24/11/2024
ফ্রিল্যান্সিং পেশার ভবিষ্যৎ কি?
ভবিষ্যতে কি হবে তা আল্লাহ ভালো জানেন।
তবে আমি কয়েকদিন রিসার্চ করে যা বুঝেছি তা হলো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা যার চাহিদা কোনদিন কমবে না বরং বাড়বে।
অনেকে বলেন "আশেপাশের সবাই ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাচ্ছে মার্কেট প্লেইসে কাজ নেই, একাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার।"
আমি বলি বাংলাদেশের সব মানুষ ফ্রিল্যান্সার হয়ে গেলেও সমস্যা নেই, স্কিলফুল হলে সবাই কাজ পাবে এতে কোন সন্দেহ নেই।
অফলাইনে করা যায় এরকম কাজের ৯০% এর বেশি কাজ অনলাইনে করা সম্ভব এবং তা ফ্রিল্যান্সার দিয়ে করানো সম্ভব। অনলাইনে করা যায় কিন্তু অফলাইনে করা যায় না এরকম হাজারো কাজ আছে যা ফ্রিল্যান্সাররা করতেছে বা করবে।
মার্কেট প্লেইসে কাজ নেই কে বললো? বাংলাদেশ কতোজন ফ্রিল্যান্সার আছেন যারা গুগল এডস এর সার্ভিস দেন? কয়জন শপিফাই নিয়ে কাজ করেন? কয়জন উইক্স এর নাম শুনেছেন?
আমরা সবাই যদি YouTube SEO নিয়ে কাজ করি তাহলে কাজ কিভাবে পাবো বলেন?
আর আপনার একাউন্ট কেনো নষ্ট হয় তা আপনি ভালো করে জানেন! ভালো সার্ভিস দিলে অনেস্ট সার্ভিস দিলে, আপনার একাউন্ট কখনও নষ্ট হবে না। অবশ্য মার্কেট প্লেইসের টার্মস এন্ড কন্ডিশন মানতে হবে। তারপরও একাউন্ট নষ্ট হলে আমি আপনার একাউন্ট ফিরিয়ে দিবো সাপোর্টে কথা বলে ইনশা আল্লাহ ।
ফ্রিল্যান্সিং ছাড়া এই যুগে অনেক স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব। ফ্রিল্যান্সিং হচ্ছে সোনার ডিম দেওয়া হাসের মতো, কিন্তু আমরা এটা একসাথে পেতে চাই, বিশেষ করে আমরা সিলেটিরা।
আপনি আমাকে এক বছর সময় দিন, আমি চাই একজন মানুষ আমাকে এসে বলুক ভাই, আমি আমার জীবন থেকে এক বছর আপনাকে দিয়ে দিলাম আপনি আমাকে ভালো কিছু করতে সাহায্য করুন। এই মানুষের যদি মেধা মোটামুটি ভালো হয় আর পরিশ্রমী হয় সে এক বছর পর মিনিমাম মাসে ৪০ হাজার টাকা ইনকাম করবে ইনশা আল্লাহ।
এই এক বছরে তাঁর খরচ হবে সর্বোচ্চ ৮০ হাজার টাকা থাকা খাওয়া সহ। কিন্তু এক বছর পর হতে পারে সে পার মাস ১ লক্ষ টাকার বেশি আয় করবে, এবং এটা প্রতি মাসে বৃদ্ধি পেতে থাকবে ইনশা আল্লাহ।
শুধু ৩ টা শর্ত
১. এই একবছরের ভিতর "ভাই ইনকাম ওয় না কেনে" বলতে পারবেনা।
২. প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা কাজ শিখার পিছনে সময় দিতে হবে।
৩. আমাদের কোর্সের এবং আবাসিক হোস্টেলের সকল নিয়ম মানতে হবে।
কিন্তু হয়তো বিশ্বাস করবেননা গত ৩ বছরে আমি এরকম একজন মানুষও পাইনি, পাবো বলে আশাও করিনা, সবাই ২৫ টা ক্লাসের পর বলে "ভাই ডিপ্রেশনে যাইরাম গি অর্ডার পাই না কেনে?"
আমার ৪৫+ ক্লাস করেছে এরকম একজনও স্টুডেন্ট ও নেই যে যারা ইনকাম শুরু করতে পারিনি, প্রতি ব্যাচের ৯০-৯৫% স্টুডেন্ট ইনকাম করতেছে বা করেছে কিন্তু এটা শেষ কথা নয়, তাঁরা যদি নিজেকে আপডেট না করে ঠিকে থাকতে পারবে না।
দেখেন একটা অ্যাপ বা ওয়েবসাইট গড়ে মাসে একবার আপডেট করা হয়, আপনি কিভাবে একবার শিখে সারাজীবন আয় করার স্বপ্ন দেখেন?
স্কিল আপডেট করেন, যেখানে মন চায় সেখান থেকে শিখেন তবে নিজেকে আপডেট রাখেন।
আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আমার জানা অনুযায়ী বর্তমানে ফ্রিল্যান্সিং একমাত্র পেশা যেটা দিয়ে আপনি কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন,তবে আপনাকে স্মার্ট এবং বুদ্ধিমান হতে হবে।
লেখাঃ রাজু আহমেদ