Love Is Blind

Love Is Blind নতুন নতুন শিক্ষনীয় ভিডিও এবং নিউজ পাওয়ার জন্য পেইজটি লাইক করে পাশে থাকুন।

12/08/2025

সারজিস আলমের বিরুদ্ধে মামলা ইউনুস সরকারকে হলুদ কার্ড।

11/08/2025
এই মানুষ গুলো যদি ভাল মানুষ হয়, আমিও ভাল মানুষ হতে চাই 🖐️ এই মানুষ গুলো যদি রাজাকারও হয়, তবুও আমিও রাজাকার হতে চাই 🖐️ তো...
06/08/2025

এই মানুষ গুলো যদি ভাল মানুষ হয়, আমিও ভাল মানুষ হতে চাই 🖐️
এই মানুষ গুলো যদি রাজাকারও হয়, তবুও আমিও রাজাকার হতে চাই 🖐️

তোমরা চোর ডাকাত শাহবাগীরা যতই যুক্তি দেখাওনা কেন, দেশে যে কোন নির্বাচন আসলে যতই রাজাকার রাজাকার বলনা কেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের বুদ্ধিমান, বিজ্ঞ ও ভাল মানুষের তালিকা করা হলে এই মানুষ গুলোই তালিকার প্রথম দিকে থাকবে ।

আল্লাহ পাক সকল মজলুল ও মরহুমকে জান্নাতবাসী করুক আমিন।

24/07/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

19/07/2025

-Beauty only attracts the eyes. But, personality captures the heart..!💫💨

হারানো মোবাইল খুজে নিন মূহুর্তেই!ভাবছেন কিভাবে?মোবাইল হারিয়ে গেলে অনলাইনে জিডি (General Diary) করতে পারবেন খুব সহজেই। নি...
17/07/2025

হারানো মোবাইল খুজে নিন মূহুর্তেই!
ভাবছেন কিভাবে?

মোবাইল হারিয়ে গেলে অনলাইনে জিডি (General Diary) করতে পারবেন খুব সহজেই। নিচে মোবাইল হারানোর জন্য অনলাইন জিডি করার ধাপ ও উদাহরণসহ বিস্তারিত দেওয়া হলো:

📱 মোবাইল হারানোর অনলাইন জিডি করার ধাপ:

✅ ধাপ ১: ওয়েবসাইটে যান

👉 ওয়েবসাইট লিংক :- https://gd.police.gov.bd/

✅ ধাপ ২: রেজিস্ট্রেশন বা লগইন

নতুন হলে “নিবন্ধন” করুন।

আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), মোবাইল নম্বর ও ইমেইল দিন।

মোবাইলে OTP আসবে, সেটা দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।

আগেই একাউন্ট থাকলে "লগইন" করুন।

✅ ধাপ ৩: নতুন জিডি করুন

“নতুন জিডি” অপশনে যান।

জিডির ধরন: "হারানো জিনিস" (Lost Item) নির্বাচন করুন।

✅ ধাপ ৪: তথ্য পূরণ করুন

যেমন:

হারানোর তারিখ: ১৫ জুলাই ২০২৫

সময়: সকাল ১০টা

স্থান: গুলিস্তান, ঢাকা

হারানো জিনিস: মোবাইল ফোন

মডেল: Samsung Galaxy A32

IMEI নম্বর: [আপনার ফোনের IMEI নম্বর দিন, ফোনের বক্সে বা পূর্বে এসএমএস-এ থাকতে পারে]

সিম নম্বর: 017######XX

✅ ধাপ ৫: ঘটনার বিবরণ দিন (উদাহরণ নিচে দিলাম):

ঘটনার বিবরণ:

১৫ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে আমি গুলিস্তান এলাকায় বাসে ওঠার সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলি। মোবাইলটি Samsung Galaxy A32 মডেলের, যার রঙ কালো। মোবাইলটির মধ্যে একটি সিমকার্ড ছিল (017######XX)। আমি মোবাইলটি খুঁজে পাচ্ছি না। এটি হারিয়ে যাওয়ার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। অনুগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।

✅ ধাপ ৬: থানা নির্বাচন ও সাবমিট

আপনার ঘটনার স্থানের থানাটি নির্বাচন করুন।

“সাবমিট” বাটনে ক্লিক করুন।

✅ ধাপ ৭: রিসিপ্ট নম্বর সংরক্ষণ করুন

জিডি সফলভাবে সাবমিট হলে একটি Acknowledgement নম্বর পাবেন।

ভবিষ্যতে ব্যবহার করতে সেই নম্বর সংরক্ষণ করে রাখুন।

ℹ️ গুরুত্বপূর্ণ:

হারানো মোবাইল ব্লক করতে হলে IMEI নম্বর দরকার হবে।

চাইলে BTCL বা অপারেটরের হেল্পলাইন-এ যোগাযোগ করে মোবাইল ট্র্যাক করার চেষ্টা করতে পারেন।
আপনার সুবিধার জন্য আপনার টাইমলাইনে করে রাখতে পারেন।

14/07/2025

প্রশ্নটা অনেক সহজ ছিলো!
উত্তরটা তাদের শুনা উচিত
যারা বলে গত ১৭ বছর দেখেনি!

