
14/08/2024
আপনি যদি মনে করেন চিত্রশৈলীটি দেখতে খুব সুন্দর! প্রশংসনীয়, এইটুকুতেই যদি আবদ্ধ থাকেন তাহলে শিল্পের মর্মার্থ ব্যর্থ।
ছোট্ট একটি ছবি নিয়ে আপনি চাইলে একটি উপন্যাস, কয়েকটি কবিতা বা একটি গল্প লিখতে পারেন। ছবিটি দেখতে ছোট হলেও ইহার ভাবার্থ অনেক বিশাল।
যদি সংক্ষেপে বলি... মানুষ জন্ম থেকে স্বাধীন। আবদ্ধ, সীমাবদ্ধতা, শিকল বন্দী, বাকস্বাধীনতা হনন, কারো প্রতি জুলুম করা, কারো প্রতি চেপে বসা, মানুষ এসব পছন্দ করেনা। মানুষ একদিন অন্যায়ের দাসত্বের শৃঙ্খল ভেঙে আসবে আসবেই।
পরাধীনতার শিকল পরে বন্দী থাকতে প্রকৃতির কোন প্রাণীও চায় না। মুক্ত পৃথিবী দেখতে চাই..।