27/08/2025
পিরিতে বুঝেনা ধর্ম জাতি কুল মান সন্মান
পিরিত যখন মনেতে জাগে,
তখন সাত সমুদ্র আসমান জমিনে তুফান যায় বহে।
চিনেনা ধনী গরিব ,জাতি ধর্ম,চিনেনা বংশ,
ধর্ম,সৈয়দ,মীর,মোগল, পাঠান,ব্রামন,হিন্দু,খ্রীষ্টান, সকল কিনারা ভেঙ্গে নেয়।
ভালোবাসা লাগেনা আইডি জাত কিংবা ধর্মের,
সে শুধু চায় একটি হৃদয়, যেখানে ভালবাসা মিশতে চায় সঠিক প্রেম ধর্মে।
ধর্মের বাধা, সমাজের আইন, সম্মান অর্থ কড়ি
সবই হয় মুল্যহীন দেখে শুধু সময়ের ঘড়ি।
দুইটি প্রাণ যখন এক সুরে বাঁজে,
তখনইতো দুটি মন নতুন রূপে সাজে?
পিরিতইতো প্রেম, পিরিতিইতো পাগলামো,
পিরিইতোতো হৃদয়ের বিপ্লব।
যাহার মাঝে প্রেমের আগুন জ্বলে,
সে আগুন কি আর জাত ধর্মের দোহাই দিলে নিভে।
হৃদয়তো হিন্দু-মুসলিম খোঁজে না,
খোঁজে না ধনী-গরিব, সাদা-কালো
হৃদয় প্রেম ছাড়া অন্য কিছুই বোঝেনা।
হৃদয় খুঁজে একটু গন্ধ, একটু হাসি, একটু করুণ স্পর্শে যার চিরজীবনের ঠিকানা খোঁজে।
সমাজ তখন নখ দিয়ে আঁচড়ে দেয় সেই দুটি আত্মাকে।
যারা সত্য ভালোবাসে, তারা সমাজ কিংবা ধর্মের দোহাই মানেনা?
তারা তো দেখে শুধু হৃদয়ের গভীরে থাকা নির্মল আলোকে।
তারা জানে প্রেম ও একটি ধর্ম
এই ভালোবাসা ছুঁয়ে যায় স্রষ্টার সৃষ্টি পবিত্র প্রেমকে।
প্রেমিক জানে পিরিতের মানে আত্মার আত্মীয়তা, রক্তের নয়, ধর্মের নয়,সমাজের নয়।
তাই প্রেম বা পিরিতিকে বিচার কোরো না ধর্ম দিয়ে,
জাত দিয়ে, কুল দিয়ে।
পিরিতি বুঝে না সম্মান, সে শুধু চায় একটুখানি আত্মার গভীরে স্থান
একটি বুক, যে বুক বলবে, তুমি আমার
সর্বজনীন, শাশ্বত, চিরন্তন।
পিরিত হলো সেই পবিত্র আগুন,
যা পোড়ায় কেবল মিথ্যাকে।
ভালোবাসা বোঝে না সংবিধান, বোঝে না গোঁড়ামির গণ্ডি।
সে জানে শুধু তুমি আমি মিলেই
এক পূর্ণতা, এক আশ্চর্য জীবন ও রঙ।
পিরিতির কাছে কোনো ধর্ম নেই, জাত নেই, গর্ব নেই
শুধু থাকে নিঃশর্ত একটা সত্য,
যেটা বেঁচে থাকে মৃত্যু পার হয়ে
অমর হয়ে সেটাইতো অমর প্রেম।