সালাহউদ্দিন কাদের চৌধুরী, আমরা আপনাকে রাজাকার বলবো না,এবং আপনি রাজাকার এটা বিশ্বাসও করি না।কিন্তু আপনার রেখে যাওয়া বিএনপ...
14/07/2025

সালাহউদ্দিন কাদের চৌধুরী, আমরা আপনাকে রাজাকার বলবো না,এবং আপনি রাজাকার এটা বিশ্বাসও করি না।

কিন্তু আপনার রেখে যাওয়া বিএনপি আপনাকেও রাজাকার বলে।

কারন,যেই আদালতে আমাদের দায়িত্বশীলদেরকে রাজাকার বানানো হয়েছে,সেই আদালতে আপনিও রাজাকার। ©

স্বামীর পরকীয়া নয়,স্ত্রীর নিজের পরকীয়াই আসল ঘটনা?? আবারও পুরো বাংলাদেশের আবেগ নিয়ে খেলা করলেন?কি বলবো নিউজ টা দেখার পর ব...
14/07/2025

স্বামীর পরকীয়া নয়,স্ত্রীর নিজের পরকীয়াই আসল ঘটনা??

আবারও পুরো বাংলাদেশের আবেগ নিয়ে খেলা করলেন?
কি বলবো নিউজ টা দেখার পর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।।

বিস্তারিত লিংক কমেন্টস বক্সে দেখুন???

শাহবাগ আজ থেকে আবার অফিশিয়ালি ব্যাক করলো বাংলাদেশের রাজনীতিতে। ছাত্রদল আজ দুইটা স্লোগান দিল, একটা একটা শিবির ধর, ধইরা ধই...
14/07/2025

শাহবাগ আজ থেকে আবার অফিশিয়ালি ব্যাক করলো বাংলাদেশের রাজনীতিতে।

ছাত্রদল আজ দুইটা স্লোগান দিল,

একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জ**ই কর।

জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।

এই দুইটাই আওয়ামী লীগের স্লোগান।

ঐ হিসেবে বিএনপির দেউলিয়াত্বও প্রমাণ হলো।

এতটাই মূর্খ এরা, যে নিজেদের কোন স্লোগান বানানোর মুরোদ নাই।

আওয়ামী লীগের থেকে ধার করে স্লোগান দেওয়া লাগে এই দলটার।

তবে এইটা কেবল শুরু।

শাহবাগের স্লোগান ফিরেছে মানে শাহবাগও ফিরবে।

আবারও শিবির বলে আবরার ফাহাদ বা বিশ্বজিৎ দাসদের মরতে হবে।

তবে আবরাররা ফিরলে, আবু সাঈদরাও আবার ফিরবে।

এটাই আসলে আমাদের নিয়তি। এই এক লুপে বাংলাদেশ আটকায় গেছে খুব বাজেভাবে।

ভেবেছিলাম ২৪ এর পর এই বাংলা ছাড় আর রাজাকারের রাজনীতি শেষ হবে। হলো না। আওয়ামী লীগের পরিনতি দেখেও এদের শিক্ষা হয় নাই।

শুধু একটা কথাই বলি,

আওয়ামী লীগের স্লোগান ধার করে বলেন, সমস্যা নাই। আওয়ামী লীগের সেই রাজাকার আর চেতনার রাজনীতিও করতে পারেন, তাতেও সমস্যা নাই।

শুধু আওয়ামী লীগের রাজনীতি কপি করার সময় আওয়ামী লীগের শেষ পরিনতিটাও গ্রহণ করার প্রিপারেশনটা যেন থাকে!!

"এই মুহুর্তে বাংলা ছাড়" স্লোগান যেহেতু বিএনপি বেছেই নিয়েছে,

"কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?" স্লোগান শোনার জন্যও যেন বিএনপি প্রস্তুত থাকে।
Sadiqur Rahman Khan

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Love Is Blind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love Is Blind:

Share