Okar Uddin official

Okar Uddin official আসসালামু আলাইকুম।আমার নতুন পেইজ। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ খবর আছে কিন্তু।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও জোনাল অফিসের সম্মানিত গ্রাহক/ এলাকাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরবচ্ছ...
03/05/2025

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও জোনাল অফিসের সম্মানিত গ্রাহক/ এলাকাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ০৪/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ৮ঃ৩০ ঘটিকা হতে বিকাল ৫ঃ০০ঘটিকা পর্যন্ত ঈদগাঁও উপকেন্দ্রের ৫ নং ফিডার এর আওতাধীন নাইক্কংদিয়া,খামারপাড়া, মিয়াজীপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে পর্যায়ক্রমে যে লাইনের কাজ সম্পন্ন হবে,সে লাইনে নির্ধারিত সময়ের পুর্বে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বর্ণিত কাজে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

প্রচারে
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিl

26/04/2025

মেয়েদের জীবনে কেবল দুটি উদ্দেশ্য। তার শখের পুরুষ রেগে গেলে তাকে শান্ত করা। আবার শখের পুরুষ শান্ত থাকলে তাকে রাগিয়ে তোলা!

09/04/2025
ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ই'হু'দী। পৃথিবীর কোথাও যখন তারা নি'রা'প'দে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০...
07/04/2025

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ই'হু'দী। পৃথিবীর কোথাও যখন তারা নি'রা'প'দে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০ সালে ফিলিস্তিনে একটু আশ্র‍য় পাওয়ার আশায়।

আর ফিলিস্তিনিরাও আমাদের মতই দয়া দেখিয়ে নিজেদের জায়গা, খাবার, পরনের কাপড় দিয়ে সাহায্য করেছিলো।পরিশেষে ফ"কি"র হয়ে এসে মালিকের বাড়ি দ'খ'ল করে নেয় তারা। এটাই হলো তাদের আসল রু'প, প্রকৃত পরিচয়।

বলছিলাম আন্তর্জাতিক গা*দ্দা"র ঈ'স*রা'ঈ:লিদের কথা। হ্যা এরাই তারা। তাদের পরিচয় এটাই।

তামিম ইকবালের দুটো হার্ট অ্যাটাক, তারমধ্যে একটা ম্যাসিভ। হার্ট অ্যাটাক হওয়ার পর ২২ মিনিটে সিপিআর, ৩ বার ডিসি শক, দুই ঘন্...
26/03/2025

তামিম ইকবালের দুটো হার্ট অ্যাটাক, তারমধ্যে একটা ম্যাসিভ। হার্ট অ্যাটাক হওয়ার পর ২২ মিনিটে সিপিআর, ৩ বার ডিসি শক, দুই ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করা, রিং (স্টেন্ট) পরানো শেষ।

এই অসাধারণ কাজটি করেছেন কার্ডিওলজিস্ট ডা. মনিরুজ্জামান মারুফ ও তার টিম

ভাবতে পারেন বিষয়টা, কি দক্ষতা দেখিয়েছে বাংলাদেশের ডাক্তাররা। তাও আবার সাভারের মতো একটি সরকারি হাসপাতালে এই কাজ হয়েছে। এই ডাক্তাররা তো আমাদের রিয়েল হিরু।

অথচ আমজনতার এনজিওগ্রাম করার জন্য আগে সিডিউল নিতে হয়, একদিন আগে হসপিটালে ভর্তি থাকতে হয়। রিং পরানোর জন্য ডাক্তারদের বোর্ড বসাতে হয় আরো কত কী!

তারপর রিং বা স্টেন্ট এর দামও রাখা হয় প্রায় ১৫-২০ গুণ বেশি। এই যে অনেকে বলেন বাংলাদেশে ভালো ডাক্তার নেই, ভালো ইনস্ট্রুমেন্ট নেই, ভালো ট্রিটমেন্ট হয়না এই কথাটা ভুল। বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে সৎ মানুষ, ভালো প্রতিষ্ঠান নেই। এখানে প্রত্যেক পদে পদে বিজনেসের ফাঁদ। চিকিৎসা সেবা কম, ব্যবসা বেশি। এই জন্য আমাদের হিরু মনিরুজ্জামান'রা আড়ালে থেক যায়,আলো ছড়াতে পারেনা।

এরজন্য দরকার সিস্টেম পরিবর্তন, আমাদের ডাক্তার ও প্রতিষ্ঠান আছে। সিস্টেম পাল্টালে দেশ পাল্টাবে।

বর্তমান সময়ে এই রকম ঘটনা ঘটার পেছনে মেয়েরা দায়ী মা বাবা নই। কারণ ৯০% মেয়েরা টুকাইকে পছন্দ করে পালিয়ে বিয়ে করে মা বাবার অ...
19/01/2025

