Datta's Creator Of University

Datta's Creator Of University This page is mainly related to University.বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ🙏।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার জন্য যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন নাই। তাদের জন্য জরুরি নির্দেশনা -নিম্নোক্ত ...
29/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার জন্য যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন নাই। তাদের জন্য জরুরি নির্দেশনা -
নিম্নোক্ত কাগজপত্র নিয়ে কেন্দ্রে উপস্থিত হলেই পরীক্ষা দিতে পারবেন।
১. প্রাথমিক আবেদন ফরম
২.HSC পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড
৩.SMS এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি।

Join Datta's Creator Of University

✅NSTU এর কাটমার্ক ২০২৩-২৪ তখন ২২ টি University ছিলো ।তাই এবার পজিশন কমে আসবে ।
16/05/2025

✅NSTU এর কাটমার্ক ২০২৩-২৪

তখন ২২ টি University ছিলো ।

তাই এবার পজিশন কমে আসবে ।

13/05/2025

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর মাইনাস ১৫।
সর্বোচ্চ নম্বর পেয়েছেন ঢাকা বোর্ডের সানজিদা আক্তার উর্মি। তার প্রাপ্ত নম্বর ৮৪.৭৫।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৮০ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ৫ জন। পরীক্ষায় ৭০ নম্বরের উপরে পেয়েছেন ২৭৪ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ২৭২ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১১ হাজার ১৪৪, ৪০ নম্বরের উপরে পেয়েছেন ১৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী।

অপেক্ষা আর কিছু মুহূর্ত ❤️
13/05/2025

অপেক্ষা আর কিছু মুহূর্ত ❤️

12/05/2025

হাবিপ্রবি'র ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, থাকছে পুন:নিরীক্ষণের সুযোগ

১১ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত ০৫ মে থেকে ০৭ মে ২০২৫ খ্রি. পর্যন্ত বিভিন্ন ইউনিটভিত্তিক পরীক্ষাগুলো কয়েকটি শিফটের মাধ্যমে সম্পন্ন করা হয়। নিচে প্রতিটি শিফটের পাশের হার ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তুলে ধরা হলো:

A1 শিফট: পাশের হার ৬১.৩২%, সর্বোচ্চ স্কোর ১২৯.৫০

A2 শিফট: পাশের হার ৪৯.৯১%, সর্বোচ্চ স্কোর ১২৩.৯৮

A3 শিফট: পাশের হার ৫৭.১৭%, সর্বোচ্চ স্কোর ১২৬.২৩

B1 শিফট: পাশের হার ৪৭.০২%, সর্বোচ্চ স্কোর ১১১.২৫

B2 শিফট: পাশের হার ৪৭.১০%, সর্বোচ্চ স্কোর ১১৭.৫০

B3 শিফট: পাশের হার ৪৫.৮৬%, সর্বোচ্চ স্কোর ১১৩.২৫

C (BS) শিফট: পাশের হার ৬৭.২৪%, সর্বোচ্চ স্কোর ১২৭.২৫

C (SH) শিফট: পাশের হার ৭৩.৬২%, সর্বোচ্চ স্কোর ১৩০.৭৫

D1 শিফট: পাশের হার ৬৫.৭৯%, সর্বোচ্চ স্কোর ১৩৬.৭৫

D2 শিফট: পাশের হার ৬৯.১৩%, সর্বোচ্চ স্কোর ১২৬.৭৬

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দক্রম ফর্ম আগামী ১২/০৫/২০২৫ তারিখ বিকাল ৫ টা হতে ১৫/০৫/২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত পূরণ করা যাবে। ভর্তির তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
এছাড়াও ফলাফল প্রকাশের পর পুন:নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে, এ লক্ষ্যে ১৩ তারিখ রাত ১২.০১ মিনিট হতে ১৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫ টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

- - জনসংযোগ ও প্রকাশনা শাখা, হাবিপ্রবি।

11/05/2025

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে

11/05/2025

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

10/05/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিট লিস্ট ৪টি ইউনিটে যতদূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছেঃ

➡️ ইউনিট-১ (A)
শিফট-০১: বিজ্ঞান - (৩৩১ থেকে ৫১৫)
শিফট -০২: বিজ্ঞান -(৩৩০-৫০০)
শিফট-০৩: বিজ্ঞান-(৩৭২ থেকে ৫৮৫)

➡️ইউনিট-২ (B)
★মানবিক - ৩৩৯
★বিজ্ঞান - ৯১
★কমার্স - ৪৩

মানবিক - ৩৫৪
বিজ্ঞান - ৯৬
কমার্স - ৪৩

মানবিক - ২৯৯
বিজ্ঞান -৫৭
কমার্স - ৪০

ইউনিট -২ (C)

🔰শিফট-০১:
মানবিক -৩৪১
বিজ্ঞান -
কমার্স-

🔰শিফট-০৩:
মানবিক -২৪
বিজ্ঞান -৬১
কমার্স-২৯৫

➡️ইউনিট -২ (D)

🔰শিফট-০১:
মানবিক - ৩৪১
বিজ্ঞান -১১৮
কমার্স- ৪৮

🔰শিফট-০৩:
মানবিক - ৩৬২
বিজ্ঞান -১১৩
কমার্স - ৫৩


©

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Datta's Creator Of University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share