The poetry of world's.

The poetry of world's. Own song & poetry. Traditional n culture

আপনি যদি মনে করেন চিত্রশৈলীটি দেখতে খুব সুন্দর! প্রশংসনীয়, এইটুকুতেই যদি আবদ্ধ থাকেন তাহলে শিল্পের মর্মার্থ ব্যর্থ।ছোট্...
14/08/2024

আপনি যদি মনে করেন চিত্রশৈলীটি দেখতে খুব সুন্দর! প্রশংসনীয়, এইটুকুতেই যদি আবদ্ধ থাকেন তাহলে শিল্পের মর্মার্থ ব্যর্থ।

ছোট্ট একটি ছবি নিয়ে আপনি চাইলে একটি উপন্যাস, কয়েকটি কবিতা বা একটি গল্প লিখতে পারেন। ছবিটি দেখতে ছোট হলেও ইহার ভাবার্থ অনেক বিশাল।

যদি সংক্ষেপে বলি... মানুষ জন্ম থেকে স্বাধীন। আবদ্ধ, সীমাবদ্ধতা, শিকল বন্দী, বাকস্বাধীনতা হনন, কারো প্রতি জুলুম করা, কারো প্রতি চেপে বসা, মানুষ এসব পছন্দ করেনা। মানুষ একদিন অন্যায়ের দাসত্বের শৃঙ্খল ভেঙে আসবে আসবেই।

পরাধীনতার শিকল পরে বন্দী থাকতে প্রকৃতির কোন প্রাণীও চায় না। মুক্ত পৃথিবী দেখতে চাই..।

03/08/2024

ঘুড়িরা ওড়ছে হালকা বায়,
হালকা বায়!

একটু বাড়িলে টান সুতায়।

আকাশে ঘুড়িরা হোঁচট খাই
একটু বাড়িলে টান সুতায়।।

মানব ঘুড্ডী

সর্দার বাড়ির জৌলুষপূর্ণভোজের আয়োজন বাতাসে সোয়াদ ছড়াই। কাকের মতো আমরাও তাকিয়া আছি শকুনের মতো ঠোকর  দিয়ে মগজ খায়, ম...
01/08/2024

সর্দার বাড়ির জৌলুষপূর্ণ
ভোজের আয়োজন
বাতাসে সোয়াদ ছড়াই।

কাকের মতো আমরাও তাকিয়া আছি শকুনের মতো ঠোকর দিয়ে মগজ খায়, মানুষের বসতবাড়ি খায়।

মতিচুরা( প্রথম খন্ড)
কবিতাটি আমি লিখেছিলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে। আজ তার বাস্তব রূপ দেখতে পেলাম!!

প্রেমিক আর কবিকে এই সমাজ কোনদিন মেনে নেয়নি, নেবেও না।কারণ এরা মানুষের বক্ষভেদ করে হয় ভালবাসায়,  নাহয়   কলমের খোঁচায়...
26/07/2024

প্রেমিক আর কবিকে এই সমাজ কোনদিন মেনে নেয়নি, নেবেও না।
কারণ এরা মানুষের বক্ষভেদ করে
হয় ভালবাসায়,
নাহয় কলমের খোঁচায়।

পাশার দাণনজরুল ইসলামঝলসানো হৃদয় আর আগুনকে ভয় পায়নাবহুবার হৃদয় ভেঙেছেক্ষতবিক্ষত হয়েছে এই প্রান্তর!! মৃত্যুকে করেছি আ...
17/07/2024

পাশার দাণ
নজরুল ইসলাম

ঝলসানো হৃদয় আর আগুনকে ভয় পায়না
বহুবার হৃদয় ভেঙেছে
ক্ষতবিক্ষত হয়েছে এই প্রান্তর!!

মৃত্যুকে করেছি আলিঙ্গন
তবে শাহাদত হবো বলেই
মৃত্যু প্রত্যাখ্যান করেছে বারবার।

কিছু শাহাদাতের মৃত্যু এই প্রান্তরকে উজ্জীবিত করে,
সবুজ শ্যামল প্রান্তরে
একদিন অঙ্কুরিত হবে
গণতন্ত্রের বৃক্ষ।

চারিদিকে ছড়িয়ে পড়েছে
মানুষের ঘৃণার আগুন!

সেই আগুনে নিশ্চিত মৃত্যু জেনেও
ফসল বিনষ্টকারী! গণতন্ত্র বিনষ্টকারী! ইতিহাস বিনষ্টকারী! পঙ্গপাল ছুটে যাচ্ছে অদৃশ্য পর্দার আড়ালে থাকা........................!

আমার চোখের ইশারা বুঝলো না প্রেমিকা।
শুধু প্রত্যাখ্যানের হাত বাড়িয়ে দিলে!
কত চিঠি আমার
আপিল বিভাগে জমা পড়েছে।

ইশারা বুঝলো না জাতি।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when The poetry of world's. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The poetry of world's.:

Share