Jaidul Haque Manik

Jaidul Haque Manik Gen = Z

ছাদ ঢালাইয়ের হিসাব । ১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ...
30/06/2025

ছাদ ঢালাইয়ের হিসাব ।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

✍️Jaidul Haque Manik
B.S.C in Civil Engineering
Diploma in civil Engineering

প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ২৬/০৬/২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার আওতাধীন ২নং ওয়ার্ড ছাত্রদলের ৬১ জন ব...
30/06/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ২৬/০৬/২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার আওতাধীন ২নং ওয়ার্ড ছাত্রদলের ৬১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ০২ ( দুই) বছরের জন্য প্রকাশ করা হল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার সভাপতি এ.এস.এম ইরফান সিকদার সোহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন " আজ এই কমিটি অনুমোদন করেন ।

বার্তা প্রেরক
জায়েদুল হক মানিক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
হোয়ানক ইউনিয়ন ছাত্রদল

26/06/2025

আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া সকল উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষার্থীদের ভাইবোনদের জন্য দোয়া ও শুভকামনা রইল ।

আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের সকল এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা আগামীদিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বক্ষেত্রে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হবে --- এটাই হবে আজ জাতির প্রত্যাশা । মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের আজ ও আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমন্ডিত হোক ।

✍️ Jaidul Haque Manik

26/06/2025

শাপলা জাতীয় প্রতীকের সবচেয়ে প্রমিনেন্ট অংশ । দূর থেকে দেখলে শুধু শাপলাই চোখে পড়ে। এক্ষেত্রে শাপলা নির্বাচনী প্রতীক হিসাবে না রাখাই ভালো ।

যদি রাখাই হয়, তাহলে শাপলা সবার আগে যারা চেয়েছে তাদেরকে দেওয়াই ন্যায়বিচার ।
এছাড়াও ব্যালেট পেপারে চাপা হলে ধানের শীষ এবং শাপলা ফুলের ছবি কিছুটা কাছাকাছি হবে। অনেকে ভোট দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে ভুল প্রতীকে ভোট দিতে পারে ।
এধরনের ' কনফিউজিং সিমিলারিটি'র আশঙ্কা থেকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া উচিত হবে না ।

✍️ Jaidul Haque Manik

প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ২৩/০৬/২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ জন ব...
26/06/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ২৩/০৬/২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ০২ ( দুই) বছরের জন্য প্রকাশ করা হল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়ানক ইউনিয়ন শাখার সভাপতি এ.এস.এম ইরফান সিকদার সোহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন " আজ এই কমিটি অনুমোদন করেন ।
বার্তা প্রেরক
জায়েদুল হক মানিক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
হোয়ানক ইউনিয়ন ছাত্রদল

13/05/2025

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
বজ্রকন্ঠে বলতে চাই সবার আগে বাংলাদেশ।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার❤️
১৩/০৫/২০২৫

13/05/2025

জাতীয় সংগীত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিচয় ।

জাতীয় সংগীত আমাদের অহংকার আমাদের আবেগ ।

📌 শহিদ মিনার, কক্সবাজার ।
১৩/০৫/২০২৫

12/05/2025

বীর চট্রলার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে মহেশখালী উপজেলা ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

১০/০৫/২০২৫

03/05/2025

শুভ জন্মদিন 🎂
আমাদের নয়ন😍
ছাত্রদলের নয়ন ভাই ❤️🌺

আগামী দিনগুলো আরো সুন্দর ও সাফল্য মন্ডিত হোক

আব্দুল আজিজ নয়ন
যুগ্ম আহ্বায়ক, মহেশখালী উপজেলা ছাত্রদল

শ্রমিকের ঘামেই চলে রাষ্ট্রের চাকা,শ্রমিকের অধিকার মানে মানুষের অধিকার।আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস—মে দিবস।এই দিনে শ্রদ্ধা...
01/05/2025

শ্রমিকের ঘামেই চলে রাষ্ট্রের চাকা,
শ্রমিকের অধিকার মানে মানুষের অধিকার।

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস—মে দিবস।
এই দিনে শ্রদ্ধা জানাই সেইসব অকুতোভয় শ্রমিক ভাই-বোনদের,যারা প্রতিদিন নিজেদের কষ্ট দিয়ে গড়ে তোলেন আমাদের সমাজ, অর্থনীতি আর ভবিষ্যৎ।

মেহনতি মানুষের জয় হোক,
গণতন্ত্র ও ন্যায়ের বাংলাদেশ ফিরে আসুক।

30/04/2025

মহেশখালী জেটি থেকে --- হোয়ানক ডেইল্যাঘোনা পর্যন্ত প্রায় শতাধিক গাড়ি নিয়ে, ছাদ খোলা গাড়ি যোগে হোয়ানক ফিরলেন মেঝভাই আইয়ু্ব আলী ( ফুফাতো ভাই )

স্বৈরাচার আওয়ামী লীগ, বিভিন্ন সিন্ডিকেট, মাফিয়া বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজে সরকারের কাছে বনে গিয়েছিলেন মহেশখালীর ১নং সন্ত্রাসীও " আইয়ুব বাহিনী "
প্রায় অর্ধশতাধিক মামলা নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর হাতে AK-47 নিয়ে আত্মসমর্পণ করেছিলেন ; সব মামলা থেকে দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেলেন তিনি
( অবশেষে সত্যের জয় হল ✌️)

সরকারের কাছে বাহিনী হলেও সাধারণ জনগনের মাঝে তিনি রিয়েল হিরো হিসাবে খ্যাত

তাই হাজারো মানুষ তাকে বরণ করে নিলেন/নিচ্ছেন

আসার সময় মহেশখালীর প্রতিটি বাজারে নারী - পুরুষ সহ সকলের ফুলের মালা এবং প্রতিটি বাজারে গেইট দিয়ে গণসংবর্ধনা ✌️

# king of hoank, Moheshkhali

19/04/2025

সী-ট্রাক ৩০ মিনিটে মহেশখালী ঘাটে চলে এসেছে। স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaidul Haque Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share