মুক্তি বার্তা-Mukti Barta

মুক্তি বার্তা-Mukti Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুক্তি বার্তা-Mukti Barta, Social Media Agency, Cox's Bazar.

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের প...
27/09/2025

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় তিনি আরও সাক্ষাৎ করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে। পরে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও মতবিনিময় করেন।
নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের সংযোগ ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে ।

টঙ্গীর কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জীবন রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ হয়ে শহীদ হয়েছেন ফায়ার ফাইটার শাম...
27/09/2025

টঙ্গীর কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জীবন রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ হয়ে শহীদ হয়েছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদা। তাঁদের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সত্যিই এক মহান ত্যাগ। তাঁরা দুজন ছিলেন সাহসী, নির্ভীক এবং কর্তব্যনিষ্ঠ যোদ্ধা, যাঁদের আত্মত্যাগের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমরা শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌসে স্থান দিন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
🔥 তাঁদের রক্ত ও আত্মত্যাগ অগ্নিনির্বাপণ বাহিনীকে নতুন করে অনুপ্রাণিত করবে।
🔥 তাঁরা আমাদের কাছে বীর শহীদ, দেশের সত্যিকারের গর্ব।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত...
27/09/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় সরাসরি বিষয়টি অবহিত করেছেন তিনি।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ড. ইউনূস শুধু নির্বাচন নয়, তুলে ধরেছেন সংস্কার, মানবিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়গুলোও। তিনি বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের গণতন্ত্রের “ফাউন্ডেশনাল নির্বাচন”—যেখান থেকে শুরু হবে নতুন রাজনৈতিক ভিত্তি।
জাতিসংঘ ও প্রবাসীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে এই ঘোষণা ঘিরে। কারণ, আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. ইউনূস এরই মধ্যে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরস, প্যারিসের মেয়র, এমনকি বিশ্বব্যাংক ও ডব্লিউটিও প্রধানদের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে নির্বাচন, আর্থিক অন্তর্ভুক্তি, পাচার হওয়া অর্থ ফেরত আনা, এলডিসি উত্তরণ ও রোহিঙ্গা সংকট।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন—বাংলাদেশ চাইলে পাচার অর্থ ফেরত আনতে তারা সমন্বয় করতে প্রস্তুত। অন্যদিকে ডব্লিউটিও মহাপরিচালকও আশ্বাস দিয়েছেন, ২০২৬ সালের এলডিসি উত্তরণে বাংলাদেশ পূর্ণ সহায়তা পাবে।
এরই মধ্যে নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ড. ইউনূস পেয়েছেন “আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড”—দারিদ্র্য বিমোচন, শিক্ষা, সামাজিক ব্যবসা ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ।
সবশেষে, জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন—“চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
#জাতিসংঘ৮০তমঅধিবেশন #ট্রাম্পওইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে একসঙ্গে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠ...
27/09/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে একসঙ্গে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।
ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে এ বৈঠকগুলো বাংলাদেশকে কূটনৈতিকভাবে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিটি বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ। এসব আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থ, বাণিজ্য, অর্থনীতি, আসন্ন নির্বাচন এবং মানবিক ইস্যু বিশেষ গুরুত্ব পেয়েছে।
দিনের শুরুতে ড. ইউনূস বৈঠক করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। তিনি বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করে ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি ডিসেম্বরে বাংলাদেশ সফরের আশাবাদও ব্যক্ত করেন।
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে আসে বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ও।
জাতিসংঘ সদর দপ্তরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। ফিনল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।
কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে বৈঠকেও জোর দেওয়া হয় অর্থনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ওপর। উল্লেখ্য, কোসোভো বর্তমানে ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ।
চারটি বৈঠকেই আলোচনার অন্যতম বিষয় ছিল রোহিঙ্গা সংকট। ইতালির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তার দেশ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। এছাড়া আন্তর্জাতিক অর্থায়ন কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে ড. ইউনূস নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিল এও বক্তব্য রাখেন। সেখানে মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।
প্রেস সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরে থাকা বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতাকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
চার বিশ্বনেতার সঙ্গে এ বৈঠকগুলো শুধু কূটনৈতিক সম্পর্ককেই শক্তিশালী করেনি, বরং বাংলাদেশের নির্বাচন, অর্থনীতি ও মানবিক ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনকেও আরও বিস্তৃত করেছে।

বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে—এমন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউ...
27/09/2025

বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে—এমন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানান, বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে।
আলোচনার শিরোনাম ছিল ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’, যেখানে উঠে এসেছে সংস্কার, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সম্ভাবনা। ড. ইউনূস বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ পরিবর্তনের পথে। দুর্নীতি ও অনিয়মের জায়গায় আসছে সংস্কার ও স্বচ্ছতা।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশ এখন শিল্প, প্রযুক্তি, জ্বালানি এবং সেবা খাতে বড় বিনিয়োগের জন্য প্রস্তুত। আলোচনায় অংশ নেয় মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ বিশ্বের শীর্ষ মার্কিন কোম্পানিগুলো।
তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “এখনই সঠিক সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ভিত্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগোচ্ছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ, তরুণ জনগোষ্ঠী এবং ডিজিটাল অগ্রগতির কারণে বাংলাদেশ হয়ে উঠছে বিনিয়োগবান্ধব গন্তব্য।
ড. ইউনূস আশ্বাস দেন—অন্তর্বর্তী সরকার ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ করবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রপ্তানি বৈচিত্র্যকরণ এবং শিল্পায়ন বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
গোলটেবিলে উপস্থিত মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বিনিয়োগকেন্দ্র।
ড. ইউনূস আরও জানান, ২০২৬ সালের এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে বিনিয়োগ ও উদ্ভাবনের মাধ্যমে। এই লক্ষ্য পূরণে তিনি মার্কিন কোম্পানিগুলোকে পাশে থাকার আহ্বান জানান।
বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এখন শুধু দেশের জন্য নয়, বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে।

27/09/2025

🔴 পূজায় সাদা পোশাকের কঠোর নজরদারি থাকার পাশাপাশি ফুল সিকিউরিটি থাকবে...
#বৌদ্ধ #খ্রিস্টান

27/09/2025

Attack in support of the state... Democracy in threat?
Details in the comments...
#বাংলাদেশ #সোশ্যালমিডিয়া #ঐক্যবদ্ধ #প্রজন্মেরডাক

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ল...
27/09/2025

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা। শুধু সেনা নয়, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনী থাকবে নির্বাচনী মাঠে। ইতিমধ্যে, নির্বাচনী প্রস্তুতি এবং বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা রয়েছে এবং নির্বাচনের সময় তা ১ লাখে পৌঁছাবে।
নির্বাচনের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্যও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। জনগণের সহায়তায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য ও নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে। মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় অদ্যাবধি সাফল্য অর্জিত হয়েছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান চলমান এবং নির্বাচনের আগেও তা অব্যাহত থাকবে।
রোহিঙ্গা ইস্যু এবং সীমান্ত পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং মিয়ানমারের সেনাদের স্থানান্তরের পরেও পরিস্থিতি সুষ্ঠু রয়েছে।
তবে, সর্বোপরি, জনগণই নির্বাচনের মূল শক্তি এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন।
#নির্বাচন #দুর্গাপূজা #আইনশৃঙ্খলা #সেনাবাহিনী #বাংলাদেশ

26/09/2025

কিছু দল হ্মমতার সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে বাধা দিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত...
26/09/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় সরাসরি বিষয়টি অবহিত করেছেন তিনি।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ড. ইউনূস শুধু নির্বাচন নয়, তুলে ধরেছেন সংস্কার, মানবিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়গুলোও। তিনি বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের গণতন্ত্রের “ফাউন্ডেশনাল নির্বাচন”—যেখান থেকে শুরু হবে নতুন রাজনৈতিক ভিত্তি।
জাতিসংঘ ও প্রবাসীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে এই ঘোষণা ঘিরে। কারণ, আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. ইউনূস এরই মধ্যে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরস, প্যারিসের মেয়র, এমনকি বিশ্বব্যাংক ও ডব্লিউটিও প্রধানদের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে নির্বাচন, আর্থিক অন্তর্ভুক্তি, পাচার হওয়া অর্থ ফেরত আনা, এলডিসি উত্তরণ ও রোহিঙ্গা সংকট।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন—বাংলাদেশ চাইলে পাচার অর্থ ফেরত আনতে তারা সমন্বয় করতে প্রস্তুত। অন্যদিকে ডব্লিউটিও মহাপরিচালকও আশ্বাস দিয়েছেন, ২০২৬ সালের এলডিসি উত্তরণে বাংলাদেশ পূর্ণ সহায়তা পাবে।
এরই মধ্যে নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ড. ইউনূস পেয়েছেন “আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড”—দারিদ্র্য বিমোচন, শিক্ষা, সামাজিক ব্যবসা ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ।
সবশেষে, জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন—“চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
#জাতিসংঘ৮০তমঅধিবেশন #ট্রাম্পওইউনূস #বাংলাদেশেরভোট

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তি বার্তা-Mukti Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share