গুনাহ মাফ, ১০ নেকি, ১০ সম্মান বৃদ্ধি, সকাল সন্ধ্যা)

- ইস্তেগফার (১০০০+, আনলিমিটেড হলে ভালো। ১০০ বার জিকির করতে ১-১.৫ মিনিট লাগে অর্থাৎ ১০০০ বার ১০-১৫ মিনিট, সকাল-সন্ধ্যা)

- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০০+ সকাল-সন্ধা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়)

- লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (১০০+, সকাল-সন্ধা, এমন একটা আমল যেটা ৯৯ রোগের ঔষধ যার সর্বনিম্ন রোগ দুশ্চিন্তা থেকে মুক্তি আর রমজান মাসের বিশেষ আমল)

- লা-ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ্জোয়ালিমিন (১০০+, সকাল-সন্ধা, দুআ কবুলের হাতিয়ার)

- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদির (১০০, সকাল-সন্ধা ফজর মাগ্রিবের পরে ১০ বার। যে ১০০ বার পড়বে সে ঐদিব সর্বোত্তম আমলকারী হবে)

- সূরা ইখলাস (৩ বার পড়লে এক খতম, ১০ বার পড়লে জান্নাতে একটা বাড়ি)

- শায়েখ আহমাদুল্লাহ এর সকাল - সন্ধ্যা দুআর বই এর দুআ গুলা।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Truth of Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share