বর্তমান সময়ে এই রকম ঘটনা ঘটার পেছনে মেয়েরা দায়ী মা বাবা নই। কারণ ৯০% মেয়েরা টুকাইকে পছন্দ করে পালিয়ে বিয়ে করে মা বাবার অবাধ্য হয়ে/ অপমানিত করে। এবং বর্তমান মেয়েরা টুকাইর লম্বা লম্বা চুল পাটা ছিটা প্যান্ট,গায়ের চামড়া সাদা, আর মাদক আসক্ত, আর কারো কাছ থেকে একটা বাইক ধার নিয়ে যখন চালায় তার সখের নারীর সামনে তখন ঐ সখের নারী তার প্রতি আসক্তি হয়ে যায়,তখন সেই মেয়ে মনে করে সেই একজন নায়ক তার উপরে পৃথিবীতে আর কেহ নেই তাহারা আরো খুশি হয়ে বলে এক বান্ধবী আরেক বান্ধবীকে আমি একজন নায়ক / হিরুর সাথে রিলেশন করি কিন্তু সেই মেয়েটা একটু মাত্র চিন্তা করেনি যে ছেলেটা পৃথিবীর সব চেয়ে নিকৃষ্ট ব্যাক্তি। বর্তমানে ৯০%মেয়েদের মাথায় এই জিনিসটা না থাকায় আজ তাহাদের এই পরিণতি । তখন মা বাবার সম্মানকে লাতি দিয়ে তার সখের ছেলের সাথে পালিয়ে যায়। পরবর্তী তার সখের নারী ও সখের পুরুষের মধ্যে এই রকম ঘটনা ঘটে। এর পেছনে দায়ী শুধু পশু মার্ককা মেয়েরা। এই একটা ভুল সিদ্ধান্তে মেয়েদের সারাজীবনের কান্না। সব মেয়েদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত।

⛔খোকারা যে ভাবে তার বাবার কাছে প্রিয় থাকে, বাবারা যদি তার খোকার কাছে সেই ভাবে প্রিয় থাকতো!!!!!!⛔বাবার সাপোর্ট সব ছেলের ক...
08/12/2024

⛔খোকারা যে ভাবে তার বাবার কাছে প্রিয় থাকে, বাবারা যদি তার খোকার কাছে সেই ভাবে প্রিয় থাকতো!!!!!!

⛔বাবার সাপোর্ট সব ছেলের কপালে জুটে না। আর যে পায় সে অনেক ভালো জায়গায় পৌঁছে যায়। ছেলের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে তার বাবা।

সৃষ্টিকূলের সকল জীবের স্রষ্টা,
মহান বিধাতা,
যার মাধ্যমে আগত এই ধরণীতে,
সে আমাদের পিতা।
স্রষ্টা আমাদের পালনকর্তা,
তিনিই রিযিকদাতা,
যে আছে দৃশ্যমান
সে আমাদের পিতা।
মা যেমন আপন সবার
তেমনি আপন পিতা,
উভয়কে ছাড়া হয়না কখনও
জীবনের পরিপূর্ণতা।
রক্তের বাধন সবচেয়ে আপন
এমনি এক বন্ধন, না যায় খন্ডন,
সবার চেয়ে আপন, থাকবে সারাজীবন,
পিতা পুত্রের বন্ধন, সত্য চিরন্ত.
অনুভবে বুঝতে পারি বাবার কদর।
বাবা যে কি বুঝতে পারি,
পাইনি তাকে আমি,
পৃথিবীতে বাবা হল সবার চেয়ে দামী।
ভালো থেকো বাবা

৩৪ টা বসন্ত পার করেছি, যা মনে চেয়েছে তাই করেছিকারন জীবন তো একটাই। প্রতিটা দিন ঈদের দিন আর  প্রতিটা রাত চাঁদ রাত। ভালো থা...
08/12/2024

৩৪ টা বসন্ত পার করেছি, যা মনে চেয়েছে তাই করেছি
কারন জীবন তো একটাই। প্রতিটা দিন ঈদের দিন আর প্রতিটা রাত চাঁদ রাত। ভালো থাকবেন সব বন্ধুরা

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! ছেলেটার নাম সা'দ।  বয়স ২১ বছর। একটা মেয়ের সা...
14/11/2024

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে !!

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।ধরুন, দুপুরে ...
14/11/2024

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।

ধরুন, দুপুরে খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে।

রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান।

কমন যে চিত্রটি আমরা দেখতে পাই:

রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দেয়। আর বাবা মা দুজন ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে।

আহ কি শান্তি!

আসলে যা করা দরকার ছিলো:

রাতে ৩ জনই একসাথে খেতে বসব। তার সামনেইমাছটা সমান ৩ ভাগে ভাগ করব। আর ৩ জনেই ৩ টুকরা খেয়ে নিব।

বিশ্বাস করুন, এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নাই। বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে।

অথচ, ৩ টুকরামাছ তাকে শেখাবে কীভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়। আর এই মেসেজটি আজীবন তার ব্রেইনে ঢুকে থাকবে।

এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে।

ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কিনা! আবার, বাবার ভাগটাও রেখে দিবে।

বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছুই নিজের করে পেতে চায়, তার-ই ভাই বা বোন সে পেলো কিনা সেদিকে খেয়ালই রাখে না। দাদু, কাকা, বাবা, যে যা-ই আনুক না কেন, সবই তার চাই!

এগুলোই আমাদের শিখিয়ে দেয় কীভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি তাদের পরবর্তীতে জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করবে।

11/10/2024

চারপাশে এত ছাগল তবুও মাংসের কেজি ৮০০ টাকা..

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Okar Uddin official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share