
28/07/2025
"আমার মতো শ্যাম কন্যাকে ভালো না বাসার জন্য তোমাকে আজন্ম প্রেম দণ্ডে দন্ডিত করা হোক।তুমিও প্রেমে পড়ো, অথচ প্রেম না পাও।প্রকৃতি হিসাব রাখে, কিছুই ভুলে না।আমি ঠিক গুনে গুনে ৫টা দিন কষ্ট করাবো।তারপর তুমি আমায় পাবে।
একটা কথা জানো?
বিনা সাধনায় পাওয়া বস্তু কে আমরা হুট করে হারিয়ে ফেলি যত্নের অভাবে।তোমাকে আমি ৫ দিনের কঠোর সাধনার বিপরীতে আমরা ভীষণ প্রিয় আমিটাকে দিয়ে পুরস্কৃত করবো।
একটা কথা বলি?
যেই মুহূর্তে তুমি আমায় পাবে, সেই মুহূর্তে টের পাবে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তুমি।কারণ আমি তোমায় ভালোবাসা চেনাব।"
'' সঞ্জীবনী''
পৃষ্ঠা নং :১৩১